কলকাতা, 19 ডিসেম্বর: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি ৷ আগের থেকে অনেকটাই সংকট কেটেছে মদন মিত্রের । এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তবে কবে বাড়ি ফিরতে পারবেন তিনি, তা এখনও অনিশ্চিত । এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামিকাল ৷
হাসপাতাল সূত্রে খবর, কামারহাটির বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে বুধবার বৈঠকে বসতে চলেছে মেডিক্যাল বোর্ড । সেই বৈঠকে তাঁকে বাড়ি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তবে এখনও পর্যন্ত চিকিৎসক মহলের তরফে জানা গিয়েছে, আগের থেকে অনেকটা স্থিতিশীল মদন মিত্র । অনেক হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে । সেই সব ডোজ প্রায় শেষের দিকে । তাই আগামিকাল অর্থাৎ বুধবার তাঁর শারীরিক সমস্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে বৈঠকে বসবেন চিকিৎসকেরা ।
গত বুধবার অস্ত্রোপচার হয় কামারহাটির বিধায়কের । অস্ত্রোপচারের পরে চিন্তা বাড়িয়েছিল মদন মিত্রের শারীরিক অবস্থা । তবে দু'দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার পর আইটিউ থেকে আবারও উডবান ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় । উডবার্ন ওয়ার্ডে 214 নম্বর কেবিনে বর্তমানে ভরতি রয়েছেন তিনি । চিকিৎসক অতনু পালের নেতৃত্বে চিকিৎসা চলছে তাঁর । হাসপাতাল সূত্রে খবর, যে সংক্রমণ নিয়ে বিধায়ক ভরতি হয়েছিলেন গত 4 ডিসেম্বর তা অনেকটাই সেরে গিয়েছে । প্রতিদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে ।
এসএসকেএমে ভরতির পর হাসপাতালের পরিষেবা নিয়ে সুনাম করেছিলেন বিধায়ক স্বয়ং। তিনি বলেছিলেন, "হাসপাতালের সবাই চেষ্টা করছে । কার্ডিয়াথোরাসিক, নেফ্রোলজি, মেডিসিন-সহ আটটা ডিপার্টমেন্ট দেখছে আমায় । রাতেই ইনজেকশন দেওয়া শুরু হয়েছে । 30 মিনিট অন্তর তিনটে ইনজেকশন দেওয়া হচ্ছে । এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে অবস্থায় আমি হাসপাতালে এসেছি, আর যে অসুখ হয়েছে, তা সারতে সময় লাগবে । চিকিৎসকরা সবরকম সাহায্য করছে ।"
গত 4 ডিসেম্বর এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছেন মদন মিত্র । উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভরতি হন তিনি । প্রবল কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর । ভরতির দু'দিন পরে মাঝ রাতে আচমকাই খিচুনি ওঠায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্রিটিকাল বিভাগে । পরবর্তীকালে একাধিক পরীক্ষা নীরিক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন কামারহাটির বিধায়ক । বারবার তাঁর শরীরে ভীষণ ঝাঁকুনি শুরু হয় । সেই ঝাঁকুনির জেরে বা কাঁধের হাড় ভেঙে গিয়েছিল । বুধবার সেই ভাঙা হাড়েই অস্ত্রোপচার হয়েছে তাঁর ।
আরও পড়ুন: