ETV Bharat / state

SSC recruitment scam : ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা এসএসসি চাকরিপ্রার্থীর !

ধর্মতলায় অনশন মঞ্চে বায়োলেট বসানো নিয়ে এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ৷ প্রতিবাদে আত্মহত্যার চেষ্টা এক মহিলা আন্দোকারীর ৷ আন্দোলনকারীদের আটক পুলিশের ৷ যার জেরে আন্দোলনকারী কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা হল না রাজ্যপাল জগদীপ ধনকড়ের (SSC recruitment scam) ৷

SSC recruitment scam
এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
author img

By

Published : May 19, 2022, 7:26 PM IST

কলকাতা, 19 মে : ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বায়ো টয়লেট বসানো নিয়ে ব্যপক ধস্তাধস্তি পুলিশের ৷ এরপরেই আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা আন্দোলনকারী ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন আরও এক আন্দোলনকারী ৷ আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ( SSC recruitment scam) ৷

কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ৷ আজ, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে আন্দোলনকারীদের দেখা করার কথা থাকলেও তা ব্যর্থ হয় ৷ আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ এসে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা চালায় এবং বায়ো টয়লেট বসানোয় বাধা দেয়। তারই প্রতিবাদে এক মহিলা আন্দোলনকারী গাছের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন । তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতােল নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন : CBI to seal SSC office : সন্ধ্যা 7টার মধ্যে সিবিআইকে এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ হাইকোর্টের

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

এই প্রসঙ্গেই আন্দোলনকারী রাজু দাস বলেন, "আমাদের মঞ্চে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশ সঙ্গে সমস্যার সৃষ্টি হয় । আমাদের এখানে অনেক মহিলা আন্দোলনকারীরাও রয়েছে। তাঁদের শৌচালয় যেতে সমস্যা হয় । তাই আমারা নিজ খরচে বায়ো টয়লেট নিয়ে এসেছি । তবে পুলিশ এসে সেই কাজে বাধা দেয় । ডি সি সাউথ আকাশ মেঘারিয়া আমাদের বেশ কয়েকজন সদস্যকে মারধর করেন । মঞ্চ ভেঙে দেন ৷ আন্দোলনকারীদের পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায় ।"

কলকাতা, 19 মে : ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বায়ো টয়লেট বসানো নিয়ে ব্যপক ধস্তাধস্তি পুলিশের ৷ এরপরেই আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা আন্দোলনকারী ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন আরও এক আন্দোলনকারী ৷ আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ( SSC recruitment scam) ৷

কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বঞ্চিত এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ৷ আজ, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে আন্দোলনকারীদের দেখা করার কথা থাকলেও তা ব্যর্থ হয় ৷ আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ এসে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা চালায় এবং বায়ো টয়লেট বসানোয় বাধা দেয়। তারই প্রতিবাদে এক মহিলা আন্দোলনকারী গাছের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন । তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতােল নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন : CBI to seal SSC office : সন্ধ্যা 7টার মধ্যে সিবিআইকে এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ হাইকোর্টের

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

এই প্রসঙ্গেই আন্দোলনকারী রাজু দাস বলেন, "আমাদের মঞ্চে বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশ সঙ্গে সমস্যার সৃষ্টি হয় । আমাদের এখানে অনেক মহিলা আন্দোলনকারীরাও রয়েছে। তাঁদের শৌচালয় যেতে সমস্যা হয় । তাই আমারা নিজ খরচে বায়ো টয়লেট নিয়ে এসেছি । তবে পুলিশ এসে সেই কাজে বাধা দেয় । ডি সি সাউথ আকাশ মেঘারিয়া আমাদের বেশ কয়েকজন সদস্যকে মারধর করেন । মঞ্চ ভেঙে দেন ৷ আন্দোলনকারীদের পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.