ETV Bharat / state

SSC Recruitment Scam: বান্ধবীকে হন্ডা সিটি গাড়ি উপহার দিয়েছিলেন অয়ন, দাবি ইডির - শান্তনু বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নাম সামনে আসছে ৷ ইডি-র হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল ৷ এবার তাঁর বান্ধবী শ্বেতা চক্রবর্তীর কথাও জানা গিয়েছে ৷ শ্বেতাকে একটি দামী হন্ডা সিটি গাড়ি উপহার দেন অয়ন, দাবি করেছে ইডি (ED claims over Ayan Sil gift to close aide Sweta Chakraborty) ৷

Recruitment Scam
অয়ন শীল
author img

By

Published : Mar 22, 2023, 3:33 PM IST

কলকাতা, 22 মার্চ: বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে একটি হন্ডা সিটি গাড়ি উপহার দিয়েছিলেন অয়ন শীল ৷ 18 মার্চ, শনিবার অয়নের সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ সেখান থেকে উদ্ধার করা নথিপত্র খতিয়ে দেখে গোয়েন্দারা একটি গাড়ির ক্যাশমেমো পেয়েছেন ৷ এছাড়া অয়নের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা ৷ সেই অ্যাকাউন্ট ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যেই লক্ষাধিক টাকা যেত শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে, যিনি সম্পর্কে তাঁর বান্ধবী (Ayan Sil gifts Honda City to his close aide) ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় প্রোমোটার অয়ন শীলের ৷ এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইডি'র হাতে গ্রেফতার হন হুগলির তৎকালীন যুব তৃণমূল নেতা শান্তনু ৷ পরে তাঁকে ও আরেক তৃণমূল নেতা কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অয়ন শীল 90টিরও বেশি পৌরসভার বরাত আদায় করে নেন ৷ পাশাপাশি আইটি কোম্পানির মালিক হয়ে ওঠেন তিনি ৷ এরপর টলিউডে টাকা বিনিয়োগ করেন । এসবের সঙ্গে ছাপাখানা সংস্থার সঙ্গেও গাঁটছাড়া বেঁধে ছিলেন শান্তনু-ঘনিষ্ঠ অয়ন ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তদন্ত নেমে জানতে পেরেছেন, অয়নের বাড়ি-অফিস থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটগুলি ছাপা হয়েছিল শিয়ালদা, কলেজস্ট্রিটের একটি ছাপাখানা থেকে ৷ সেই ছাপাখানা ও তার মালিকের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা ৷ কোন ব্যক্তি ওই ওএমআর শিট এনে ছাপতে দিতেন এবং কী বলে তা ছাপা হত, এই সব বিষয়ে জানতে চাইছেন আধিকারিকরা ৷ ওই ছাপাখানায় একাধিকবার গিয়েছেন অয়ন শীল ৷ মঙ্গলবার অয়ন শীলকে আদালতে পেশ করে ইডি ৷ তাঁকে 1 এপ্রিল পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে ইডি ৷ অয়নকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিদের নাম-পরিচয় পেয়েছেন তদন্তকারীরা ৷ সেই সব ব্যক্তিদের নামের তালিকাও তৈরি করেছে ইডি ৷ একে একে তাদের ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: অয়নের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলল তাঁর বান্ধবীর, কে এই শ্বেতা ?

কলকাতা, 22 মার্চ: বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে একটি হন্ডা সিটি গাড়ি উপহার দিয়েছিলেন অয়ন শীল ৷ 18 মার্চ, শনিবার অয়নের সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ সেখান থেকে উদ্ধার করা নথিপত্র খতিয়ে দেখে গোয়েন্দারা একটি গাড়ির ক্যাশমেমো পেয়েছেন ৷ এছাড়া অয়নের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা ৷ সেই অ্যাকাউন্ট ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যেই লক্ষাধিক টাকা যেত শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে, যিনি সম্পর্কে তাঁর বান্ধবী (Ayan Sil gifts Honda City to his close aide) ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় প্রোমোটার অয়ন শীলের ৷ এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইডি'র হাতে গ্রেফতার হন হুগলির তৎকালীন যুব তৃণমূল নেতা শান্তনু ৷ পরে তাঁকে ও আরেক তৃণমূল নেতা কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অয়ন শীল 90টিরও বেশি পৌরসভার বরাত আদায় করে নেন ৷ পাশাপাশি আইটি কোম্পানির মালিক হয়ে ওঠেন তিনি ৷ এরপর টলিউডে টাকা বিনিয়োগ করেন । এসবের সঙ্গে ছাপাখানা সংস্থার সঙ্গেও গাঁটছাড়া বেঁধে ছিলেন শান্তনু-ঘনিষ্ঠ অয়ন ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তদন্ত নেমে জানতে পেরেছেন, অয়নের বাড়ি-অফিস থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটগুলি ছাপা হয়েছিল শিয়ালদা, কলেজস্ট্রিটের একটি ছাপাখানা থেকে ৷ সেই ছাপাখানা ও তার মালিকের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা ৷ কোন ব্যক্তি ওই ওএমআর শিট এনে ছাপতে দিতেন এবং কী বলে তা ছাপা হত, এই সব বিষয়ে জানতে চাইছেন আধিকারিকরা ৷ ওই ছাপাখানায় একাধিকবার গিয়েছেন অয়ন শীল ৷ মঙ্গলবার অয়ন শীলকে আদালতে পেশ করে ইডি ৷ তাঁকে 1 এপ্রিল পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে ইডি ৷ অয়নকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিদের নাম-পরিচয় পেয়েছেন তদন্তকারীরা ৷ সেই সব ব্যক্তিদের নামের তালিকাও তৈরি করেছে ইডি ৷ একে একে তাদের ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: অয়নের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলল তাঁর বান্ধবীর, কে এই শ্বেতা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.