ETV Bharat / state

DA মামলায় স্যাটের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন রাজ্য সরকারের - DA মামলা

কর্মচারী সংগঠনের তরফের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘DA মামলায় স্যাটের যে রায় কর্মচারী সংগঠনের পক্ষে গিয়েছিল তার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার । আজকেই রাজ্যের তরফে আমাকে এবিষয়ে জানানো হয়েছে ।"

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Nov 29, 2020, 1:29 PM IST

কলকাতা 28 নভেম্বর: DA মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার । 2019-এর 26 জুলাই স্যাটের বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং বিচারপতি সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রায় দেন ৷ বলা হয়, যদি ষষ্ঠ বেতন কমিশন না হয় তাহলে এক বছরের মধ্যে 2019 সালের এপ্রিল থেকে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে ।

কেন্দ্রীয় হারে DA দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সরকারি কর্মীদের DA না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে স্যাটের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো । পাশাপাশি গত বছর ডিসেম্বরে ফের এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার । তা নিয়ে দীর্ঘ শুনানির পর চলতি বছরের জুলাইয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তাদের পুরোনো রায় বহাল রাখে । অর্থাৎ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । এবার সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার ।

এই বিষয়ে কর্মচারী সংগঠনের তরফের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘DA মামলায় স্যাটের যে রায় কর্মচারী সংগঠনের পক্ষে গিয়েছিল তার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার । আজকেই রাজ্যের তরফে আমাকে এবিষয়ে জানানো হয়েছে ।"

2018 সালের 31 অগাস্ট DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট । এবং কয়েকটি বিষয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালকে ঠিক করার নির্দেশ দিয়েছিল তারা । এরপর বারবার রাজ্যের তরফে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয় । এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার । 3 ডিসেম্বর এই মামলার শুনানি হতে পারে ৷

কলকাতা 28 নভেম্বর: DA মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার । 2019-এর 26 জুলাই স্যাটের বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং বিচারপতি সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রায় দেন ৷ বলা হয়, যদি ষষ্ঠ বেতন কমিশন না হয় তাহলে এক বছরের মধ্যে 2019 সালের এপ্রিল থেকে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে ।

কেন্দ্রীয় হারে DA দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সরকারি কর্মীদের DA না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে স্যাটের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো । পাশাপাশি গত বছর ডিসেম্বরে ফের এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার । তা নিয়ে দীর্ঘ শুনানির পর চলতি বছরের জুলাইয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তাদের পুরোনো রায় বহাল রাখে । অর্থাৎ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । এবার সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য সরকার ।

এই বিষয়ে কর্মচারী সংগঠনের তরফের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘DA মামলায় স্যাটের যে রায় কর্মচারী সংগঠনের পক্ষে গিয়েছিল তার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার । আজকেই রাজ্যের তরফে আমাকে এবিষয়ে জানানো হয়েছে ।"

2018 সালের 31 অগাস্ট DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট । এবং কয়েকটি বিষয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালকে ঠিক করার নির্দেশ দিয়েছিল তারা । এরপর বারবার রাজ্যের তরফে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয় । এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার । 3 ডিসেম্বর এই মামলার শুনানি হতে পারে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.