কলকাতা, 22 নভেম্বর : প্রশাসনকে স্তব্ধ করে দেয়ার হুমকি দিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । রাজ্যজুড়ে (আগামী বছর 8 জানুয়ারি ) বামেদের হরতালে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এই কর্মচারী সংগঠন । আজ রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শংকর সিংহ জানিয়েছেন, অবিলম্বে রাজ্য সরকার, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পে কমিশন নিয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে ।
আগামী বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার জন্য ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে । আগামী বছর জানুয়ারি মাস থেকে প্রাপ্ত মহার্ঘ ভাতা মিললে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বেতন বৈষম্য কিছুটা হলেও কমবে বলে জানিয়েছেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শংকর সিংহ । এখনও পর্যন্ত 56 শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন ।
রাজ্য সরকারের সদ্য প্রকাশিত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত বেতন নির্ধারণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে । এমনকি, মহার্ঘ ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ও এরিয়ার সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁদের । বেতন বৃদ্ধির উলটো পথে হেঁটে হ্রাস করা হয়েছে বাড়ি ভাড়া ভাতার হার । রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ও অন্য বামপন্থী সংগঠনগুলির আহ্বানে আগামী 27 নভেম্বর রানি রাসমণি অ্যাভিনিউতে একটি কর্মচারী জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে এই কর্মচারী সংগঠন । অবিলম্বে বঞ্চনা থেকে সুবিচার পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মরিয়া তাঁরা ।