কলকাতা, 6 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি’লিট প্রদান করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ৷ রাজ্যের শিক্ষাক্ষেত্রে 'অসামান্য অবদানের' জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয় (St. Xavier's University Confers Honorary D'Litt) ৷ আজ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাতে এই সম্মান তুলে দেন ৷
সাধারণ মানুষকে সম্মান উৎসর্গ মমতার: এ দিন এই সম্মান গ্রহণের পর তা সাধারণ মানুষের উদ্দেশে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করছি ৷ আমি একজন সাধারণ মানুষ ৷ বরাবর তাই হতে চেয়েছি ৷ আমাকে তৈরি করেছেও সাধারণ মানুষ ৷ দেশের দুর্বল অংশকে এই সম্মান উৎসর্গ করছি ৷"
সেন্ট জেভিয়ার্সের ভূয়সী প্রশংসা: এ দিন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "মাত্র চতুর্থ সমাবর্তনেই দারুণ সাফল্য পেয়েছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ৷ আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় একবার বলেছিলাম, এটা কি বিশ্ববিদ্যালয় হতে পারে না ? তার কয়েক মাসের মধ্যেই তাঁরা এই বিশ্ববিদ্যালয় শুরু করে দিল ৷ ক্লাস শুরু করে দিল ৷ এটা অভূতপূর্ব ৷ বিশ্ব ক্ষেত্রের থেকে কোনও অংশেই পিছিয়ে নয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি ৷"
কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী: এই সম্মান তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমার অভিনন্দন সব ছাত্রছাত্রীদের ৷ আমি কৃতজ্ঞ সবার কাছে ৷ আজ এই সম্মান আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে ৷ আমার কাজের জন্য অনেক অনুপ্রেরণা পেলাম ৷ ভবিষ্যতে এটা কাজে লাগবে ৷"
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি’লিট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের
সম্মান জানালেন মাদার টেরেজাকে: এ দিন মাদার টেরেজার প্রতি বিশেষ সম্মান জানিয়ে মমতা আরও বলেন, "আজ আমি প্রস্তাব করছি সরকার থেকে একটা রেসপেক্টেড চেয়ার দেওয়া হোক মাদার টেরেজাকে ৷ বিশ্বক্ষেত্রে এটা একটা বার্তা দেবে ৷ এটা বোঝা যাবে যে, বাংলা পূর্ণ শ্রদ্ধা জানিয়েছে মাদারকে ৷"
শিক্ষক-ছাত্র-অভিভাবকদের কুর্নিশ: তাঁর সরকার আসার আগে রাজ্যে 12টি বিশ্ববিদ্যালয় ছিল বলে জানিয়ে মমতা বলেন, তাঁর সরকারের মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে হয়েছে 30টি, 53টি কলেজ হয়েছে ৷ তাঁকে ডি'লিট প্রদান করার জন্য তিনি মাথা নত করে শিক্ষক, ছাত্র, অভিভাবকদের কুর্নিশ জানাচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷
ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর: তিনি বলেন, "এই সম্মান আমাকে দেশের ঐক্য রক্ষায় লড়তে শক্তি দিক ৷ সংবিধানকে যেন সুরক্ষিত রাখতে পারি ৷ দারিদ্র্যের বিরুদ্ধে যেন লড়াই করতে পারি ৷ আমি বোঝাতে পারব না, কীভাবে আমার মন ছুঁয়ে গিয়েছে এই বিশ্ববিদ্যালয় ৷ সব ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে আছি ৷" ছাত্রছাত্রীদের উদ্দেশে মমতার বার্তা, "কখনও হতাশ হবেন না ৷ সবসময় ইতিবাচক থাকুন ৷ আগে মানুষ হোন, তারপর পেশাদার ৷"
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে উপাচার্য জন ফেলিক্স রাজ ও অন্যান্য বিশিষ্টরা ।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও ডি'লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী: এর আগে, 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি'লিট দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । তাঁর হাতে সেই সম্মান তুলে দেন তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । মুখ্যমন্ত্রীকে ডি'লিট দেওয়া নিয়ে সেই সময় রাজ্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল ।