কলকাতা , 1 মে : রেড জ়োন নিয়ে রাজ্য সরকার লুকোচুরি খেলছে । গোপন করছে তালিকা। এই মন্তব্য করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ।
আজ রাজ্য সরকারকে আক্রমণ করে রাহুলবাবু বলেন , "সংক্রমণ নিয়ে কেন্দ্রের বা অন্যান্য সূত্রের সঙ্গে রাজ্যের খবরের কোনও মিল নেই । মৃতের সংখ্যা নিয়েও রাজ্যের দেওয়া পরিসংখ্যান মিলছে না । এখন দেখা যাচ্ছে রাজ্যের করা রেড জ়োনের সংখ্যার সঙ্গে কেন্দ্রের সংখ্যা মিলছে না । রাজ্য সরকার লুকাতে চাইছে । কেন এই কাজ সরকার করছে তা আমাদের বোধগম্য হচ্ছে না । আসল সংখ্যাটা মানুষ জানতে পারলে সেই এলাকার মানুষ আরও বেশি সচেতন হতে পারবে । রাজ্যের মানুষকে পুরোপুরি অন্ধকারে রেখে গ্রিন জ়োনকে অরেঞ্জ জ়োন আবার অরেঞ্জ জ়োনকে রেড জ়োন করে আর এক সর্বনাশ ডেকে আনছে সরকার ।"
তিনি আরও বলেন , "পশ্চিমবঙ্গের রোগ এমন একটা জায়গায় গেছে সেটা মহামারির আকার ধারণ করেছে । সরকারের কাছে আমার আবেদন যেটা প্রকৃত রেড জ়োন সেটা প্রকৃত রেড জ়োন হিসেবে ঘোষণা করুন । স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে স্বাস্থ্যদপ্তর সহযোগিতার বাতাবরণ তৈরি করুক ।"
প্রসঙ্গত, রাজ্যের রেড জ়োনের তালিকা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত শুরু হয়েছে । আজ কেন্দ্রীয় সরকারের রেড জ়োনের তালিকা ঘোষণার পর চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার । রাজ্যের তরফে কলকাতা , হাওড়া , উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরকে রেড জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছিল । কিন্তু রাজ্যের মুখ্য সচিবকে প্রীতি সুদানের পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে , একমাত্র সেইসব জেলাগুলিকেই গ্রিন জ়োন হিসেবে চিহ্নিত করা যাবে যেখানে শেষ 21 দিনে কেউ কোরোনায় আক্রান্ত হননি ।
কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় রাজ্যের কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনার ও পূর্ব মেদিনীপুরের সঙ্গে নতুন করে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদাকে রেড জ়োনের আওতায় ফেলা হয়েছে ।