ETV Bharat / state

রাজ্যে এল 1 লক্ষ কোভ্যাক্সিন - রাজ্যে এল 1 লক্ষ কোভ্যাক্সিন

রাজ্য সরকারের দেওয়া বরাত অনুযায়ী 1 লক্ষ কোভ্যাক্সিন পাঠাল ভারত বায়োটেক ৷ আজ সকালে বিশেষ বিমানে 1 লক্ষ ডোজ এসে পৌঁছয় কলকাতায় ৷

রাজ্যে এল 1 লক্ষ কোভ্যাক্সিন
রাজ্যে এল 1 লক্ষ কোভ্যাক্সিন
author img

By

Published : May 9, 2021, 1:01 PM IST

Updated : May 9, 2021, 1:34 PM IST

কলকাতা, 9 মে : আজ 1 লক্ষ কোভ্যাক্সিন ডোজ এল রাজ্যে । রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া বরাত অনুযায়ী ভারত বায়োটেক এক লক্ষ ভ্যাকসিনের ডোজ বিশেষ বিমানে আজ সকালে কলকাতা পাঠায় । কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই সব ভ্যাকসিন নিয়ে যাওয়া হয়েছে বাগবাজার মেডিকেল স্টোরে ।

সিরাম কর্তা আদার পুনাওয়ালা দেশ ছেড়ে চলে যাওয়ার ফলে কোভিশিল্ডের উপর আস্থা কমেছে অনেকেরই । তাই বিকল্প হিসেবে কোভ্যাক্সিন মজুত রাখতে চাইছে রাজ্য সরকার । এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল । চলতি মাসের পাঁচ তারিখ 5 লক্ষ ভ্যাকসিনের ডোজ এসেছিল বাংলায় । চলতি মাসে তিনবারে মোট 8 লক্ষ ভ্যাকসিন এসেছে বাংলায় ।

রাজ্যে এল 1 লক্ষ কোভ্যাক্সিন

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিন না পেয়ে টানা বিক্ষোভ হচ্ছে । 18 বছর বয়সের উর্দ্ধে ভ্যাকসিনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা হচ্ছে না । ফলে বিক্ষোভ দেখিয়েছেন ভ্যাকসিন না পাওয়া মানুষজন ।

রাজ্যে করোনা আক্রান্তের পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও বেড়ে চলেছে প্রতিনিয়ত ৷ এই অবস্থায় রাজ্যে ফের 1লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছনো খানিকটা হলেও স্বস্তির খবর । কিন্তু চিকিৎসকদের একাংশের মতে, যে পরিমাণ ভ্যাকসিন রাজ্যে আসছে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ।

আরও পড়ুন : আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

কলকাতা, 9 মে : আজ 1 লক্ষ কোভ্যাক্সিন ডোজ এল রাজ্যে । রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া বরাত অনুযায়ী ভারত বায়োটেক এক লক্ষ ভ্যাকসিনের ডোজ বিশেষ বিমানে আজ সকালে কলকাতা পাঠায় । কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই সব ভ্যাকসিন নিয়ে যাওয়া হয়েছে বাগবাজার মেডিকেল স্টোরে ।

সিরাম কর্তা আদার পুনাওয়ালা দেশ ছেড়ে চলে যাওয়ার ফলে কোভিশিল্ডের উপর আস্থা কমেছে অনেকেরই । তাই বিকল্প হিসেবে কোভ্যাক্সিন মজুত রাখতে চাইছে রাজ্য সরকার । এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল । চলতি মাসের পাঁচ তারিখ 5 লক্ষ ভ্যাকসিনের ডোজ এসেছিল বাংলায় । চলতি মাসে তিনবারে মোট 8 লক্ষ ভ্যাকসিন এসেছে বাংলায় ।

রাজ্যে এল 1 লক্ষ কোভ্যাক্সিন

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিন না পেয়ে টানা বিক্ষোভ হচ্ছে । 18 বছর বয়সের উর্দ্ধে ভ্যাকসিনের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা হচ্ছে না । ফলে বিক্ষোভ দেখিয়েছেন ভ্যাকসিন না পাওয়া মানুষজন ।

রাজ্যে করোনা আক্রান্তের পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও বেড়ে চলেছে প্রতিনিয়ত ৷ এই অবস্থায় রাজ্যে ফের 1লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছনো খানিকটা হলেও স্বস্তির খবর । কিন্তু চিকিৎসকদের একাংশের মতে, যে পরিমাণ ভ্যাকসিন রাজ্যে আসছে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ।

আরও পড়ুন : আমদানি শুল্ক-জিএসটিতে ছাড়ের দাবি, কোভিড নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

Last Updated : May 9, 2021, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.