কলকাতা, 10 মে : বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর পরই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক হিংসার ভুয়ো পোস্টে ছেয়ে গিয়েছে । আর এই ভুয়ো পোস্ট থেকেই প্রকৃতভাবে রাজনৈতিক হিংসা বৃদ্ধি পাচ্ছে । ফলে এবার সোশ্যাল মিডিয়ায় চিঠি দিয়ে সকল রাজনৈতিক হিংসার ভুয়ো পোস্ট সরিয়ে দিতে বলা হল রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে ।
পাশাপাশি রাজনৈতিক হিংসা রুখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা শহরের প্রতিটি থানাকে লালবাজারের তরফে একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে ৷ যেমন রাজনৈতিক হিংসা রুখতে তারা কী কী ব্যবস্থা নিয়েছে ৷ পাশাপাশি ভোটের ফল প্রকাশের পর কোন এলাকাগুলিতে বাইক মিছিল হয়েছিল ৷ পাশাপাশি, এলাকায় কারা কারা উত্তেজনা ছড়ায়? এরকম একাধিক প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে ৷
লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক থানার তরফে লালবাজারে স্ববিস্তর রিপোর্ট পাঠানো হয়েছে । তার ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে লালবাজার । জানা গিয়েছে, ভোটের পর জেলায় যে হারে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, তার তুলনায় অনেক কম রাজনৈতিক হিংসা হয়েছে কলকাতায় । যদিও কলকাতার পাটুলি, বেহালা,হরিদেবপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল । তবে তা নিয়ন্ত্রণে বলে মনে করছেন তদন্তকারীরা ।