কলকাতা, 12 ডিসেম্বর : পৌর নির্বাচন প্রসঙ্গে শীর্ষ আদালতে কোরোনা পরিস্থিতি ও রাজ্যজুড়ে চলা ভোটার তালিকা সংশোধনের কাজকেই ঢাল করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ আগামী 17 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের ভোট প্রসঙ্গে রাজ্যের সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে মতামত জানাতে হবে সুপ্রিম কোর্টে ৷ যা নিয়ে কার্যত দোটানায় পড়েছে সরকার ও নির্বাচন কমিশন ৷
তবে, এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও পৌরনিগমের কোনও বৈঠক হবে না বলে আজ জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কোনও বৈঠক হবে না ৷ আদালত রাজ্যের মতামত জানতে চেয়েছে, আমরা আমাদের মতামত জানাব ৷"
প্রসঙ্গত, সাত ডিসেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কলকাতা পৌরনিগমের নির্বাচন কবে করাতে চাইছে রাজ্য সরকার তা 10 দিনের মধ্যে জানাতে হবে। এরপর থেকেই পৌর নির্বাচন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। 17 ডিসেম্বর রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে তাঁদের মতামত জানাতে হবে । তা না হলে শীর্ষ আদালত নিজেই কলকাতা পৌরনিগমের দায়িত্ব সামলাবার জন্য অফিসার নিয়োগ করবে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের বিবেচনার উপরেই নির্ভর করছে কলকাতা পৌরভোটের ভবিষ্যৎ ৷