ETV Bharat / state

Tapas Roy: নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে আবারও জল্পনা বাড়ালেন তাপস - রাজনীতি ছাড়বেন তাপস রায়

এমনিতেই তিনি রাজনীতি ছাড়ার কথা জানিয়েছেন ৷ এরপর মঙ্গলবার বিধানসভায় রাজনৈতিক নেতাদের বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে মন্তব্য করে তাঁর অবসর নেওয়ার ইঙ্গিতকে আরও উসকে দিয়েছেন তাপস রায় (Tapas Roy to quit politics) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 7, 2022, 7:36 AM IST

Updated : Sep 7, 2022, 7:50 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: প্রবীণ তৃণমূল নেতার মন্তব্য আবারও জল্পনা উসকে দিল । "নবীন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলব আর পদ আঁকড়ে বসে থাকব সেটা হয় নাকি", এমন মন্তব্য শোনা গেল বরানগরের তৃণমূল বিধায়কের গলায় । তবে কি সত্যিই এবার দলে থেকে সরে দাঁড়াবেন মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ (Speculation over Veteran TMC MLA Tapas Roy comment) ?

জল্পনার শুরু রবিবার । সেদিন নিজের বিধানসভা এলাকায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাপস বলেন, "দলে কতদিন থাকব, সেটা সময় এলে দলকে জানিয়ে দেব । হয়তো আর কয়েকটা বছর বা একবছরের বেশি, তারপর আর রাজনীতিতে থাকব না । গতবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখনই বলেছিলাম ।"

এরপরই তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ মঙ্গলবার রাজনৈতিক নেতাদের বয়সের ঊর্ধ্বসীমার পক্ষে সওয়াল করেন বিধানসভায় তৃণমূলের উপ মুখ্যসচেতক ও বরানগরের বিধায়ক । তাঁকে আরও এক বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল । দল থেকে সরে দাঁড়ানো নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, "এর মধ্যে কোনও অস্বাভাবিকত্ব নেই । একটা বয়সের পর, মানুষের শারীরিক ক্ষমতা কমে যায় । মাথাও আর কাজ করার মতো অবস্থায় থাকে না । তখন, তাঁর রাজনীতি থেকে সরে যাওয়া উচিত । আমিও সেই পথেই চলব । আমি নতুন প্রজন্মের কথা বলব, আর নিজে পদ আঁকড়ে থাকব সেটা হয় নাকি !"

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছেপ্রকাশ তাপস রায়ের, নেপথ্য কারণ নিয়ে জল্পনা বাড়ছে

তবে প্রবীণ নেতা ও বিধায়কের সুরে সুর মিলিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । এবিষয়ে তিনি বলেছেন,"1972 সাল যখন চলে গিয়েছে, তখন 72 বছর বয়সের লোকেদেরও চলেই যেতে হবে ।" তবে তাপস রায়ের এমন মন্তব্য, কীসের ইঙ্গিত তা ঘিরেই রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে ।

কলকাতা, 7 সেপ্টেম্বর: প্রবীণ তৃণমূল নেতার মন্তব্য আবারও জল্পনা উসকে দিল । "নবীন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলব আর পদ আঁকড়ে বসে থাকব সেটা হয় নাকি", এমন মন্তব্য শোনা গেল বরানগরের তৃণমূল বিধায়কের গলায় । তবে কি সত্যিই এবার দলে থেকে সরে দাঁড়াবেন মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ (Speculation over Veteran TMC MLA Tapas Roy comment) ?

জল্পনার শুরু রবিবার । সেদিন নিজের বিধানসভা এলাকায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাপস বলেন, "দলে কতদিন থাকব, সেটা সময় এলে দলকে জানিয়ে দেব । হয়তো আর কয়েকটা বছর বা একবছরের বেশি, তারপর আর রাজনীতিতে থাকব না । গতবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখনই বলেছিলাম ।"

এরপরই তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ মঙ্গলবার রাজনৈতিক নেতাদের বয়সের ঊর্ধ্বসীমার পক্ষে সওয়াল করেন বিধানসভায় তৃণমূলের উপ মুখ্যসচেতক ও বরানগরের বিধায়ক । তাঁকে আরও এক বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল । দল থেকে সরে দাঁড়ানো নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, "এর মধ্যে কোনও অস্বাভাবিকত্ব নেই । একটা বয়সের পর, মানুষের শারীরিক ক্ষমতা কমে যায় । মাথাও আর কাজ করার মতো অবস্থায় থাকে না । তখন, তাঁর রাজনীতি থেকে সরে যাওয়া উচিত । আমিও সেই পথেই চলব । আমি নতুন প্রজন্মের কথা বলব, আর নিজে পদ আঁকড়ে থাকব সেটা হয় নাকি !"

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছেপ্রকাশ তাপস রায়ের, নেপথ্য কারণ নিয়ে জল্পনা বাড়ছে

তবে প্রবীণ নেতা ও বিধায়কের সুরে সুর মিলিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । এবিষয়ে তিনি বলেছেন,"1972 সাল যখন চলে গিয়েছে, তখন 72 বছর বয়সের লোকেদেরও চলেই যেতে হবে ।" তবে তাপস রায়ের এমন মন্তব্য, কীসের ইঙ্গিত তা ঘিরেই রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে ।

Last Updated : Sep 7, 2022, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.