ETV Bharat / state

কীভাবে ও কবে শুরু হবে মেট্রো ? আগামীকাল রেলের সঙ্গে বৈঠক রাজ্য সরকারের - কোরোনা

সূত্রের খবর, আগামীকাল বেলা সাড়ে 11 টা নাগাদ পূর্ব রেল, দক্ষিণ- পূর্ব রেল ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার । তারপরই ঠিক হবে শহরে কবে থেকে চালু হবে পরিষেবা ।

metro
মেট্রো
author img

By

Published : Sep 2, 2020, 8:29 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : দেশজুড়ে চলছে আনলকের চতুর্থ পর্ব । এই পর্বে মেট্রো রেল চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেইমতো 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু হতে পারে । কলকাতায় কীভাবে ও কবে মেট্রো চালু হবে সে নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও মেট্রো রেল কর্তৃপক্ষ ।

মেট্রো চালু হবে এমন ঘোষণা হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, SOP হাতে পাওয়ার পর রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা । পূর্ব রেল, দক্ষিণ- পূর্ব রেল ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকার যৌথভাবে একটি বৈঠকে বসুক এমন আবেদন জানিয়েছিল পূর্ব রেল । সেইমতোই আগামীকাল বৈঠক বসবে তারা । বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, "আগামীকাল বেলা 11টা 30 নাগাদ রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ বৈঠকে বসবে । চূড়ান্ত করা হবে কবে এবং কী কী পদ্ধতি মেনে আবার চলবে কলকাতা মেট্রো ।"

মার্চের শেষে কোরোনার জেরে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন ও মেট্রোরেল পরিষেবা । প্রায় ছ'মাস পর ফের মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরিষেবা চালু করতে হবে বলে জানানো হয়েছে তাদের তরফে । মেট্রো চালু হবে বলে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে প্রস্তুতি।

কলকাতা, 2 সেপ্টেম্বর : দেশজুড়ে চলছে আনলকের চতুর্থ পর্ব । এই পর্বে মেট্রো রেল চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেইমতো 7 সেপ্টেম্বর থেকে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু হতে পারে । কলকাতায় কীভাবে ও কবে মেট্রো চালু হবে সে নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও মেট্রো রেল কর্তৃপক্ষ ।

মেট্রো চালু হবে এমন ঘোষণা হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, SOP হাতে পাওয়ার পর রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা । পূর্ব রেল, দক্ষিণ- পূর্ব রেল ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকার যৌথভাবে একটি বৈঠকে বসুক এমন আবেদন জানিয়েছিল পূর্ব রেল । সেইমতোই আগামীকাল বৈঠক বসবে তারা । বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, "আগামীকাল বেলা 11টা 30 নাগাদ রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ বৈঠকে বসবে । চূড়ান্ত করা হবে কবে এবং কী কী পদ্ধতি মেনে আবার চলবে কলকাতা মেট্রো ।"

মার্চের শেষে কোরোনার জেরে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন ও মেট্রোরেল পরিষেবা । প্রায় ছ'মাস পর ফের মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরিষেবা চালু করতে হবে বলে জানানো হয়েছে তাদের তরফে । মেট্রো চালু হবে বলে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে প্রস্তুতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.