ETV Bharat / state

এবছরও পুজোয় বসবে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের স্টল

author img

By

Published : Oct 2, 2020, 6:01 PM IST

ন্যাশনাল বুক এজেন্সির অধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী জানান, শারদ উৎসবকে ঘিরে প্রতিবছর রাজ্যজুড়ে বইয়ের স্টল হয় । মার্কসীয় প্রগতিশীল বইয়ের সম্ভার নিয়ে বিভিন্ন জায়গায় বসেন উদ্যোক্তারা । ন্যাশনাল বুক এজেন্সি মূলত এই উদ্যোগ নেয় । চলতি বছর কোরোনা পরিস্থিতির জন্য কিছুটা হলেও উদ্বেগ প্রকাশ করেছেন উদ্যোক্তারা কীভাবে বইয়ের স্টলগুলি করা যায়।

book stall of CPIM during durga puja
book stall of CPIM during durga puja

কলকাতা, 2 অক্টোবর : রাজ্যজুড়ে কোরোনার সংক্রমণ প্রতিদিন বাড়ছে । এই পরিস্থিতিতে এ বছরও জনসংযোগ বাড়াতে পুজোর কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের অস্থায়ী স্টল বসানোর সিদ্ধান্ত উদ্যোক্তাদের । উদ্যোক্তাদের আশা, গত কয়েক বছরের মতো এ বছরও আরও পাঠকের কাছে পৌঁছে যাবে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বইগুলি ।

গত কয়েক বছর ধরে লাগাতার বামপন্থী চিন্তা-চেতনার ধারাবাহিকতায় নতুন নতুন বই প্রকাশ পেয়েছে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বইয়ের দোকানগুলো থেকে । জানা গেছে, 2018 এবং 2019 সালে অস্থায়ী এই স্টলগুলি থেকে রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের 'নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু' এবং 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা'। সেই সঙ্গে অন্যান্য বই ভালোই বিক্রি হয়েছিল শারদ সাহিত্যের স্টলগুলি থেকে ।

যদিও চলতি বছরে শরীর খারাপ এবং চোখের সমস্যা থাকায় নতুন কোনও বই লেখেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । উদ্যোক্তাদের আশা গত বছরের মতো এ বছরও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই দুটির চাহিদা থাকবে তুঙ্গে । ন্যাশনাল বুক এজেন্সির অধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী জানান, শারদ উৎসবকে ঘিরে প্রতিবছর রাজ্যজুড়ে বইয়ের স্টল হয় । মার্কসীয় প্রগতিশীল বইয়ের সম্ভার নিয়ে বিভিন্ন জায়গায় বসেন উদ্যোক্তারা । ন্যাশনাল বুক এজেন্সি মূলত এই উদ্যোগ নেয় । চলতি বছর কোরোনা পরিস্থিতির জন্য কিছুটা হলেও উদ্বেগ প্রকাশ করেছেন উদ্যোক্তারা কীভাবে বইয়ের স্টলগুলি করা যায়।

তিনি জানান, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নতুন কয়েকটি বই প্রকাশিত হবে । রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের লেখা "তথ্যপ্রযুক্তির নয়া দুনিয়া" এবার প্রকাশিত হবে । যার মধ্যে ইন্টারনেট, সোশাল মিডিয়া এবং কম্পিউটার সম্পর্কে সহজ সরল ভাষায় সাধারণের বোধগম্য তথ্য পরিবেশিত হয়েছে । এ ছাড়া CPI(M)-র দলীয় মুখপত্র গণশক্তি পত্রিকার সাংবাদিক হরিলাল নাথের 'মরিচঝাঁপিতে কী ঘটেছিল" বইটিও প্রকাশিত হবে শারদ সাহিত্যের স্টলে । 1978 সালের মরিচঝাঁপির ঘটনা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা এখনও চলছে । সে সম্পর্কে তথ্য সমৃদ্ধ বই লিখেছেন হরিলাল নাথ । CPI(M) নেতা সুজন চক্রবর্তীর লেখা একটি চিঠির সংকলন প্রকাশিত হবে । দেশ ও রাজ্যের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির সংকলন । ঐতিহাসিক ইরফান হাবিবের লেখা "ইতিহাসের ব্যাখ্যা" অনুবাদ গ্রন্থ প্রকাশিত হবে । তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কোনও বই এ বছর প্রকাশিত হবে না‌ ।

কলকাতা, 2 অক্টোবর : রাজ্যজুড়ে কোরোনার সংক্রমণ প্রতিদিন বাড়ছে । এই পরিস্থিতিতে এ বছরও জনসংযোগ বাড়াতে পুজোর কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের অস্থায়ী স্টল বসানোর সিদ্ধান্ত উদ্যোক্তাদের । উদ্যোক্তাদের আশা, গত কয়েক বছরের মতো এ বছরও আরও পাঠকের কাছে পৌঁছে যাবে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বইগুলি ।

গত কয়েক বছর ধরে লাগাতার বামপন্থী চিন্তা-চেতনার ধারাবাহিকতায় নতুন নতুন বই প্রকাশ পেয়েছে মার্কসীয় প্রগতিশীল সাহিত্যের বইয়ের দোকানগুলো থেকে । জানা গেছে, 2018 এবং 2019 সালে অস্থায়ী এই স্টলগুলি থেকে রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের 'নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু' এবং 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা'। সেই সঙ্গে অন্যান্য বই ভালোই বিক্রি হয়েছিল শারদ সাহিত্যের স্টলগুলি থেকে ।

যদিও চলতি বছরে শরীর খারাপ এবং চোখের সমস্যা থাকায় নতুন কোনও বই লেখেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । উদ্যোক্তাদের আশা গত বছরের মতো এ বছরও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই দুটির চাহিদা থাকবে তুঙ্গে । ন্যাশনাল বুক এজেন্সির অধিকর্তা অনিরুদ্ধ চক্রবর্তী জানান, শারদ উৎসবকে ঘিরে প্রতিবছর রাজ্যজুড়ে বইয়ের স্টল হয় । মার্কসীয় প্রগতিশীল বইয়ের সম্ভার নিয়ে বিভিন্ন জায়গায় বসেন উদ্যোক্তারা । ন্যাশনাল বুক এজেন্সি মূলত এই উদ্যোগ নেয় । চলতি বছর কোরোনা পরিস্থিতির জন্য কিছুটা হলেও উদ্বেগ প্রকাশ করেছেন উদ্যোক্তারা কীভাবে বইয়ের স্টলগুলি করা যায়।

তিনি জানান, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নতুন কয়েকটি বই প্রকাশিত হবে । রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসের লেখা "তথ্যপ্রযুক্তির নয়া দুনিয়া" এবার প্রকাশিত হবে । যার মধ্যে ইন্টারনেট, সোশাল মিডিয়া এবং কম্পিউটার সম্পর্কে সহজ সরল ভাষায় সাধারণের বোধগম্য তথ্য পরিবেশিত হয়েছে । এ ছাড়া CPI(M)-র দলীয় মুখপত্র গণশক্তি পত্রিকার সাংবাদিক হরিলাল নাথের 'মরিচঝাঁপিতে কী ঘটেছিল" বইটিও প্রকাশিত হবে শারদ সাহিত্যের স্টলে । 1978 সালের মরিচঝাঁপির ঘটনা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা এখনও চলছে । সে সম্পর্কে তথ্য সমৃদ্ধ বই লিখেছেন হরিলাল নাথ । CPI(M) নেতা সুজন চক্রবর্তীর লেখা একটি চিঠির সংকলন প্রকাশিত হবে । দেশ ও রাজ্যের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির সংকলন । ঐতিহাসিক ইরফান হাবিবের লেখা "ইতিহাসের ব্যাখ্যা" অনুবাদ গ্রন্থ প্রকাশিত হবে । তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কোনও বই এ বছর প্রকাশিত হবে না‌ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.