কলকাতা, 3 সেপ্টেম্বর : 8 তারিখ থেকে মেট্রো চলার বিষয়ে কোনও সমাধান সূত্র মিলল না ৷ সূত্রের খবর, সেপ্টেম্বরের 14 অথবা 15 তারিখ থেকে মেট্রো চালু হতে পারে ৷ রাজ্যে কবে থেকে মেট্রো চলাচল শুরু করা যেতে পারে এবিষয়ে আজ মেট্রো আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারি আধিকারিকেরা ৷ তবে, বৈঠকে সেভাবে কোনও সমাধান সূত্র মেলেনি ৷ বৈঠকে, দূরত্ব বিধি বজায় রাখতে রাজ্য পুলিশের কাছে মেট্রো কর্তৃপক্ষ সাহায্য চেয়েছেন বলে জানা গিয়েছে ৷ এছাড়াও অফিস সময়ে ভিড় সামাল দিতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় ৷ সূত্রের খবর, আগামীকাল আবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্য সরকারি আধিকারিকেরা ৷
উল্লেখ্য, মেট্রো চলাচলের বিষয়ে বুধবারই কেন্দ্রের তরফে গাইড লাইন প্রকাশ করা হয় ৷ রাজ্যগুলোকে ধাপে ধাপে মেট্রো চলানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয় ৷ আগামী 7ই সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা ৷ একই দিনে যাতে এরাজ্যেও মেট্রোর চালানো যায় সেই জন্য নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ নির্দেশিকায় জানানো হয়, 12 সেপ্টেম্বরের মধ্যে সব লাইনে মেট্রো পরিষেবা চালু করে দিতে হবে ৷ অপরদিকে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, রাজ্যে 8 তারিখ থেকে চালু হবে মেট্রো পরিষেবা ৷ তাই, মেট্রো চলাচলের বিষয়ে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করতে এদিন মেট্রো আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারি আধিকারিকরা ৷
এদিন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী বলেন, "মেট্রো আধিকারিকদের সঙ্গে নবান্নের আধিকারিকদের বৈঠক হয়েছে ৷ কিন্তু, কবে থেকে মেট্রো চলাচল করবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু ঠিক হয়নি ৷ এটা প্রথম পর্যায়ে মিটিং ছিল ৷ এরপর আরও কয়েকদফা বৈঠক হবে ৷ সেই বৈঠক ফোনে বা ভার্চুয়ালি অথবা আবারও নবান্নে এসেও হতে পারে ৷ আজ কিছু কথা হয়েছে ৷ আরও কয়েক দফা আলোচনা হবে ৷ তারপর চূড়ান্ত দিনক্ষণ ঠিক হবে ৷ " পাশাপাশি তিনি জানান, সকাল 8 থেকে রাত 8 পর্যন্ত মেট্রো চলাচল করবে ৷