কলকাতা, 16 এপ্রিল : লকডাউনের জেরে সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের । আজ অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয় ৷ 30 জুন পর্যন্ত সম্পত্তির হিসাব জমা দিতে পারবেন কর্মীরা ।
প্রতি বছর গ্রুপ ডি বাদ দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের 30 এপ্রিলের মধ্যে সম্পত্তির হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক । কিন্তু অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, কোরোনা পরিস্থিতির কারণে যেহেতু লকডাউন চলছে, তাই সমস্ত অফিস বন্ধ । ফলে সম্পত্তির হিসাব জমা দেওয়াতে সমস্যা হবে কর্মচারীদের পক্ষে ৷ পাশাপাশি অফিস বন্ধ হওয়ার ফলে সম্ভব হবে না জমা নেওয়ার কাজও । তাই 30 জুনের মধ্যে জমা দেওয়া যাবে সম্পত্তির হিসাব ।
30 জুনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা । সে কথা মাথায় রেখেই রাজ্যের অর্থ দপ্তর সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়াল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।