ETV Bharat / state

গভীর রাতে বিজয়বর্গীয় ও শঙ্কুদেবের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' রুদ্রনীলের - Rudranil Ghosh meets Shakudeb Panda

গতকাল গভীর রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে রুদ্রনীল ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র মধ্যে বৈঠক হয় । দীর্ঘক্ষণ কথা হয় দু'জনের মধ্যে ।

Rudranil Ghosh meets Shakudeb Panda
রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলছেন শঙ্কুদেব পন্ডা
author img

By

Published : Jan 7, 2021, 10:15 AM IST

কলকাতা, 7 জানুয়ারি : অভিনেতা রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা আরও বাড়ল । কারণ গতকাল তাঁর সঙ্গে দেখা করেন কৈলাস বিজয়বর্গীয় । ছিলেন শঙ্কুদেব পণ্ডা ।

গতকাল গভীর রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে রুদ্রনীল ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র মধ্যে বৈঠক হয় । দীর্ঘক্ষণ কথা হয় দু'জনের মধ্যে । গতকাল রুদ্রনীলের জন্মদিনও ছিল । কৈলাস বিজয়বর্গীয় তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান ।

কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ । রুদ্রনীলের জন্মদিন ছিল । তাই আমি তাঁকে শুভেচ্ছা জানাই । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । উনি একজন অভিনেতা । তাই তাঁর সঙ্গে দেখা করা ।"

আরও পড়ুন : "বিশের বিষ" শেষের আগে স্মৃতির ভিড় রুদ্রনীলের মনে

জন্মদিন উপলক্ষ্যে রুদ্রনীলের জন্য ফুল নিয়ে যান শঙ্কুদেব পণ্ডা । সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি ।

অনেকেই বলছেন, তৃণমূলে অনেকদিন ধরেই একঘরে রুদ্রনীল । কয়েকটি বিষয়ে প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতাও করতে দেখা গিয়েছে তাঁকে । তাই এবার কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়েছে তিনি কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন ?

কলকাতা, 7 জানুয়ারি : অভিনেতা রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা আরও বাড়ল । কারণ গতকাল তাঁর সঙ্গে দেখা করেন কৈলাস বিজয়বর্গীয় । ছিলেন শঙ্কুদেব পণ্ডা ।

গতকাল গভীর রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে রুদ্রনীল ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র মধ্যে বৈঠক হয় । দীর্ঘক্ষণ কথা হয় দু'জনের মধ্যে । গতকাল রুদ্রনীলের জন্মদিনও ছিল । কৈলাস বিজয়বর্গীয় তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান ।

কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ । রুদ্রনীলের জন্মদিন ছিল । তাই আমি তাঁকে শুভেচ্ছা জানাই । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । উনি একজন অভিনেতা । তাই তাঁর সঙ্গে দেখা করা ।"

আরও পড়ুন : "বিশের বিষ" শেষের আগে স্মৃতির ভিড় রুদ্রনীলের মনে

জন্মদিন উপলক্ষ্যে রুদ্রনীলের জন্য ফুল নিয়ে যান শঙ্কুদেব পণ্ডা । সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি ।

অনেকেই বলছেন, তৃণমূলে অনেকদিন ধরেই একঘরে রুদ্রনীল । কয়েকটি বিষয়ে প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতাও করতে দেখা গিয়েছে তাঁকে । তাই এবার কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়েছে তিনি কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.