কলকাতা, 6 ডিসেম্বর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাজিরা এড়ালেন এসএসকেএম হাসপাতালের সুপার ৷ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতেই তাঁকে বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ এসএসকেএম সূত্রে খবর, সুপার ইডি-র দফতরে হাজিরা দেননি ঠিকই ৷ তবে ই-মেইল করে তার কারণ জানিয়েছেন ৷ পাশাপাশি ইডি-র তরফে চাওয়া সমস্ত নথিও পাঠিয়ে দিয়েছেন ৷
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ৷ ইডির দাবি, এই দুর্নীতিতে জড়িয়ে থাকা একাধিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ ফলে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া থমকে রয়েছে ৷
তাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা হাসপাতালের কাছ থেকে জানতে চাইছেন সঠিক কী কারণে সুজয়কৃষ্ণ ভদ্র এতদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ? তার শরীরে এমন কী সমস্যা রয়েছে, যাতে তিনি তদন্তকারীদের কোনোরকমের সহযোগিতা পর্যন্ত করতে পারছেন না ? পাশাপাশি এতদিন যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সে ক্ষেত্রে তার কী কী চিকিৎসা হয়েছে ?
ইডি সূত্রে খবর, এই সংক্রান্ত সমস্ত নথি নিয়েই এসএসকেএম-এর সুপারকে হাজির হতে বলা হয়েছিল ৷ কিন্তু তিনি ঠিক কী কী তথ্য ই-মেইল করে জানিয়েছেন, সেই বিষয়টি নিয়ে এখনও ইডি-র সূত্র থেকে কিছু জানানো হয়নি ৷ তবে ইডি-র একটি সূত্র জানিয়েছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আইনি পদক্ষেপ করা হতে পারে ৷ তার আগে তদন্তকারীরে কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখতে চাইছেন ৷
আরও পড়ুন: