ETV Bharat / state

সোমবার থেকে খুলবে সরকারি অফিস, পরিবহন ব্যবস্থা নিয়ে বিভ্রান্তিতে কর্মীরা - পরিবহন ব্যবস্থা নিয়ে বিভ্রান্তিতে সরকারি কর্মীরা

নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, সোমবার থেকে উচ্চপদস্থ আমলা সহ সরকারি কর্মীদের কাজে যোগ দিতে হবে। তবে শুধুমাত্র 25 শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে।

ছবি
ছবি
author img

By

Published : Apr 18, 2020, 9:28 PM IST

কলকাতা, 18 এপ্রিল : প্রথম দফায় 21 দিন। পরে আরও 19 দিন বাড়ানো হয়েছে লকডাউন। কোরোনা সংক্রমণ প্রতিরোধে এই লকডাউনের জেরে আপাতত বন্ধ সরকারি কাজকর্ম। তবে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 20 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ফের চালু হবে রাজ‍্য সরকারি অফিস। কিন্তু ডিউটি রোস্টার ও পরিবহন ব্যবস্থা নিয়ে এখনও বিভ্রান্তিতে রয়েছেন কর্মচারীরা।

আজ নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে । তাতে বলা হয়েছে, আগামী সোমবার থেকে উচ্চপদস্থ আমলা সহ সরকারি কর্মীদের কাজে যোগ দিতে হবে। তবে শুধুমাত্র 25 শতাংশ কর্মী নিয়ে শুরু হবে কাজ। এই 25 শতাংশের মধ্যে কোন কোন কর্মী থাকবেন সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। এমনকি যে কর্মীরা দূরে থাকেন, তাঁদের যাওয়া আসার ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা কী থাকবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, "25 শতাংশ কর্মীর উপস্থিতি নিয়ে সরকারি দপ্তরগুলি খোলা হবে । বিভাগীয় প্রধানরা কর্মীদের ডিউটি রোস্টার ঠিক করে তা জানিয়ে দেবেন।"

রাজ্য সরকারের অফিস খোলার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিভ্রান্তি তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। এবিষয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা সকলেই জানি নিকটবর্তী তিনটি জেলা হটস্পটের আওতায়। এগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা। এই জেলাগুলিতে রেড জ়োন ঘোষণার পর বর্তমানে গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। তাহলে কর্মীরা ওই দিন অফিসে যাবে কীভাবে ? মলয় মুখোপাধ্যায়ের পরামর্শ, "এক্ষেত্রে একমাত্র উপায় দপ্তরগুলির 6-8 কিলোমিটারের মধ্যে যে সমস্ত কর্মচারীরা থাকেন তাঁদের একটি তালিকা তৈরি করুন দপ্তরের বিভাগীয় প্রধানরা। গাড়ির মাধ্যমে যাওয়া-আসার ব্যবস্থা করা হোক । "

কলকাতা, 18 এপ্রিল : প্রথম দফায় 21 দিন। পরে আরও 19 দিন বাড়ানো হয়েছে লকডাউন। কোরোনা সংক্রমণ প্রতিরোধে এই লকডাউনের জেরে আপাতত বন্ধ সরকারি কাজকর্ম। তবে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 20 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ফের চালু হবে রাজ‍্য সরকারি অফিস। কিন্তু ডিউটি রোস্টার ও পরিবহন ব্যবস্থা নিয়ে এখনও বিভ্রান্তিতে রয়েছেন কর্মচারীরা।

আজ নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে । তাতে বলা হয়েছে, আগামী সোমবার থেকে উচ্চপদস্থ আমলা সহ সরকারি কর্মীদের কাজে যোগ দিতে হবে। তবে শুধুমাত্র 25 শতাংশ কর্মী নিয়ে শুরু হবে কাজ। এই 25 শতাংশের মধ্যে কোন কোন কর্মী থাকবেন সেটা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। এমনকি যে কর্মীরা দূরে থাকেন, তাঁদের যাওয়া আসার ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা কী থাকবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, "25 শতাংশ কর্মীর উপস্থিতি নিয়ে সরকারি দপ্তরগুলি খোলা হবে । বিভাগীয় প্রধানরা কর্মীদের ডিউটি রোস্টার ঠিক করে তা জানিয়ে দেবেন।"

রাজ্য সরকারের অফিস খোলার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিভ্রান্তি তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। এবিষয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা সকলেই জানি নিকটবর্তী তিনটি জেলা হটস্পটের আওতায়। এগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা। এই জেলাগুলিতে রেড জ়োন ঘোষণার পর বর্তমানে গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। তাহলে কর্মীরা ওই দিন অফিসে যাবে কীভাবে ? মলয় মুখোপাধ্যায়ের পরামর্শ, "এক্ষেত্রে একমাত্র উপায় দপ্তরগুলির 6-8 কিলোমিটারের মধ্যে যে সমস্ত কর্মচারীরা থাকেন তাঁদের একটি তালিকা তৈরি করুন দপ্তরের বিভাগীয় প্রধানরা। গাড়ির মাধ্যমে যাওয়া-আসার ব্যবস্থা করা হোক । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.