ETV Bharat / state

WB TT Championship 2022: টিটিতে রাজ্য সেরা উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয় দক্ষিণ কলকাতা

রাজ্য টেবিল টেনিস (Table Tennis) চ্যাম্পিয়নশিপের (WB TT Championship 2022) দলগত বিভাগে দাপটে উত্তর চব্বিশ পরগনা। মোট চারটে সোনা, পাঁচটা রূপো এবং একটি ব্রোঞ্জ-সহ মোট দশটি পদক পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কলকাতা। তারা দু'টো সোনা, তিনটে রূপো ও চারটে ব্রোঞ্জ-সহ মোট নয়টি পদক জিতেছে।

WB TT Championship 2022
টিটিতে রাজ্য সেরা উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয় দক্ষিণ কলকাতা
author img

By

Published : Dec 1, 2022, 12:41 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: 27 নভেম্বর থেকে শুরু হওয়া রাজ্য টেবিল টেনিসে দলগত বিভাগের খেলা শেষ হয়েছে। ব্যক্তিগত ইভেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। 4 ডিসেম্বর অর্থাৎ, রবিবার এই প্রতিযোগিতার শেষ দিন। 13 হাজারেরও বেশি প্রতিযোগী যুবভারতী ক্রীড়াঙ্গণে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে (Bengal Table Tennis Academy) খেতাব জয়ের লক্ষ্যে নেমেছেন। আর এই রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের দলগত বিভাগে দাপট দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার। এই জেলার ছেলে ও মেয়েরা সমানে সমানে টক্কর দিয়েছে অন্যান্য জেলাকে ৷

রাজ্য টেবিল টেনিসের (WB TT Championship 2022) 18টি দলের দলগত চ্যাম্পিয়নের পুরুষ বিভাগে খেতাব হাওড়া জেলার দখলে। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। মহিলা বিভাগে দলগত চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে দক্ষিণ কলকাতাকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে।

আরও পড়ুন: করোনার ধাক্কা কাটিয়ে, টেবিল টেনিসে দেশ-বিদেশে সফল বাংলার প্রতিযোগীরা

অনূর্ধ্ব-13 বয়সীদের ইয়ুথ গার্লসে চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা। এই বিভাগে ছেলেদের খেতাব হাওড়ার। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-2 ব্যবধানে পরাজিত করে। যুগ্মভাবে একই বিভাগে তৃতীয় হয়েছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা।

অনূর্ধ্ব-15 মেয়েদের বিভাগে সেরা উত্তর চব্বিশ পরগনা। ফাইনালে তারা দক্ষিণ কলকাতাকে 3-0 ব্যবধানে পরাজিত করে খেতাব ছিনিয়ে নেয়। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে পশ্চিম কলকাতা এবং বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমি। একই বিভাগে জয়ের খেতাব ছিনিয়ে নিয়েছে উত্তর কলকাতার ছেলেরা। ফাইনালে তারা দক্ষিণ কলকাতাকে 3-1 ব্যবধানে পরাজিত করে। পাশাপাশি যুগ্মভাবে এই বিভাগে তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনা এবং হাওড়া।

আরও পড়ুন: টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার

অনূর্ধ্ব-17 বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতা। তারা ফাইনালে 3-1 ব্যবধানে উত্তর চব্বিশ পরগনাকে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলি এবং উত্তর কলকাতা। হুগলির মেয়েরা এই বিভাগে জয় পেয়েছে। 3-2 ব্যবধানে তারা উত্তর চব্বিশ পরগনাকে পরাজিত করেছে।

অনূর্ধ্ব-19 বিভাগে মেয়েদের দলগত চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে 3-1 ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনাকে পরাজিত করে। একই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলি ও দক্ষিণ কলকাতা। এই বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতা। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হয়েছে হুগলি এবং উত্তর কলকাতা (State Level TT Championship) ।

আরও পড়ুন: মহারাষ্ট্রকে হারিয়ে টেবিল টেনিসে স্বর্ণজয়ী বাংলার মেয়েরা

কলকাতা, 1 ডিসেম্বর: 27 নভেম্বর থেকে শুরু হওয়া রাজ্য টেবিল টেনিসে দলগত বিভাগের খেলা শেষ হয়েছে। ব্যক্তিগত ইভেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। 4 ডিসেম্বর অর্থাৎ, রবিবার এই প্রতিযোগিতার শেষ দিন। 13 হাজারেরও বেশি প্রতিযোগী যুবভারতী ক্রীড়াঙ্গণে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে (Bengal Table Tennis Academy) খেতাব জয়ের লক্ষ্যে নেমেছেন। আর এই রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের দলগত বিভাগে দাপট দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার। এই জেলার ছেলে ও মেয়েরা সমানে সমানে টক্কর দিয়েছে অন্যান্য জেলাকে ৷

রাজ্য টেবিল টেনিসের (WB TT Championship 2022) 18টি দলের দলগত চ্যাম্পিয়নের পুরুষ বিভাগে খেতাব হাওড়া জেলার দখলে। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। মহিলা বিভাগে দলগত চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে দক্ষিণ কলকাতাকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে।

আরও পড়ুন: করোনার ধাক্কা কাটিয়ে, টেবিল টেনিসে দেশ-বিদেশে সফল বাংলার প্রতিযোগীরা

অনূর্ধ্ব-13 বয়সীদের ইয়ুথ গার্লসে চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা। এই বিভাগে ছেলেদের খেতাব হাওড়ার। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-2 ব্যবধানে পরাজিত করে। যুগ্মভাবে একই বিভাগে তৃতীয় হয়েছে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা।

অনূর্ধ্ব-15 মেয়েদের বিভাগে সেরা উত্তর চব্বিশ পরগনা। ফাইনালে তারা দক্ষিণ কলকাতাকে 3-0 ব্যবধানে পরাজিত করে খেতাব ছিনিয়ে নেয়। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে পশ্চিম কলকাতা এবং বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমি। একই বিভাগে জয়ের খেতাব ছিনিয়ে নিয়েছে উত্তর কলকাতার ছেলেরা। ফাইনালে তারা দক্ষিণ কলকাতাকে 3-1 ব্যবধানে পরাজিত করে। পাশাপাশি যুগ্মভাবে এই বিভাগে তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনা এবং হাওড়া।

আরও পড়ুন: টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার

অনূর্ধ্ব-17 বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতা। তারা ফাইনালে 3-1 ব্যবধানে উত্তর চব্বিশ পরগনাকে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলি এবং উত্তর কলকাতা। হুগলির মেয়েরা এই বিভাগে জয় পেয়েছে। 3-2 ব্যবধানে তারা উত্তর চব্বিশ পরগনাকে পরাজিত করেছে।

অনূর্ধ্ব-19 বিভাগে মেয়েদের দলগত চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে 3-1 ব্যবধানে দক্ষিণ চব্বিশ পরগনাকে পরাজিত করে। একই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলি ও দক্ষিণ কলকাতা। এই বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিণ কলকাতা। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হয়েছে হুগলি এবং উত্তর কলকাতা (State Level TT Championship) ।

আরও পড়ুন: মহারাষ্ট্রকে হারিয়ে টেবিল টেনিসে স্বর্ণজয়ী বাংলার মেয়েরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.