ETV Bharat / state

পৌর দপ্তরকে ফের চিঠি‌, নির্বাচন নিয়ে কথা চায় কমিশন

author img

By

Published : Aug 28, 2019, 3:47 AM IST

Updated : Aug 28, 2019, 4:47 AM IST

রাজ্যের একটি কর্পোরেশন এবং 16 টি পৌরসভায় কাজ করছে না কোনও নির্বাচিত প্রশাসন । নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাস চিঠি পাঠালেন রাজ্যের পৌর দপ্তরে ৷ নিয়ম অনুযায়ী চাইলেন দপ্তরের মতামত ।

রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা, 28 অগাস্ট: প্রায় এক বছর হতে চলল । রাজ্যের একটি কর্পোরেশন এবং 16টি পৌরসভায় কাজ করছে না কোনও নির্বাচিত প্রশাসন । বিষয়টি নিয়ে এর আগেও বেশ কয়েকবার চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । তখন নির্বাচন কমিশনার ছিলেন অমরেন্দ্র সিং। এবার নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাস ফের চিঠি পাঠালেন রাজ্যের পৌর দপ্তরে ৷ নিয়ম অনুযায়ী চাইলেন দপ্তরের মতামত ।

2018 সালের অক্টোবরে আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, ডালখোলা, বালুরঘাট, চাকদহ, পানিহাটি, হাবড়া, ডায়মন্ড হারবার, দুবরাজপুর এবং বর্ধমান পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । গুসকরা পৌর বোর্ডের মেয়াদ ফুরিয়েছে 2018 সালের নভেম্বরে ৷ 2018-র ডিসেম্বরে হাওড়া পৌর নিগম এবং কৃষ্ণনগর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বহরমপুর পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । বর্তমানে হাওড়া পৌরনিগম এবং 16 পৌরসভায় প্রশাসক রেখে কাজ চলছে। যা নিয়ে বিরোধীদের তীব্র আপত্তি রয়েছে । ইতিমধ্যেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে রাজ্য BJP নেতৃত্ব ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, গত অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে তিনটি চিঠি পাঠানো হয়েছিল পৌর দপ্তরে । তার উত্তর আসেনি । এরই মাঝে রাজ্যের পৌর আইনে সংশোধনী আসে । আগে ছয় মাসের বেশি প্রশাসক দিয়ে পৌরনিগম বা পৌরসভা চালানো যেত না । আইন সংশোধনের ফলে, এখন প্রশাসকরা অনির্দিষ্টকালের জন্য পৌরসভার বা পৌরনিগমের দায়িত্বে থাকতে পারবেন। যে পৌরসভার মেয়াদ যখন শেষ হবে, তখন ভোট না করিয়ে সরকার চাইছে, একসঙ্গে বেশ কিছু পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন করতে, বেশ কয়েকবার এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিকে নির্বাচন কমিশনের থেকে ফের চিঠি গেল পৌর দপ্তরে । এখন পৌর দপ্তর এই চিঠির জবাব দেয় না কি ফের নির্বাচন কমিশনার বদল হয় সেটাই এখন দেখার ।

কলকাতা, 28 অগাস্ট: প্রায় এক বছর হতে চলল । রাজ্যের একটি কর্পোরেশন এবং 16টি পৌরসভায় কাজ করছে না কোনও নির্বাচিত প্রশাসন । বিষয়টি নিয়ে এর আগেও বেশ কয়েকবার চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । তখন নির্বাচন কমিশনার ছিলেন অমরেন্দ্র সিং। এবার নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাস ফের চিঠি পাঠালেন রাজ্যের পৌর দপ্তরে ৷ নিয়ম অনুযায়ী চাইলেন দপ্তরের মতামত ।

2018 সালের অক্টোবরে আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, ডালখোলা, বালুরঘাট, চাকদহ, পানিহাটি, হাবড়া, ডায়মন্ড হারবার, দুবরাজপুর এবং বর্ধমান পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । গুসকরা পৌর বোর্ডের মেয়াদ ফুরিয়েছে 2018 সালের নভেম্বরে ৷ 2018-র ডিসেম্বরে হাওড়া পৌর নিগম এবং কৃষ্ণনগর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বহরমপুর পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । বর্তমানে হাওড়া পৌরনিগম এবং 16 পৌরসভায় প্রশাসক রেখে কাজ চলছে। যা নিয়ে বিরোধীদের তীব্র আপত্তি রয়েছে । ইতিমধ্যেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে রাজ্য BJP নেতৃত্ব ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, গত অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে তিনটি চিঠি পাঠানো হয়েছিল পৌর দপ্তরে । তার উত্তর আসেনি । এরই মাঝে রাজ্যের পৌর আইনে সংশোধনী আসে । আগে ছয় মাসের বেশি প্রশাসক দিয়ে পৌরনিগম বা পৌরসভা চালানো যেত না । আইন সংশোধনের ফলে, এখন প্রশাসকরা অনির্দিষ্টকালের জন্য পৌরসভার বা পৌরনিগমের দায়িত্বে থাকতে পারবেন। যে পৌরসভার মেয়াদ যখন শেষ হবে, তখন ভোট না করিয়ে সরকার চাইছে, একসঙ্গে বেশ কিছু পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন করতে, বেশ কয়েকবার এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিকে নির্বাচন কমিশনের থেকে ফের চিঠি গেল পৌর দপ্তরে । এখন পৌর দপ্তর এই চিঠির জবাব দেয় না কি ফের নির্বাচন কমিশনার বদল হয় সেটাই এখন দেখার ।

Intro:কলকাতা, 28 অগাস্ট: প্রায় এক বছর হতে চলল। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কর্পোরেশন এবং 16 টি পৌরসভায় কাজ করছে না কোনও নির্বাচিত প্রশাসন। বিষয়টি নিয়ে এর আগেও বেশ কয়েকবার চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তখন নির্বাচন কমিশনার ছিলেন অমরেন্দ্র সিং। এবার নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাস ফের চিঠি লিখলেন রাজ্যের পৌর দপ্তরকে। নিয়ম অনুযায়ী চাইলেন দপ্তরের মতামত। Body:গত অক্টোবরে আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, ডালখোলা, বালুরঘাট, চাকদহ, পানিহাটি, হাবড়া, ডায়মন্ড হারবার, দুবরাজপুর এবং বর্ধমান পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । গুসকরা পৌর বোর্ডের মেয়াদ ফুরিয়েছে গত নভেম্বরে। ডিসেম্বরে হাওড়া পৌর নিগম এবং কৃষ্ণনগর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বহরমপুর পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। ওই পৌরনিগম এবং পৌরসভা গুলি এখন প্রশাসক রেখে কাজ চলছে। যা নিয়ে বিরোধীদের তীব্র আপত্তি রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করে ওই নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে বিজেপি। হবেনাই বা কেন, লোকসভা ভোটের নিরিখে 17 টি পৌরসভার 404 টি ওয়াল্ড এর মধ্যে বেশিরভাগই এগিয়ে রয়েছে বিজেপি।
Conclusion:রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, গত অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে তিনটি চিঠি পাঠানো হয়েছিল পৌর দপ্তরে। তার উত্তর আসেনি। এরই মাঝে রাজ্যের পৌর আইনে সংশোধনী আসে। আগে ছয় মাসের বেশি প্রশাসক দিয়ে পৌরনিগম বা পৌরসভা চালানো যেত না। আইন সংশোধনের ফলে, এখন প্রশাসকরা অনির্দিষ্টকালের জন্য পৌরসভার বা পৌরনিগমের দায়িত্বে থাকতে পারবেন। যে পৌরসভার মেয়াদ যখন শেষ হবে তখন ভোট না করিয়ে সরকার চাইছে, একসঙ্গে বেশ কিছু পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন করতে। বেশ কয়েকবার এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচন কমিশনের থেকে ফের চিঠি গেল পৌর দপ্তরে। এখন এই চিঠির জবাব পৌর দপ্তর দেয় কিনা সেটাই দেখার।

##ফাইল ভিস্যুয়াল##
Last Updated : Aug 28, 2019, 4:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.