ETV Bharat / state

মদনের অবস্থা স্থিতিশীল, বাড়ি ফেরা নিয়ে বুধে বৈঠকে চিকিৎসকরা

Madan Mitra Health Update: 15 দিন ধরে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হবে কবে বাড়ি ফিরতে পারবেন তিনি ৷

Madan Mitra Health Update
কামারহাটির বিধায়ক মদন মিত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 6:16 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি ৷ আগের থেকে অনেকটাই সংকট কেটেছে মদন মিত্রের । এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তবে কবে বাড়ি ফিরতে পারবেন তিনি, তা এখনও অনিশ্চিত । এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামিকাল ৷

হাসপাতাল সূত্রে খবর, কামারহাটির বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে বুধবার বৈঠকে বসতে চলেছে মেডিক্যাল বোর্ড । সেই বৈঠকে তাঁকে বাড়ি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তবে এখনও পর্যন্ত চিকিৎসক মহলের তরফে জানা গিয়েছে, আগের থেকে অনেকটা স্থিতিশীল মদন মিত্র । অনেক হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে । সেই সব ডোজ প্রায় শেষের দিকে । তাই আগামিকাল অর্থাৎ বুধবার তাঁর শারীরিক সমস্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে বৈঠকে বসবেন চিকিৎসকেরা ।

গত বুধবার অস্ত্রোপচার হয় কামারহাটির বিধায়কের । অস্ত্রোপচারের পরে চিন্তা বাড়িয়েছিল মদন মিত্রের শারীরিক অবস্থা । তবে দু'দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার পর আইটিউ থেকে আবারও উডবান ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় । উডবার্ন ওয়ার্ডে 214 নম্বর কেবিনে বর্তমানে ভরতি রয়েছেন তিনি । চিকিৎসক অতনু পালের নেতৃত্বে চিকিৎসা চলছে তাঁর । হাসপাতাল সূত্রে খবর, যে সংক্রমণ নিয়ে বিধায়ক ভরতি হয়েছিলেন গত 4 ডিসেম্বর তা অনেকটাই সেরে গিয়েছে । প্রতিদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে ।

এসএসকেএমে ভরতির পর হাসপাতালের পরিষেবা নিয়ে সুনাম করেছিলেন বিধায়ক স্বয়ং। তিনি বলেছিলেন, "হাসপাতালের সবাই চেষ্টা করছে । কার্ডিয়াথোরাসিক, নেফ্রোলজি, মেডিসিন-সহ আটটা ডিপার্টমেন্ট দেখছে আমায় । রাতেই ইনজেকশন দেওয়া শুরু হয়েছে । 30 মিনিট অন্তর তিনটে ইনজেকশন দেওয়া হচ্ছে । এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে অবস্থায় আমি হাসপাতালে এসেছি, আর যে অসুখ হয়েছে, তা সারতে সময় লাগবে । চিকিৎসকরা সবরকম সাহায্য করছে ।"

গত 4 ডিসেম্বর এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছেন মদন মিত্র । উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভরতি হন তিনি । প্রবল কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর । ভরতির দু'দিন পরে মাঝ রাতে আচমকাই খিচুনি ওঠায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্রিটিকাল বিভাগে । পরবর্তীকালে একাধিক পরীক্ষা নীরিক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন কামারহাটির বিধায়ক । বারবার তাঁর শরীরে ভীষণ ঝাঁকুনি শুরু হয় । সেই ঝাঁকুনির জেরে বা কাঁধের হাড় ভেঙে গিয়েছিল । বুধবার সেই ভাঙা হাড়েই অস্ত্রোপচার হয়েছে তাঁর ।

আরও পড়ুন:

  1. ক্রমশ সংকট কাটছে , আইটিইউ থেকে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত হলেন মদন
  2. বাম কাঁধে বসল টাইটেনিয়াম প্লেট, আড়াই ঘণ্টার সফল অস্ত্রোপচার মদন মিত্রের
  3. এসএসকেএমের মতো পরিষেবা আর কোথাও নেই, কাশতে কাশতেই বললেন মদন

কলকাতা, 19 ডিসেম্বর: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি ৷ আগের থেকে অনেকটাই সংকট কেটেছে মদন মিত্রের । এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ তবে কবে বাড়ি ফিরতে পারবেন তিনি, তা এখনও অনিশ্চিত । এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামিকাল ৷

হাসপাতাল সূত্রে খবর, কামারহাটির বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে বুধবার বৈঠকে বসতে চলেছে মেডিক্যাল বোর্ড । সেই বৈঠকে তাঁকে বাড়ি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । তবে এখনও পর্যন্ত চিকিৎসক মহলের তরফে জানা গিয়েছে, আগের থেকে অনেকটা স্থিতিশীল মদন মিত্র । অনেক হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে । সেই সব ডোজ প্রায় শেষের দিকে । তাই আগামিকাল অর্থাৎ বুধবার তাঁর শারীরিক সমস্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে বৈঠকে বসবেন চিকিৎসকেরা ।

গত বুধবার অস্ত্রোপচার হয় কামারহাটির বিধায়কের । অস্ত্রোপচারের পরে চিন্তা বাড়িয়েছিল মদন মিত্রের শারীরিক অবস্থা । তবে দু'দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার পর আইটিউ থেকে আবারও উডবান ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় । উডবার্ন ওয়ার্ডে 214 নম্বর কেবিনে বর্তমানে ভরতি রয়েছেন তিনি । চিকিৎসক অতনু পালের নেতৃত্বে চিকিৎসা চলছে তাঁর । হাসপাতাল সূত্রে খবর, যে সংক্রমণ নিয়ে বিধায়ক ভরতি হয়েছিলেন গত 4 ডিসেম্বর তা অনেকটাই সেরে গিয়েছে । প্রতিদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে ।

এসএসকেএমে ভরতির পর হাসপাতালের পরিষেবা নিয়ে সুনাম করেছিলেন বিধায়ক স্বয়ং। তিনি বলেছিলেন, "হাসপাতালের সবাই চেষ্টা করছে । কার্ডিয়াথোরাসিক, নেফ্রোলজি, মেডিসিন-সহ আটটা ডিপার্টমেন্ট দেখছে আমায় । রাতেই ইনজেকশন দেওয়া শুরু হয়েছে । 30 মিনিট অন্তর তিনটে ইনজেকশন দেওয়া হচ্ছে । এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে অবস্থায় আমি হাসপাতালে এসেছি, আর যে অসুখ হয়েছে, তা সারতে সময় লাগবে । চিকিৎসকরা সবরকম সাহায্য করছে ।"

গত 4 ডিসেম্বর এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছেন মদন মিত্র । উডবার্ন ওয়ার্ডে চিকিৎসক অতনু পালের নেতৃত্বে ভরতি হন তিনি । প্রবল কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর । ভরতির দু'দিন পরে মাঝ রাতে আচমকাই খিচুনি ওঠায় তাঁকে স্থানান্তরিত করা হয় ক্রিটিকাল বিভাগে । পরবর্তীকালে একাধিক পরীক্ষা নীরিক্ষা করে দেখা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন কামারহাটির বিধায়ক । বারবার তাঁর শরীরে ভীষণ ঝাঁকুনি শুরু হয় । সেই ঝাঁকুনির জেরে বা কাঁধের হাড় ভেঙে গিয়েছিল । বুধবার সেই ভাঙা হাড়েই অস্ত্রোপচার হয়েছে তাঁর ।

আরও পড়ুন:

  1. ক্রমশ সংকট কাটছে , আইটিইউ থেকে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত হলেন মদন
  2. বাম কাঁধে বসল টাইটেনিয়াম প্লেট, আড়াই ঘণ্টার সফল অস্ত্রোপচার মদন মিত্রের
  3. এসএসকেএমের মতো পরিষেবা আর কোথাও নেই, কাশতে কাশতেই বললেন মদন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.