ETV Bharat / state

Calcutta HC: রাজভবন চত্বরে ধরনা করা গেলে নব মহাকরণের সামনে কর্মসূচি কেন নয় ? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

Calcutta High Court on dharna at Raj Bhavan: রাজভবনের সামনে ধরনা করা গেলে নব মহাকরণের সামনে কেন কর্মসূচি করা যাবে না ? কলকাতা হাইকোর্টের এই প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকারকে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 7:25 PM IST

কলকাতা, 9 অক্টোবর: রাজভবনের সামনে ধরনা করা গেলে নব মহাকরণের সামনে ধরনা কর্মসূচি কেন সম্ভব নয় ? সোমবার আদালতে এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । তিনি এ বিষয়ে রাজ্যে সরকারকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন । আগামী 16 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, নব মহাকরণের সামনে ধরনা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ স্বনিযুক্ত শ্রমিক কল্যাণ সংগঠন । পুলিশ সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি । নব মহাকরণে শ্রম-সহ বেশ কিছু সরকারি দফতরের কাজকর্ম চলে । কলকাতা হাইকোর্টের কিছু কাজকর্মও হয় সেখানে । পুলিশ অনুমতি না-দেওয়ায় হাইকোর্টে মামলা দায়ের করে ওই সংগঠন ।

এই মামলাতেই রাজ্যকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, "রাজভবনের সামনে 144 ধারা জারি থাকা সত্ত্বেও ধরনা কর্মসূচি চলছে ৷ তাহলে নব মহাকরণের সামনে কেন চলবে না ?"

হলফনামা জমা দিয়ে এই প্রশ্নের উত্তর জানানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: জরুরি তলবে অভিষেকের সঙ্গে বৈঠক সেরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল

রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকা সত্ত্বেও ধরনা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব । কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না, এমনই একগুচ্ছ অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে ধরনা চালাচ্ছে তারা । এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করতে যান এক বিজেপি নেতা । তিনি আবেদনে জানান, যাতে জরুরিভিত্তিতে মামলাটি শোনা হয় । কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেননি ।

কখনও চাকরিপ্রার্থীদের মিছিল, তো কখনও বিরোধী দলের রাজনৈতিক সভা সমিতিতে পুলিশের অনুমতি না মেলা নিয়ে বারবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে । কয়েকদিন আগে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সংহতি মিছিলের অনুমতি না-মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা । শুনানিতে প্রশ্ন ওঠে 21 জুলাইয়ে কী করে পুলিশ অনুমতি দেয় । যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উত্তর ছিল, তিনি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন । তিনি সরকারের প্রতিনিধি । ফলে এই বিষয়ে তিনি কোনও উত্তর দেবেন না ।

কলকাতা, 9 অক্টোবর: রাজভবনের সামনে ধরনা করা গেলে নব মহাকরণের সামনে ধরনা কর্মসূচি কেন সম্ভব নয় ? সোমবার আদালতে এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । তিনি এ বিষয়ে রাজ্যে সরকারকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন । আগামী 16 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, নব মহাকরণের সামনে ধরনা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ স্বনিযুক্ত শ্রমিক কল্যাণ সংগঠন । পুলিশ সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি । নব মহাকরণে শ্রম-সহ বেশ কিছু সরকারি দফতরের কাজকর্ম চলে । কলকাতা হাইকোর্টের কিছু কাজকর্মও হয় সেখানে । পুলিশ অনুমতি না-দেওয়ায় হাইকোর্টে মামলা দায়ের করে ওই সংগঠন ।

এই মামলাতেই রাজ্যকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, "রাজভবনের সামনে 144 ধারা জারি থাকা সত্ত্বেও ধরনা কর্মসূচি চলছে ৷ তাহলে নব মহাকরণের সামনে কেন চলবে না ?"

হলফনামা জমা দিয়ে এই প্রশ্নের উত্তর জানানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: জরুরি তলবে অভিষেকের সঙ্গে বৈঠক সেরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল

রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকা সত্ত্বেও ধরনা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব । কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না, এমনই একগুচ্ছ অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে ধরনা চালাচ্ছে তারা । এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করতে যান এক বিজেপি নেতা । তিনি আবেদনে জানান, যাতে জরুরিভিত্তিতে মামলাটি শোনা হয় । কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেননি ।

কখনও চাকরিপ্রার্থীদের মিছিল, তো কখনও বিরোধী দলের রাজনৈতিক সভা সমিতিতে পুলিশের অনুমতি না মেলা নিয়ে বারবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে । কয়েকদিন আগে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সংহতি মিছিলের অনুমতি না-মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা । শুনানিতে প্রশ্ন ওঠে 21 জুলাইয়ে কী করে পুলিশ অনুমতি দেয় । যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উত্তর ছিল, তিনি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন । তিনি সরকারের প্রতিনিধি । ফলে এই বিষয়ে তিনি কোনও উত্তর দেবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.