কলকাতা, 11 নভেম্বর : কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য আইনের জন্য আলু পেঁয়াজের দেদার মূল্যবৃদ্ধি ঘটছে বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, মূল্যবৃদ্ধির হাত থেকে রাজ্যের সাধারণ মানুষকে পরিত্রান দিতে পালটা আইন আনতে পারে রাজ্য সরকার । বিধানসভা নির্বাচনের আগেই বিশেষ সংক্ষিপ্ত অধিবেশন ডেকে রাজ্য সরকার এই আইন কার্যকর করার উদ্যোগ নিতে পারে বলে খবর ।
আলু - পেঁয়াজের মূল্য বৃদ্ধির ফলে গৃহস্থের হেঁশেলে জ্বলছে আগুন । বাজার করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে নিম্ন মধ্যবিত্তদের । এরই মধ্যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তৈরি হয়েছে চাপানউতোর । কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য আইনকেই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করেছে রাজ্য সরকার । শুধু মৌখিক দায়ী করা নয়, এই মর্মে অভিযোগ জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই চিঠিতে স্পষ্ট ভাবে তিনি লিখেছেন, "কৃষক ও সাধারণ মানুষের কথা ভেবে অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করুক কেন্দ্রীয় সরকার । নাহলে দুর্বিষহ অবস্থা হবে সাধারণ মানুষের । কেন্দ্রীয় সরকার যদি সংশোধনী না করে তাহলে রাজ্যকে ক্ষমতা দিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার।"
মুখ্যমন্ত্রী এই চিঠি পাঠানোর পর প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনওরকম ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেই খবর । এই অবস্থায়, রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য আইনের পালটা আইন আনতে পারে রাজ্য সরকার । নতুন বছরের আগে অর্থাৎ ডিসেম্বর মাসেই বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে বিল পাশ করাতে পারে সরকার । ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, পালটা আইন আনা হলে আলু- পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের যাবতীয় ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে ।