কলকাতা, 23 মে: আবারও কি রাজ্য-রাজ্যপাল সংঘাত আবহাওয়া তৈরি হতে চলল? রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে । কারণ, রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজভবনে পাঠানো হয়েছিল নবান্নের তরফে ৷ কিন্তু সূত্রের খবর, পাঁচদিন পেরলেও এখনও রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে এই বিষয়ে কোনও সাড়া মেলেনি ৷
মঙ্গলবার রাজভবন সূত্রে খবর, নবান্নের তরফে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে যাঁর নাম পাঠানো হয়েছে তাঁর বিষয়ে কয়েকটি তথ্য চেয়ে পাঠানো হয়েছে রাজভবনের তরফে । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজভবনের চাওয়া সেই সমস্ত তথ্যের বিষয়ে আলোচনার পরে মঙ্গলবারই রাজভবনে সেই রিপোর্ট আসার কথা । কিন্তু, এদিন সন্ধ্যা পর্যন্ত সেই রিপোর্ট এসে পৌঁছয়নি । রিপোর্ট পৌঁছলে তা খতিয়ে দেখার পরেই রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনারের নামে সম্মতি দেবেন রাজ্যপাল ৷
উল্লেখ্য, রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে 18 মে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীবা সিনহার নাম প্রস্তাব হিসেবে নবান্ন থেকে রাজভবনে পাঠানো হয় । কিন্তু 5 দিন পেরোলেও রাজ্যপাল সিভি আনন্দ বোস এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি । বরং, কেন রাজীবা সিনহার নাম প্রস্তাব করা হল সেই প্রশ্ন-সহ বেশ কয়েকটি বিষয়ে তথ্য চেয়ে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে আগেই । সেই তথ্যের উত্তর মিললেই কি রাজীবা সিনহার নামে সিলমোহর পড়বে? এই বিষয়ে নির্দিষ্ট কোনও উত্তর এখনও পাওয়া যায়নি ৷
কিন্তু রাজ্যের প্রস্তাবে রাজভবন সম্মতি না দিলে, নতুন করে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত যে শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না । উল্লেখ্য, আগামী 29 মে রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার সৌরভ দাসের পদের মেয়াদকাল শেষ হচ্ছে । তাঁর জায়গায় রাজীবা সিনহাকে বসাতে চায় রাজ্য ৷ একইভাবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে । এমতাবস্থায় নতুন রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ।
আরও পড়ুন: বিরোধী জোটের সলতে পাকাতে গত দুমাসে মমতার দুয়ারে হাজির কেজরি থেকে নীতীশ