ETV Bharat / state

কবে এসএসকেএম থেকে ছুটি পাবেন জ্যোতিপ্রিয়? মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের - ration distribution scam

Jyotipriya Mallick: এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রেশনবণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা নিয়ে চলছে জল্পনা ৷

ETV Bharat
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 6:15 PM IST

কলকাতা, 24 নভেম্বর: বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেশনবণ্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তবে ঠিক কী হয়েছে তাঁর, এখনও তা স্পষ্ট নয়। মঙ্গলবার রাত থেকে এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে ভরতি রয়েছেন জ্যোতিপ্রিয়। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের তরফে তৈরি করা হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড। হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানদের এই বোর্ডে রাখা হয়েছে । তবে কবে হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া হবে, অথবা ঠিক কী কী অসুবিধা রয়েছে তাঁর, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন খোদ হাসপাতাল সুপার থেকে শুরু করে বিভাগীয় প্রধানরা ।

তবে জানা গিয়েছে, বনমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন ৷ রেশন দুর্নীতিকাণ্ডে গত মাসে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। প্রথমে তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে চিকিৎসকরা পরীক্ষা করেন তাঁকে। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কার্ডিয়োলজি ইমার্জেন্সি রুমে জ্যোতিপ্রিয়ের শারীরিক পরীক্ষা করা হয়।

তবে জানা গিয়েছে, এসএসকেএমে মন্ত্রীর চিকিৎসার জন্য প্রথমে যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়, সেখানে কার্ডিওলজি বিভাগের কোনও চিকিৎসকই ছিলেন না । হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা প্রথমে তাঁর বুকের কোনও সমস্যা দেখেননি। তারপর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার কথা শুনে ডাকা হয় নিউরোলজি বিভাগের চিকিৎসকদেরও । তবে ঠিক কী হয়েছে মন্ত্রীর সেই বিষয়ে হাসপাতালের কেউই কিছু জানাচ্ছেন না।

হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা ঠিক থাকলেও হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। ডপলার ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে মন্ত্রীর রক্তের প্রবাহ নির্ণয় করা হচ্ছে । কবে তাঁকে ছাড়া হতে পারে, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি । অনুমান করা হচ্ছে, এখনও কিছুদিন মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভরতি রাখা হতে পারে ৷

আরও পড়ুন:

  1. জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি, মেডিক্যাল বোর্ড গড়ল এসএসকেএম
  2. 'বিধানসভা কি স্কুল?' হাজিরা খাতায় সই করা নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের!

কলকাতা, 24 নভেম্বর: বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেশনবণ্টন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তবে ঠিক কী হয়েছে তাঁর, এখনও তা স্পষ্ট নয়। মঙ্গলবার রাত থেকে এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগে ভরতি রয়েছেন জ্যোতিপ্রিয়। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের তরফে তৈরি করা হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড। হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানদের এই বোর্ডে রাখা হয়েছে । তবে কবে হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া হবে, অথবা ঠিক কী কী অসুবিধা রয়েছে তাঁর, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন খোদ হাসপাতাল সুপার থেকে শুরু করে বিভাগীয় প্রধানরা ।

তবে জানা গিয়েছে, বনমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন ৷ রেশন দুর্নীতিকাণ্ডে গত মাসে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। প্রথমে তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে চিকিৎসকরা পরীক্ষা করেন তাঁকে। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কার্ডিয়োলজি ইমার্জেন্সি রুমে জ্যোতিপ্রিয়ের শারীরিক পরীক্ষা করা হয়।

তবে জানা গিয়েছে, এসএসকেএমে মন্ত্রীর চিকিৎসার জন্য প্রথমে যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়, সেখানে কার্ডিওলজি বিভাগের কোনও চিকিৎসকই ছিলেন না । হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা প্রথমে তাঁর বুকের কোনও সমস্যা দেখেননি। তারপর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার কথা শুনে ডাকা হয় নিউরোলজি বিভাগের চিকিৎসকদেরও । তবে ঠিক কী হয়েছে মন্ত্রীর সেই বিষয়ে হাসপাতালের কেউই কিছু জানাচ্ছেন না।

হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা ঠিক থাকলেও হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। ডপলার ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে মন্ত্রীর রক্তের প্রবাহ নির্ণয় করা হচ্ছে । কবে তাঁকে ছাড়া হতে পারে, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি । অনুমান করা হচ্ছে, এখনও কিছুদিন মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভরতি রাখা হতে পারে ৷

আরও পড়ুন:

  1. জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি, মেডিক্যাল বোর্ড গড়ল এসএসকেএম
  2. 'বিধানসভা কি স্কুল?' হাজিরা খাতায় সই করা নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের!
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.