কলকাতা, 31 অক্টোবর: গুটকা বিক্রিতে নিষেধাজ্ঞা ছিলই । আইনের ফাঁক গলে তাই আলাদা পান মশলা এবং পরিমাণ মতো তামাক বিক্রি হচ্ছিল । এবার পান মশলা বিক্রিতে সেই নিষেধাজ্ঞা জারি করল সরকার । আগামী 7 নভেম্বর থেকে এ রাজ্যে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে গুটকা এবং পান মশলার ।
গুটকা প্রাণঘাতী । এটি ক্যান্সারের কারণ । গুটকার কারণে বহু মানুষ ওরাল ক্যান্সারের শিকার হয়েছেন । বিষয়টি নিয়ে চালানো হয়েছে ব্যাপক প্রচার অভিযান । পান মশলা এবং গুটকার প্যাকেটের উপর লেখা থাকে বিধি সম্মত সতর্কীকরণ । কিন্তু তারপরেও গুটকার ব্যবহার বন্ধ হয়নি । রাজ্যের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র যে নোটিফিকেশন জারি করেছেন তাতে বলা হয়েছে, গুটকা এবং পান মশলায় তামাক এবং নিকোটিনের ব্যাপক ব্যবহার হয় । ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট 2006 এর 26 নম্বর ধারায় বলা হয়েছে, যে খাবারে তামাক এবং নিকোটিন থাকে তা প্রোহ্যাবিটেড ।
দু'সপ্তাহ আগে পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে উত্তরাখণ্ড সরকার । শুধু বিক্রিই নয়, তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্য তৈরি করা, স্টোর করা ও বিলি করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয় । বেশ কিছুদিন আগেই পান মশলা এবং গুটকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ত্রিপুরা ও মেঘালয় । আর এবার সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার ।