ETV Bharat / state

State Government Holiday: কালীপুজো থেকে ছট- রাজ্য সরকারি কর্মীদের 9 দিন টানা ছুটি

author img

By

Published : Oct 20, 2022, 6:43 AM IST

Updated : Oct 20, 2022, 6:55 AM IST

একটা দিন এদিক-ওদিক করতে পারলেই 22 থেকে 31 তারিখ আবারও একটা লম্বা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মীরা (9 days leave for state govt employees)।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 20 অক্টোবর: পুজো এবং লক্ষ্মীপুজোর পাঠ সবে মিটেছে । আর দিন চারেকের মধ্যেই কালীপুজো (Kali Puja 2022) । আর কালীপুজো থেকে শুরু করে ভাইফোঁটা এবং ছট পর্যন্ত ধরলে এবার আবারও 9 দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা । মানে দুর্গাপুজোর পর ফের একবার লম্বা ছুটি অপেক্ষা করছে তাঁদের জন্য (State govt employees to enjoy 9 days holiday )।

24 অক্টোবর সোমবার কালীপুজো। আগের দু’দিন মানে 22 ও 23 অক্টোবর শনি-রবিবারের সাধারণ ছুটি । এছাড়া এবার কালীপুজোয় 25 ও 26 অক্টোবর বাড়তি দু'দিন ছুটি দিয়েছে রাজ্য সরকার। মানে শনিবার থেকে টানা বুধবার ছুটি। আর তারপরেই বৃহস্পতিবার 27 তারিখ ভাইফোঁটা । সুতরাং, 22 থেকে 27 অক্টোবর টানা ছুটি থাকছে। মাঝে পড়ছে শুধু শুক্রবার। ওইদিনটা কোনওভাবে ছুটি নিতে পারলেই হল। রবিবার ছুটির দিন হলেও সে দিন ছটপুজো। তবে ছুটি মার যাচ্ছে না। রাজ্য সরকার 31 অক্টোবর অর্থাৎ সোমবার অতিরিক্ত ছুটি দিয়েছে । ফলে 22 থেকে 31 তারিখ আবারও একটা লম্বা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বিপর্যয় মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নবান্নের

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই 'ছুটি-সংস্কৃতি' নিয়ে তোপ দাগে বিরোধী দলগুলি । অনেক বিরোধী নেতাকেই বলতে শোনা গিয়েছে রাজ্য সরকারের হাতে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার টাকা নেই তাই অতিরিক্ত ছুটি দিয়ে ক্ষত ঢাকার চেষ্টা চলছে। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয় বাম আমলে সরকারি কাজের সংস্কৃতি অন্যরকম ছিল । মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা সময়মতো পেতেন না । কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। কর্মদিবস আর আগের মতো নষ্ট হয় না। সবমিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে আগের থেকে অনেক বেশি গতি এসেছে। এই আক্রমণ এবং পালটা আক্রমণের মধ্যেই দুর্গাপুজোর পর কালীপুজোয় ফের লম্বা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা ।

কলকাতা, 20 অক্টোবর: পুজো এবং লক্ষ্মীপুজোর পাঠ সবে মিটেছে । আর দিন চারেকের মধ্যেই কালীপুজো (Kali Puja 2022) । আর কালীপুজো থেকে শুরু করে ভাইফোঁটা এবং ছট পর্যন্ত ধরলে এবার আবারও 9 দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা । মানে দুর্গাপুজোর পর ফের একবার লম্বা ছুটি অপেক্ষা করছে তাঁদের জন্য (State govt employees to enjoy 9 days holiday )।

24 অক্টোবর সোমবার কালীপুজো। আগের দু’দিন মানে 22 ও 23 অক্টোবর শনি-রবিবারের সাধারণ ছুটি । এছাড়া এবার কালীপুজোয় 25 ও 26 অক্টোবর বাড়তি দু'দিন ছুটি দিয়েছে রাজ্য সরকার। মানে শনিবার থেকে টানা বুধবার ছুটি। আর তারপরেই বৃহস্পতিবার 27 তারিখ ভাইফোঁটা । সুতরাং, 22 থেকে 27 অক্টোবর টানা ছুটি থাকছে। মাঝে পড়ছে শুধু শুক্রবার। ওইদিনটা কোনওভাবে ছুটি নিতে পারলেই হল। রবিবার ছুটির দিন হলেও সে দিন ছটপুজো। তবে ছুটি মার যাচ্ছে না। রাজ্য সরকার 31 অক্টোবর অর্থাৎ সোমবার অতিরিক্ত ছুটি দিয়েছে । ফলে 22 থেকে 31 তারিখ আবারও একটা লম্বা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বিপর্যয় মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নবান্নের

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই 'ছুটি-সংস্কৃতি' নিয়ে তোপ দাগে বিরোধী দলগুলি । অনেক বিরোধী নেতাকেই বলতে শোনা গিয়েছে রাজ্য সরকারের হাতে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার টাকা নেই তাই অতিরিক্ত ছুটি দিয়ে ক্ষত ঢাকার চেষ্টা চলছে। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয় বাম আমলে সরকারি কাজের সংস্কৃতি অন্যরকম ছিল । মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা সময়মতো পেতেন না । কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। কর্মদিবস আর আগের মতো নষ্ট হয় না। সবমিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে আগের থেকে অনেক বেশি গতি এসেছে। এই আক্রমণ এবং পালটা আক্রমণের মধ্যেই দুর্গাপুজোর পর কালীপুজোয় ফের লম্বা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা ।

Last Updated : Oct 20, 2022, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.