ETV Bharat / state

রাজ্যের বিজয়া সম্মিলনীতে উপেক্ষিত বামেরা - bussiness

বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়নি বামফ্রন্টকে । এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি বামেদের কোনও শরিকদের কাছেও । কার্নিভালের পর এবার বিজয়া সম্মিলনীতেও ব্রাত্য তাঁরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 28, 2019, 9:50 AM IST

কলকাতা, 28 অক্টোবর : কার্নিভালের পর এবার বিজয়া সম্মিলনী । সরকারি অনুষ্ঠানে উপেক্ষিত বামেরা । আগামী মাসের 1 তারিখ রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়নি তাদের । রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের এই অনুষ্ঠানে ডাক পড়লেও কোনও আমন্ত্রণ পত্র পৌঁছায়নি আলিমুদ্দিন স্ট্রিটে । রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন শিল্পপতিদেরও । মনে করা হচ্ছে, বেশ কিছু শিল্প সম্ভাবনা সম্পর্কে ওইদিন বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী ।

প্রতিবছরের মতো এবছরও রাজ্য সরকারের উদ্যোগে পালিত হবে বিজয়া সম্মিলনী । চলচ্চিত্র, শিল্প-সাহিত্য, শিল্পপতিসহ দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে । আমন্ত্রণ পত্র পৌঁছেছে বিরোধী দলনেতা আবদুল মান্নানের কাছেও । ব্রাত্য শুধুই বামেরা । ঠিক এই কারণেই বিষয়টিতে আমল দিতে রাজি নন মান্নান । ওঁর কথায়, আমন্ত্রণ করেছে এটা ওঁদের ব্যক্তিগত ব্যাপার । তবে, 'বন্ধু' বামেদের না ডাকায় তিনি বা দলের অন্যান্য কেউ এই অনুষ্ঠানে যাবেন কি না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ।

আমন্ত্রণের বিষয়টি নিয়ে বামেদের শরিক দলগুলির কাছেও পৌঁছায়নি কোনও চিঠি । এবিষয়ে CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি । ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, কোনও আমন্ত্রণপত্র আসেনি । RCP-র ক্ষিতি গোস্বামী জানিয়েছেন, তিনি জানেনই না কবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন ।

দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালেও শাসক দলের কাছে উপেক্ষিত ছিল বামেরা । তখনও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে কার্নিভালে যাওয়ার আমন্ত্রণ পত্র পাঠিয়েছিল রাজ্য সরকার । বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী এবিষয়ে বলেন, "এটাই রাজ্যের দস্তুর হয়ে দাঁড়িয়েছে ।" তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান, নতুন সৌজন্যের নজির তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 28 অক্টোবর : কার্নিভালের পর এবার বিজয়া সম্মিলনী । সরকারি অনুষ্ঠানে উপেক্ষিত বামেরা । আগামী মাসের 1 তারিখ রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়নি তাদের । রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের এই অনুষ্ঠানে ডাক পড়লেও কোনও আমন্ত্রণ পত্র পৌঁছায়নি আলিমুদ্দিন স্ট্রিটে । রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন শিল্পপতিদেরও । মনে করা হচ্ছে, বেশ কিছু শিল্প সম্ভাবনা সম্পর্কে ওইদিন বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী ।

প্রতিবছরের মতো এবছরও রাজ্য সরকারের উদ্যোগে পালিত হবে বিজয়া সম্মিলনী । চলচ্চিত্র, শিল্প-সাহিত্য, শিল্পপতিসহ দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে । আমন্ত্রণ পত্র পৌঁছেছে বিরোধী দলনেতা আবদুল মান্নানের কাছেও । ব্রাত্য শুধুই বামেরা । ঠিক এই কারণেই বিষয়টিতে আমল দিতে রাজি নন মান্নান । ওঁর কথায়, আমন্ত্রণ করেছে এটা ওঁদের ব্যক্তিগত ব্যাপার । তবে, 'বন্ধু' বামেদের না ডাকায় তিনি বা দলের অন্যান্য কেউ এই অনুষ্ঠানে যাবেন কি না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ।

আমন্ত্রণের বিষয়টি নিয়ে বামেদের শরিক দলগুলির কাছেও পৌঁছায়নি কোনও চিঠি । এবিষয়ে CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি । ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, কোনও আমন্ত্রণপত্র আসেনি । RCP-র ক্ষিতি গোস্বামী জানিয়েছেন, তিনি জানেনই না কবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন ।

দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালেও শাসক দলের কাছে উপেক্ষিত ছিল বামেরা । তখনও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে কার্নিভালে যাওয়ার আমন্ত্রণ পত্র পাঠিয়েছিল রাজ্য সরকার । বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী এবিষয়ে বলেন, "এটাই রাজ্যের দস্তুর হয়ে দাঁড়িয়েছে ।" তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান, নতুন সৌজন্যের নজির তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দেখুন ভিডিয়ো
Intro:শাসকদল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানানো হয়নি বামফ্রন্টকে। আগামী মাসের শুরুর দিনেই তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী রয়েছে। রাজ্যের বিভিন্ন শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকেও ইতিমধ্যেই পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। ব্রাত্য কেবল বামেরা।


Body:প্রতিবছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে পালন করা হবে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। চলচ্চিত্র, শিল্প-সাহিত্য, শিল্পপতি সহ দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে শাসকদলের বিজয়া সম্মিলনীতে। অথচ রাজ্যের অন্যতম বিরোধী দল বামফ্রন্টকে আমন্ত্রণ জানানো হয়নি এখনো। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রণের বিষয়টিকে গুরুত্ব দিতে চান নি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন। শাসকদল মনে করেছে বলে তাকে আমন্ত্রণ জানিয়েছে। কংগ্রেসের অন্যতম সহযোগী দল বামফ্রন্টকে আমন্ত্রণ না করার বিষয়টিকে আমল দিতে চাইছেন না রাজ্যের বিরোধী দলনেতা। সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আমন্ত্রণপত্র এসে পৌঁছয় নি। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মরেন চট্টোপাধ্যায়ের কাছেও এসে পৌঁছয় নি আমন্ত্রণপত্র। আরএসপির ক্ষিতি গোস্বামী জানিয়েছেন, তিনি জানেনই না কবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলনী করবেন। দূর্গা পূজার বিসর্জনের কার্নিভালেও শাসক দলের কাছে উপেক্ষিত ছিল বামেরা। যদিও তখন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে কার্নিভালে যাওয়ার আমন্ত্রণ পত্র পাঠিয়েছিল রাজ্য সরকার। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, এটাই রাজ্যের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জানান, নতুন সৌজন্যের নজির তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.