কলকাতা, 31 অক্টোবর : সোমবার থেকে 50 টাকা বাড়তি সহায়ক মূল্য দিয়ে ধান কিনবে রাজ্যের খাদ্য দপ্তর। ধান বিক্রির জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছেন 14 লাখ মানুষ। জানা গেছে, রাজ্য সরকার মোট 52 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করার উৎসাহ ক্রমশ বাড়ছে। 2017-2018'র আর্থিক বর্ষে ধান বিক্রির জন্য পাঁচ লাখ আবেদন জমা পড়েছিল। 2018 থেকে 2019 সালে জমা পড়েছিল প্রায় 12 লাখ আবেদন। 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 14 লাখ । সরাসরি এবং অনলাইনের মাধ্যমে কৃষকরা আবেদন জানিয়েছেন। কিছুদিন আগে অন্নদাত্রী অ্যাপের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সহজেই অন্নদাত্রী অ্যাপের মাধ্যমে আবেদন জানাতে পারছেন কৃষকরা।
এবারে অনেক বেশি মূল্যে ধান কিনবে রাজ্য সরকার। আগে কুইন্টাল প্রতি 1,818 টাকা মূল্যে ধান কিনত সরকার। এ বছর আরও 50 টাকা বাড়ানো হয়েছে। এবার 'এ' গ্রেড ক্যাটাগরির ধান সরকারের কাছে কুইন্টাল প্রতি 1,868 টাকায় বিক্রি করতে পারবেন কৃষকরা। তবে বিক্রয়ের অর্থ হাতে পাবে না গ্রাহক। সরাসরি চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে । বিগত এক বছরে কৃষকদের কাছ থেকে 48.05 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে রাজ্যের খাদ্য দপ্তর।