কলকাতা, 9 নভেম্বর: চলতি মাসেই স্যাস । রাজ্যের পড়ুয়ারা কতটা শিখল, তা বিবেচনা করতেই পড়ুয়াদের মূল্যায়ন করবে রাজ্য । স্যাস অর্থাৎ স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে হবে 25 নভেম্বর । এই পরীক্ষায় অংশ নিতে চলেছে রাজ্যের প্রায় দশ হাজার পরীক্ষার্থী । তৃতীয় ও পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের দিতে হবে তিনটি বিষয়ের পরীক্ষা । প্রথম ভাষা, গণিত ও পরিবেশ বিজ্ঞান । অন্যদিকে অষ্টম এবং দশম শ্রেণীর পরীক্ষা হবে প্রথম ভাষা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের উপর । এক্ষেত্রে প্রতিটি জেলার প্রতিটি সার্কেল থেকে 10টি করে প্রাথমিক বিদ্যালয় এবং 5টি করে মাধ্যমিকস্তরের স্কুল বেছে নিয়ে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে । সেই ক্ষেত্রে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি এই 6টি ভাষাতেই ।
তবে এই স্যাস পরীক্ষাকে ঘিরে রয়েছে সমস্যা । পরীক্ষার দিন স্যাস ছাড়াও রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা । এছাড়াও স্কুলগুলিতে চলবে বার্ষিক পরীক্ষা । ফলে কী হবে, তা প্রশ্নের মুখে ৷ যদিও অনুমান করা হচ্ছে যে টেস্টের পরীক্ষা দিন বদল করা হব । এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । যেখানে স্পষ্ট লেখা রয়েছে, 25 নভেম্বর রাজ্যের স্যাস পরীক্ষার জন্য ওই দিন অন্যান্য আর কোনও পরীক্ষা যাতে না রাখা হয় । ওই দিনের পরীক্ষাটি যেন অন্য কোনও একটা দিন নেওয়া হয় ।
এই বিষয়ের বিরোধিতা করছেন শিক্ষক সংগঠনগুলি । অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "ইতিমধ্যে সমস্ত পরীক্ষার্থীদের কাছে টেস্ট পরীক্ষার রুটিন চলে গিয়েছে । তাই তারা সেটা নিয়ে ব্যস্ত । এছাড়াও ওই সময় স্কুলগুলো তো বার্ষিক পরীক্ষা থাকবে । তাই আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন যদি এই পরীক্ষাটি ডিসেম্বর মাসের মাঝামাঝি করে নেয় তাহলে সুবিধা হয় ৷ কারণ, ওই সময় কোনও পরীক্ষা বা কিছু থাকে না ।"
আরও পড়ুন: 'আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন'-এর নির্দিষ্ট সিলেবাস তৈরির ভাবনা শিক্ষা দফতরের
আরও পড়ুন: ইউনিসেফের মডেলে রাজ্যের 1 হাজার 313 স্কুলের মনোন্নয়ন