কলকাতা, 2 অক্টোবর : রাজ্যজুড়ে কোরোনার সংক্রমণ প্রতিদিন বাড়ছে । এই পরিস্থিতিতে এ বছরও জনসংযোগ বাড়াতে পুজোর কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের অস্থায়ী স্টল বসানোর সিদ্ধান্ত উদ্যোক্তাদের । উদ্যোক্তাদের আশা, গত কয়েক বছরের মতো এ বছরও আরও পাঠকের কাছে পৌঁছে যাবে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বইগুলি ।
গত কয়েক বছর ধরে লাগাতার বামপন্থী চিন্তা-চেতনার ধারাবাহিকতায় নতুন নতুন বই প্রকাশ পেয়েছে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বইয়ের দোকানগুলো থেকে । জানা গেছে, 2018 এবং 2019 সালে অস্থায়ী এই স্টলগুলি থেকে রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের 'নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু' এবং 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা'। সেই সঙ্গে অন্যান্য বই ভালোই বিক্রি হয়েছিল শারদ সাহিত্যের স্টলগুলি থেকে ।
যদিও চলতি বছরে শরীর খারাপ এবং চোখের সমস্যা থাকায় নতুন কোনও বই লেখেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । উদ্যোক্তাদের আশা গত বছরের মতো এ বছরও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই দুটির চাহিদা থাকবে তুঙ্গে । ন্যাশনাল বুক এজেন্সির অধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী জানান, শারদ উৎসবকে ঘিরে প্রতিবছর রাজ্যজুড়ে বইয়ের স্টল হয় । মার্কসীয় প্রগতিশীল বইয়ের সম্ভার নিয়ে বিভিন্ন জায়গায় বসেন উদ্যোক্তারা । ন্যাশনাল বুক এজেন্সি মূলত এই উদ্যোগ নেয় । চলতি বছর কোরোনা পরিস্থিতির জন্য কিছুটা হলেও উদ্বেগ প্রকাশ করেছেন উদ্যোক্তারা কীভাবে বইয়ের স্টলগুলি করা যায়।
তিনি জানান, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নতুন কয়েকটি বই প্রকাশিত হবে । রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের লেখা "তথ্যপ্রযুক্তির নয়া দুনিয়া" এবার প্রকাশিত হবে । যার মধ্যে ইন্টারনেট, সোশাল মিডিয়া এবং কম্পিউটার সম্পর্কে সহজ সরল ভাষায় সাধারণের বোধগম্য তথ্য পরিবেশিত হয়েছে । এ ছাড়া CPI(M)-র দলীয় মুখপত্র গণশক্তি পত্রিকার সাংবাদিক হরিলাল নাথের 'মরিচঝাঁপিতে কী ঘটেছিল" বইটিও প্রকাশিত হবে শারদ সাহিত্যের স্টলে । 1978 সালের মরিচঝাঁপির ঘটনা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা এখনও চলছে । সে সম্পর্কে তথ্য সমৃদ্ধ বই লিখেছেন হরিলাল নাথ । CPI(M) নেতা সুজন চক্রবর্তীর লেখা একটি চিঠির সংকলন প্রকাশিত হবে । দেশ ও রাজ্যের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির সংকলন । ঐতিহাসিক ইরফান হাবিবের লেখা "ইতিহাসের ব্যাখ্যা" অনুবাদ গ্রন্থ প্রকাশিত হবে । তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কোনও বই এ বছর প্রকাশিত হবে না ।