কলকাতা, 11 এপ্রিল: এখনও ঘোষণা হয়নি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ । তবে খুব একটা দেরি নেই নির্ঘণ্ট প্রকাশ হতে । যে কোনও দিন প্রকাশিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট । তবে ইতিমধ্যেই রাজনৈতিক দল থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশন কোমর বেঁধেছে প্রস্তুতিতে ।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছে । এ বার আইন অনুসারে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হবে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে ।
প্রকাশিত হয়েছে পঞ্চায়েত এলাকার বুথের সংখ্যার খসড়া তালিকা । সেই নোটিফিকেশন অনুসারে খসড়া তালিকা নিয়ে কারও যদি কোনও অভিযোগ বা পরামর্শ থাকে, তবে তা 17 এপ্রিলের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনে জানাতে হবে । আগামী 25 এপ্রিলের মধ্যে পরামর্শ বিবেচনা এবং অভিযোগের নিষ্পত্তি করবে কমিশন । 28 এপ্রিল প্রত্যেক জেলা থেকে তালিকা রাজ্য নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত অনুমতির জন্য পাঠান হবে ।
জেলার পাঠানো তালিকার ভিত্তিতে বুথ এবং অকজিলিয়ারি বুথের সংখ্যা খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশন জেলাগুলিকে অনুমতি দেবে চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য । পঞ্চায়েত নির্বাচনের নিয়ম অনুসারে নির্বাচনের অন্তত 12 দিন আগে বুথ এবং অকজিলিয়ারি বুথের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হয় ।
তবে কত দফায় নির্বাচন হবে সেটা নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে ৷ এক দফায় নির্বাচন হবে নাকি দুই দফায়, নাকি একাধিক দফায় নির্বাচন হবে, সেই বিষয় এখনও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে কিছু জানানো হয়নি । পঞ্চায়েত নির্বাচন করতে কত সংখ্যক রাজ্য পুলিশের প্রয়োজন, তার হিসবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আছে কি না, সেই বিষয়টিও এখনও জানা যায়নি । যদিও বিরোধীরা বারে বারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়েছে । তবে অবশেষে রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে, নাকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেটা সময়ই বলবে ।
অন্যদিকে, পঞ্চায়েতের জন্য ভোট কর্মী বাছাইও শুরু হয়ে গিয়েছে । এই জন্য কেন্দ্রীয়ভাবে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে । সফটওয়্যারটির নাম 'ইলেক্টোরাল ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম'। সবকটি জেলা থেকে ভোট কর্মীদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে সেগুলিকে সফটওয়্যারে ফিড করা হয়েছে । আরও তথ্য ফিড করা হয়েছে এই সফটওয়্যারে । জেলার ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং আধিকারিকরা এই তথ্য নথিভুক্ত করার কাজ করছে । এছাড়াও ভোট কর্মী যে ব্লকের বাসিন্দা বা যেখানে তিনি কর্মরত, সেই ব্লকে তাঁকে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছে কমিশন ।
আরও পড়ুন: শুরু পোলিং বুথের প্রস্তুতি, কারা হবেন ভোটকর্মী ? নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের