ETV Bharat / state

রাজ্যে পান মশলা-গুটকা বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা, জারি বিজ্ঞপ্তি - State Government band of selling gutkha

আইনের ফাঁক গলে আলাদা পান মশলা এবং পরিমাণ মতো তামাক বিক্রি হচ্ছিল । এবার পান মশলা বিক্রিতে সেই নিষেধাজ্ঞা জারি করল সরকার ।

নবান্ন
author img

By

Published : Oct 31, 2019, 11:52 PM IST

কলকাতা, 31 অক্টোবর: গুটকা বিক্রিতে নিষেধাজ্ঞা ছিলই । আইনের ফাঁক গলে তাই আলাদা পান মশলা এবং পরিমাণ মতো তামাক বিক্রি হচ্ছিল । এবার পান মশলা বিক্রিতে সেই নিষেধাজ্ঞা জারি করল সরকার । আগামী 7 নভেম্বর থেকে এ রাজ্যে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে গুটকা এবং পান মশলার ।

গুটকা প্রাণঘাতী । এটি ক্যান্সারের কারণ । গুটকার কারণে বহু মানুষ ওরাল ক্যান্সারের শিকার হয়েছেন । বিষয়টি নিয়ে চালানো হয়েছে ব্যাপক প্রচার অভিযান । পান মশলা এবং গুটকার প্যাকেটের উপর লেখা থাকে বিধি সম্মত সতর্কীকরণ । কিন্তু তারপরেও গুটকার ব্যবহার বন্ধ হয়নি । রাজ্যের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র যে নোটিফিকেশন জারি করেছেন তাতে বলা হয়েছে, গুটকা এবং পান মশলায় তামাক এবং নিকোটিনের ব্যাপক ব্যবহার হয় । ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 এর 26 নম্বর ধারায় বলা হয়েছে, যে খাবারে তামাক এবং নিকোটিন থাকে তা প্রোহ্যাবিটেড ।

দু'সপ্তাহ আগে পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে উত্তরাখণ্ড সরকার । শুধু বিক্রিই নয়, তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্য তৈরি করা, স্টোর করা ও বিলি করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয় । বেশ কিছুদিন আগেই পান মশলা এবং গুটকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ত্রিপুরা ও মেঘালয় । আর এবার সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার ।

কলকাতা, 31 অক্টোবর: গুটকা বিক্রিতে নিষেধাজ্ঞা ছিলই । আইনের ফাঁক গলে তাই আলাদা পান মশলা এবং পরিমাণ মতো তামাক বিক্রি হচ্ছিল । এবার পান মশলা বিক্রিতে সেই নিষেধাজ্ঞা জারি করল সরকার । আগামী 7 নভেম্বর থেকে এ রাজ্যে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে গুটকা এবং পান মশলার ।

গুটকা প্রাণঘাতী । এটি ক্যান্সারের কারণ । গুটকার কারণে বহু মানুষ ওরাল ক্যান্সারের শিকার হয়েছেন । বিষয়টি নিয়ে চালানো হয়েছে ব্যাপক প্রচার অভিযান । পান মশলা এবং গুটকার প্যাকেটের উপর লেখা থাকে বিধি সম্মত সতর্কীকরণ । কিন্তু তারপরেও গুটকার ব্যবহার বন্ধ হয়নি । রাজ্যের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র যে নোটিফিকেশন জারি করেছেন তাতে বলা হয়েছে, গুটকা এবং পান মশলায় তামাক এবং নিকোটিনের ব্যাপক ব্যবহার হয় । ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 এর 26 নম্বর ধারায় বলা হয়েছে, যে খাবারে তামাক এবং নিকোটিন থাকে তা প্রোহ্যাবিটেড ।

দু'সপ্তাহ আগে পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে উত্তরাখণ্ড সরকার । শুধু বিক্রিই নয়, তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্য তৈরি করা, স্টোর করা ও বিলি করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয় । বেশ কিছুদিন আগেই পান মশলা এবং গুটকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ত্রিপুরা ও মেঘালয় । আর এবার সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার ।

Intro:কলকাতা, 31 অক্টোবর: গুটকা বিক্রিতে নিষেধাজ্ঞা ছিলই। আইনের ফাঁক গলে তাই আলাদা পান মশলা এবং পরিমাণমতো তামাক বিক্রি হচ্ছিল। এবার পান মশলা সেই নিষেধাজ্ঞা জারি করল সরকার। আগামী 7 নভেম্বর থেকে এ রাজ্যে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে গুটকা এবং পান মশলার। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়ে দেওয়া হল। Body:গুটকা প্রাণঘাতী। এটি ক্যান্সারের কারণ। গুটকার কারণে বহু মানুষ ওরাল ক্যান্সারের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে চালানো হয়েছে ব্যাপক প্রচার অভিযান। পান মশলা এবং গুটকার প্যাকেটের ওপর লেখা থাকে বিধি সম্মত সতর্কীকরণ। কিন্তু তারপরেও গুটকার ব্যবহার বন্ধ হয়নি। রাজ্যের ফুড সেফটি কমিশনার তপন কান্তি রুদ্র যে নোটিফিকেশন জারি করেছেন তাতে বলা হয়েছে, গুটকা এবং পান মশলায় তামাক এবং নিকোটিনের ব্যাপক ব্যবহার হয়। ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট ২০০৬ এর ২৬ নম্বর ধারায় বলা হয়েছে, যে খাবারে তামাক এবং নিকোটিন থাকে তা প্রোহ্যাবিটেড। সেই আইনের বলেই এবার এ রাজ্যে গুটখা এবং পান মশলা নিষিদ্ধ করা হল।
Conclusion:প্রসঙ্গত, দু সপ্তাহ আগে পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে উত্তরাখণ্ড সরকার। শুধু বিক্রিই নয়, তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্য তৈরি করা, স্টোর করা ও বিলি করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। বেশ কিছুদিন আগেই পান মশলা এবং গুটকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ত্রিপুরা ও মেঘালয়ে। আর এবার সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.