ETV Bharat / state

কিশোরভারতী স্টেডিয়ামে সেফহোম তৈরির বিজ্ঞপ্তি - কিশোরভারতী স্টেডিয়াম

কিশোরভারতী স্টেডিয়ামে তৈরি হবে সেফহোম । আজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।

State health department decided Kishore bharati stadium turns to Safe home
State health department decided Kishore bharati stadium turns to Safe home
author img

By

Published : Jul 30, 2020, 7:14 PM IST

কলকাতা, 30 জুলাই : যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামেও এবার তৈরি হবে সেফহোম। তার জন্য টেন্ডার ডাকল পূর্ত দপ্তর । আজই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কোরোনার সংক্রমণ বৃদ্ধির কারণে হাসপাতালের বেডের সমস্যা হতে পারে বলে অনুমান করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । তাই বেশি করে সেফহোম তৈরির সিদ্ধান্ত নিয়েছে ।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে 109 টি সেফহোম তৈরি হয়েছে । কিন্তু সেই সংখ্যা আরও বাড়াতে চাইছে স্বাস্থ্য দপ্তর । রাজ্যের সবকটি ব্লক এবং পৌরএলাকায় সেফহোম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অত্যন্ত দ্রুত কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে এই কাজ শেষ করতে চাইছে প্রশাসন । কারণ এই পাঁচটি জেলায় সংক্রমিতের সংখ্যা বেশি । যাতে দ্রুত সেফহোম তৈরি করা যায় তার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

উত্তর 24 পরগনার খড়দা স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম তৈরি করা হয়েছে, তৈরি হয়েছে বারাসত স্টেডিয়ামেও । এবার নৈহাটি স্টেডিয়ামও সেফহোম হিসেবে ব্যবহার করতে চাইছে সরকার । কলকাতার ইডেন গার্ডেন্সকে ইতিমধ্যেই সেফহোম হিসেবে ব্যবহার হচ্ছে । সঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়াম, কিশোরভারতী স্টেডিয়াম, হজ হাউসে সেফহোম তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

নবান্ন সূত্রে জানা গেছে, প্রয়োজনে বিভিন্ন জায়গায় থাকা অনুষ্ঠান বাড়িগুলিকে সরকার অধিগ্রহণ করবে সেফহোম তৈরির জন্য । প্রয়োজন পড়লে অধিগ্রহণ করা হবে হোটেল । মহামারী আইনের মাধ্যমেই এই অধিগ্রহণ করা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গেছে ।

কলকাতা, 30 জুলাই : যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামেও এবার তৈরি হবে সেফহোম। তার জন্য টেন্ডার ডাকল পূর্ত দপ্তর । আজই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কোরোনার সংক্রমণ বৃদ্ধির কারণে হাসপাতালের বেডের সমস্যা হতে পারে বলে অনুমান করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । তাই বেশি করে সেফহোম তৈরির সিদ্ধান্ত নিয়েছে ।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে 109 টি সেফহোম তৈরি হয়েছে । কিন্তু সেই সংখ্যা আরও বাড়াতে চাইছে স্বাস্থ্য দপ্তর । রাজ্যের সবকটি ব্লক এবং পৌরএলাকায় সেফহোম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অত্যন্ত দ্রুত কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে এই কাজ শেষ করতে চাইছে প্রশাসন । কারণ এই পাঁচটি জেলায় সংক্রমিতের সংখ্যা বেশি । যাতে দ্রুত সেফহোম তৈরি করা যায় তার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

উত্তর 24 পরগনার খড়দা স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম তৈরি করা হয়েছে, তৈরি হয়েছে বারাসত স্টেডিয়ামেও । এবার নৈহাটি স্টেডিয়ামও সেফহোম হিসেবে ব্যবহার করতে চাইছে সরকার । কলকাতার ইডেন গার্ডেন্সকে ইতিমধ্যেই সেফহোম হিসেবে ব্যবহার হচ্ছে । সঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়াম, কিশোরভারতী স্টেডিয়াম, হজ হাউসে সেফহোম তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

নবান্ন সূত্রে জানা গেছে, প্রয়োজনে বিভিন্ন জায়গায় থাকা অনুষ্ঠান বাড়িগুলিকে সরকার অধিগ্রহণ করবে সেফহোম তৈরির জন্য । প্রয়োজন পড়লে অধিগ্রহণ করা হবে হোটেল । মহামারী আইনের মাধ্যমেই এই অধিগ্রহণ করা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.