ETV Bharat / state

Panchayat Polls Paid Holiday: পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার সবেতন ছুটি ঘোষণা রাজ্যের

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী শনিবার সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ৷ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি দিয়ে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ৷

Panchayat Polls Paid Holiday
Panchayat Polls Paid Holiday
author img

By

Published : Jul 6, 2023, 2:39 PM IST

কলকাতা, 6 জুলাই: আগামী আট জুলাই রাজ্যের 20 জেলায় সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন । গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলে 63 হাজার বুথে হবে এই নির্বাচন । রাজ্যের সাধারণ মানুষ যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই কারণে শনিবার সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ।

বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের তরফে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 8 জুলাই রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে । ব্যতিক্রম অবশ্যই নির্বাচনের দায়িত্বে থাকা ভোট কর্মী, পুলিশ, চিকিৎসক-সহ অত্যাবশ্যকীয় পেশার সঙ্গে যুক্ত কর্মীরা ৷ যাঁরা এই ছুটির আওতার বাইরে থাকেন । বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 135বি ধারা অনুযায়ী, এই সবেতন ছুটি দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কারাখানা-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে । এ ক্ষেত্রে শ্রম দফতরের তরফ থেকে তাৎপর্যপূর্ণভাবে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, শিল্প প্রতিষ্ঠান, অধিগৃহীত সংস্থা বা দোকানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভোটের দিন যে সমস্ত কর্মীদের এলাকায় পঞ্চায়েত ভোট রয়েছে, তাঁদের সবেতন ছুটি দিতে হবে । এ ক্ষেত্রে এই ছুটি অসংগঠিত ক্ষেত্রের পাশাপাশি সংগঠিত ক্ষেত্রেও দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

উল্লেখ্য, আগেই রাজ্যের শ্রম দফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ৷ পরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে 22টি জেলাশাসকের কাছে এ বিষয়ে নোটিশ পাঠানো হয় ৷ পরে জানানো হয় যে, রাজ্যের অর্থ দফতর ভোটের দিন সবেতন ছুটির আবেদন মঞ্জুর করেছে ৷

কলকাতা, 6 জুলাই: আগামী আট জুলাই রাজ্যের 20 জেলায় সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন । গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলে 63 হাজার বুথে হবে এই নির্বাচন । রাজ্যের সাধারণ মানুষ যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই কারণে শনিবার সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ।

বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের তরফে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 8 জুলাই রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে । ব্যতিক্রম অবশ্যই নির্বাচনের দায়িত্বে থাকা ভোট কর্মী, পুলিশ, চিকিৎসক-সহ অত্যাবশ্যকীয় পেশার সঙ্গে যুক্ত কর্মীরা ৷ যাঁরা এই ছুটির আওতার বাইরে থাকেন । বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 135বি ধারা অনুযায়ী, এই সবেতন ছুটি দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কারাখানা-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে । এ ক্ষেত্রে শ্রম দফতরের তরফ থেকে তাৎপর্যপূর্ণভাবে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, শিল্প প্রতিষ্ঠান, অধিগৃহীত সংস্থা বা দোকানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভোটের দিন যে সমস্ত কর্মীদের এলাকায় পঞ্চায়েত ভোট রয়েছে, তাঁদের সবেতন ছুটি দিতে হবে । এ ক্ষেত্রে এই ছুটি অসংগঠিত ক্ষেত্রের পাশাপাশি সংগঠিত ক্ষেত্রেও দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

উল্লেখ্য, আগেই রাজ্যের শ্রম দফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল ৷ পরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে 22টি জেলাশাসকের কাছে এ বিষয়ে নোটিশ পাঠানো হয় ৷ পরে জানানো হয় যে, রাজ্যের অর্থ দফতর ভোটের দিন সবেতন ছুটির আবেদন মঞ্জুর করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.