কলকাতা, 24 এপ্রিল : করোনা আক্রান্ত অথবা করোনা সন্দেহে কোনও রোগীর মৃত্যু বাড়িতে হলে তাঁর ডেথ সার্টিফিকেট পেতে এবং শেষকৃত্য সম্পন্ন করতে কোনও সমস্যায় পড়তে হবে না । তেমনই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় করোনা রোগীর মৃত্যুর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের একটি গাইডলাইনে এমনই জানানো হয়েছে ।
রাজ্য স্বাস্থ্য দফতরের ওই গাইডলাইনে জানানো হয়েছে, করোনা উপসর্গ রয়েছে এমন কোনও রোগীর মৃত্যু যদি বাড়িতেই হয়, তাহলে যে চিকিৎসকের অধীনে ওই রোগী ছিলেন, সেই চিকিৎসক ওই রোগীর ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন । এক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসক শারীরিকভাবে উপস্থিত থেকে ভার্চুয়ালি ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন । তেমনই, করোনা আক্রান্ত অথবা করোনা সন্দেহে কোনও রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ওই রোগীকে হয়তো এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে হবে । এক্ষেত্রে, অন্য হাসপাতালে পৌঁছানোর আগেই যদি ওই রোগীর মৃত্যু হয়, তাহলে তিনি যে হাসপাতালে যে চিকিৎসকের অধীনে ছিলেন, সেই চিকিৎসক ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন ।
আরও পড়ুন, দেশে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছুঁইছুঁই, একদিনে মৃত আড়াই হাজারের বেশি
তবে, এসব ক্ষেত্রে শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট মৃত রোগীর পরিজনদের যোগাযোগ করতে হবে । স্বাস্থ্য দফতরের এই গাইডলাইনে জানানো হয়েছে, এক্ষেত্রে কলকাতা পৌরনিগম এলাকার মধ্যে হলে কলকাতা পৌরনিগমের সিএমওএইচ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে । কলকাতা পৌরনিগমের বাইরে গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও অথবা, বিএমওএইচ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে । এবং, কলকাতা পৌরনিগমের বাইরে শহরাঞ্চলের ক্ষেত্রে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির এগজিকিউটিভ অফিসার অথবা, হেলথ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে ।