ETV Bharat / state

কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ‍্যে SOP

author img

By

Published : Jan 29, 2020, 1:12 PM IST

গত রবিবার কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আই ডি হাসপাতালে 28 বছরের এক চিনা যুবতিকে ভরতি করা হয় । তাঁকে আইসোলেশন ওয়ার্ডেও রাখা হয়েছিল । শেষ পর্যন্ত অবশ্য এই যুবতির ক্ষেত্রে কোরোনা ভাইরাস সংক্রমণের উপসর্গেরও খোঁজ মেলেনি । মঙ্গলবার দুপুরের পরে এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের একটি দল বেলেঘাটা আইডি হাসপাতাল এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে কোরোনা ভাইরাসের মোকাবিলায় গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখে ।

corona
corona

কলকাতা, 29 জানুয়ারি : কোরোনা ভাইরাসের মোকাবিলায় এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করছে স্বাস্থ্য দপ্তর । রাজ্যের সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যাতে করোনা ভাইরাসের মোকাবিলায় একই রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তার জন্য শীঘ্রই এই SOP-এর চূড়ান্ত রূপ দেওয়া হবে । সাধারণ মানুষ যাতে করোনা ভাইরাসের বিষয়ে যথাযথ সচেতন থাকতে পারেন, এই SOP-তে তার জন‍্যেও থাকছে ব্যবস্থা ।

গত রবিবার কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আই ডি হাসপাতালে 28 বছরের এক চিনা যুবতিকে ভরতি করা হয় । তাঁকে আইসোলেশন ওয়ার্ডেও রাখা হয়েছিল । শেষ পর্যন্ত অবশ্য এই যুবতির ক্ষেত্রে কোরোনা ভাইরাস সংক্রমণের উপসর্গেরও খোঁজ মেলেনি । মঙ্গলবার দুপুরের পরে এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের একটি দল বেলেঘাটা আইডি হাসপাতাল এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে কোরোনা ভাইরাসের মোকাবিলায় গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখে । গতকাল বিকালে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে এই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন । কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের তরফে যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই সব বিষয়ে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ।

মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "কোরোনা ভাইরাসের মোকাবিলায় SOP তৈরি করা হচ্ছে । বিশেষজ্ঞদের সঙ্গে আজ আমরা বৈঠকে বসেছিলাম । যে বিষয়গুলি SOP-এ রাখা হচ্ছে, তার খসড়া তৈরি করা হয়েছে । শীঘ্রই এর চূড়ান্ত রূপ দেওয়া হবে । চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য এই SOP তৈরি করা হচ্ছে । কোরোনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।" স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোরোনা ভাইরাসে আক্রান্তের জেরে যে উপসর্গগুলি দেখা দেয়, এই SOP-এ সেই সব বিষয় উল্লেখ করে জানানো হচ্ছে । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক এই বিষয়ে বলেন, "কারও ক্ষেত্রে শুধুমাত্র উপসর্গগুলি মিলে গেলেই যে কোরোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে তাঁকে সন্দেহ করা হবে । বিষয়টি তা নয় । রোগীর হিস্ট্রি এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

কলকাতা, 29 জানুয়ারি : কোরোনা ভাইরাসের মোকাবিলায় এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করছে স্বাস্থ্য দপ্তর । রাজ্যের সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যাতে করোনা ভাইরাসের মোকাবিলায় একই রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তার জন্য শীঘ্রই এই SOP-এর চূড়ান্ত রূপ দেওয়া হবে । সাধারণ মানুষ যাতে করোনা ভাইরাসের বিষয়ে যথাযথ সচেতন থাকতে পারেন, এই SOP-তে তার জন‍্যেও থাকছে ব্যবস্থা ।

গত রবিবার কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আই ডি হাসপাতালে 28 বছরের এক চিনা যুবতিকে ভরতি করা হয় । তাঁকে আইসোলেশন ওয়ার্ডেও রাখা হয়েছিল । শেষ পর্যন্ত অবশ্য এই যুবতির ক্ষেত্রে কোরোনা ভাইরাস সংক্রমণের উপসর্গেরও খোঁজ মেলেনি । মঙ্গলবার দুপুরের পরে এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের একটি দল বেলেঘাটা আইডি হাসপাতাল এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে কোরোনা ভাইরাসের মোকাবিলায় গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখে । গতকাল বিকালে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে এই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন । কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের তরফে যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই সব বিষয়ে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ।

মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "কোরোনা ভাইরাসের মোকাবিলায় SOP তৈরি করা হচ্ছে । বিশেষজ্ঞদের সঙ্গে আজ আমরা বৈঠকে বসেছিলাম । যে বিষয়গুলি SOP-এ রাখা হচ্ছে, তার খসড়া তৈরি করা হয়েছে । শীঘ্রই এর চূড়ান্ত রূপ দেওয়া হবে । চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য এই SOP তৈরি করা হচ্ছে । কোরোনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।" স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোরোনা ভাইরাসে আক্রান্তের জেরে যে উপসর্গগুলি দেখা দেয়, এই SOP-এ সেই সব বিষয় উল্লেখ করে জানানো হচ্ছে । স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক এই বিষয়ে বলেন, "কারও ক্ষেত্রে শুধুমাত্র উপসর্গগুলি মিলে গেলেই যে কোরোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে তাঁকে সন্দেহ করা হবে । বিষয়টি তা নয় । রোগীর হিস্ট্রি এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

Intro:কলকাতা, ২৯ জানুয়ারি: করোনা ভাইরাসের মোকাবিলায় এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যাতে করোনা ভাইরাসের মোকাবিলায় একই রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তার জন্য শীঘ্রই এই SOP-এর চূড়ান্ত রূপ দেওয়া হবে। সাধারণ মানুষ-ও যাতে করোনা ভাইরাসের বিষয়ে যথাযথ সচেতন থাকতে পারেন, এই SOP-তে তার জন‍্যেও থাকছে ব্যবস্থা।


Body:গত রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ২৮ বছর বয়সি এক চিনা যুবতিকে ভরতি করানো হয়েছিল। তাঁকে আইসোলেশন ওয়ার্ডেও রাখা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য এই যুবতির ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গেরও খোঁজ মেলেনি। গতকাল, মঙ্গলবার দুপুরের পরে এই যুবতিকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এদিকে গতকাল, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের একটি দল বেলেঘাটা আইডি হাসপাতাল এবং দমদম বিমানবন্দরে করোনা ভাইরাসের মোকাবিলায় গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখে। এর পরে গতকাল, মঙ্গলবার বিকালে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে এই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ‍্যের স্বাস্থ্য দপ্তরের তরফে যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই সব বিষয়ে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন।

এ দিকে, চিনে যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমে আরও ছড়িয়ে পড়ছে, সেই ভাইরাসের বিষয়ে সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মী এবং, চিকিৎসকদের মধ্যেও আরও বেশি সচেতনতা গড়ে ওঠার প্রয়োজন রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ‌। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "করোনা ভাইরাসের মোকাবিলায় SOP তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের সঙ্গে আজ আমরা বৈঠকে বসেছিলাম। যে বিষয়গুলি SOP-এ রাখা হচ্ছে, তার খসড়া তৈরি করা হয়েছে। শীঘ্রই এর চূড়ান্ত রূপ দেওয়া হবে।" এই আধিকারিক বলেন, "চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য এই SOP তৈরি করা হচ্ছে। করোনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।" স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা ভাইরাসে আক্রান্তের জেরে যে উপসর্গগুলি দেখা দেয়, এই SOP-এ সেই সব বিষয় উল্লেখ করে জানানো হচ্ছে, উপসর্গ মিলে গেলেও কীভাবে, কাউকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সন্দেহ করতে হবে।


Conclusion:স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, "কারও ক্ষেত্রে শুধুমাত্র উপসর্গগুলি মিলে গেলেই যে করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে তাঁকে সন্দেহ করা হবে, বিষয়টি তা নয়। রোগীর হিস্ট্রি এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি জানিয়েছেন, চিনে এই করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। যে কারণে, কারও ক্ষেত্রে উপসর্গগুলি দেখা গেলে দেখতে হবে, তিনি চিনে গিয়েছিলেন কি না। অথবা, সেখানকার কারও সঙ্গে তাঁর দেখা-সাক্ষাৎ হয়েছে কি না। অর্থাৎ, যে স্থানে সংক্রমণ দেখা দিয়েছে, সেই স্থানের বাসিন্দাদের সঙ্গে উপসর্গ মিলে যাওয়া কারও ক্ষেত্রে কীভাবে, কতটা যোগাযোগ হয়েছে, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন হিস্ট্রি যদি কিছু পাওয়া যায় এবং উপসর্গগুলি মিলে যায়, তাহলে তাঁকে দক্ষিণবঙ্গের জন্য বেলেঘাটা আইডি হাসপাতাল এবং উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করতে হবে। স্বাস্থ্য দপ্তরের এই আধিকারিক বলেন, "করোনা ভাইরাসের ক্ষেত্রে কী করণীয়, কী করণীয় নয়, এ সব বিষয় নিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য এই SOP তৈরি করা হচ্ছে। করোনা ভাইরাসের বিষয়টি নিয়ে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, তাও দেখা হচ্ছে।"
_______

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.