ETV Bharat / state

Kolkata Book Fair 2023: বইমেলায় পরিকাঠামো অভাবের অভিযোগ, গিল্ডের অফিসে প্রতিবাদ বিশেষভাবে সক্ষমদের - কলকাতা বইমেলা

কলকাতা বইমেলায় (Kolkata Book Fair 2023) বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও পরিকাঠামো নেই বলে অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে গিল্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন বিশেষভাবে সক্ষমরা ৷

Kolkata Book Fair 2023 ETV BHARAT
Kolkata Book Fair 2023
author img

By

Published : Feb 6, 2023, 2:53 PM IST

বইমেলায় বিশেষভাবে সক্ষমদের পরিকাঠামোর অভাবের অভিযোগ

কলকাতা, 6 ফেব্রুয়ারি: কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) গিল্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন বিশেষভাবে সক্ষমরা ৷ অভিযোগ তাঁদের জন্য কোনওরকম পরিকাঠামো তৈরি করা হয়নি বইমেলায় (Specially Abled People Protest at Guild Office Due to Lack of Infrastructure) ৷ তা সে বইয়ের দোকানে প্রবেশের ক্ষেত্রে হোক বা বইমেলা প্রাঙ্গণের শৌচালয় ৷ সর্বত্র তাঁদের অবহেলা করা হয় বলে অভিযোগ ৷ প্রতিবছরই বিশেষভাবে সক্ষমদের সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ উঠেছে ৷ রবিবার প্রতিবাদে গিল্ডের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখাল হুইল চেয়ার ইউজার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল ৷ পুরো বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গিল্ডের চেয়ারম্যান ত্রিদিব চট্টোপাধ্যায় ৷

প্রতিবছর কলকাতা বইমেলায় লক্ষ লক্ষ মানুষ যান ৷ বইপ্রেমীদের পাশাপাশি কেউ কেউ বইমেলার পরিবেশ উপভোগ করতে যান ৷ আরও কিছু মানুষ বইমেলায় যান, যাঁদের আমরা 'বিশেষভাবে সক্ষম' বা 'প্রতিবন্ধী' বলে থাকি ৷ তাঁদেরও বইয়ের প্রতি ভালোবাসাটা আর 10 জনের থেকে বেশি বৈ কম না ৷ কিন্তু অভিযোগ, প্রতিবছর বিশেষভাবে সক্ষমদের বইমেলা প্রাঙ্গণে অবহেলার শিকার হতে হয়, বিশেষত বইয়ের স্টলগুলিতে ৷ সেখানে তাঁদের প্রবেশের যাতে সুবিধা হয় এমন কোনও ব্যবস্থা রাখা হয় না ৷ বিশেষ করে যাঁরা হুইল চেয়ারে বইমেলায় আসেন ৷

কোনও পছন্দের বই কিনতে হলে বা কোনও প্রকাশনা সংস্থার দোকানে গিয়ে বই দেখতে হলে অন্যের উপর নির্ভরশীল হতে হয় অধিকাংশ সময় ৷ এমনকী বইমেলা প্রাঙ্গণে থাকা শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেও একই অবহেলার শিকার তাঁরা ৷ অভিযোগ, বইমেলার পরিকাঠামো তৈরির সময় তাঁদের কথা কেউ মাথায় রাখে না ৷ বছরের পর বছর এই অবহেলার শিকার বিশেষভাবে সক্ষম এই মানুষগুলি এবার প্রতিবাদ জানালেন ৷ রবিবার বইমেলায় গিল্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন হুইল চেয়ার ইউজার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলে সদস্যরা ৷ অফিসের গেট আটকে অবস্থান-বিক্ষোভে সামিল হন তাঁরা ৷

আরও পড়ুন: বাংলাদেশেও হোক কলকাতা বইমেলা, প্রস্তাব গিল্ডের

এ বিষয়ে গিল্ড কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তাঁরা ৷ অভিযোগ করেছেন, বিশেষভাবে সক্ষমদের জন্য বইমেলায় পরিকাঠামো তৈরি করা হয়েছে কি না, তা জানতে চেয়ে সংস্থার তরফে চিঠি দেওয়া হয়েছিল কর্তৃপক্ষকে ৷ কিন্তু সেই চিঠির কোনও জবাব আসেনি ৷ এনিয়ে গিল্ডের চেয়ারম্যান ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমি ওনাদের সঙ্গে সম্পূর্ণ সহমত ৷ প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে মেলা ঘুরে দেখার ৷ পাশাপাশি, আজ যে পরিমাণে ভিড় হয়েছে, তাতে বিশেষভাবে সক্ষমদের চলাফেরায় সমস্যা হবে ৷"

তিনি আক্ষেপের সুরে বলেন, "আমরা সব স্টল প্রস্তুতকারীদের প্রথম পাতায় লিখে দিয়েছিলাম প্রবেশদ্বারে ব়্যাম্প তৈরি করতে হবে ৷ কিন্তু, দুর্ভাগ্য বেশকিছু ক্ষেত্রে স্টল প্রস্তুতকারীরা গিল্ডের সেই নির্দেশ মানেননি ৷" কিন্তু প্রশ্ন উঠছে, স্টলগুলি তৈরি করার সময় গিল্ডের তরফে কী নজরদারি রাখা হয় না ? আর প্রতিটি স্টলে ব়্যাম্প তৈরি করা বাধ্যতামূলক হলে, তা খালি চোখেই ধরা পড়বে ৷ যদি, নজরদারি থাকত তাহলে শুরুতেই এনিয়ে ব্যবস্থা নিতে পারত কর্তৃপক্ষ ৷ এর কোনও জবাব পাওয়া যায়নি গিল্ডের তরফে ৷

বইমেলায় বিশেষভাবে সক্ষমদের পরিকাঠামোর অভাবের অভিযোগ

কলকাতা, 6 ফেব্রুয়ারি: কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) গিল্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন বিশেষভাবে সক্ষমরা ৷ অভিযোগ তাঁদের জন্য কোনওরকম পরিকাঠামো তৈরি করা হয়নি বইমেলায় (Specially Abled People Protest at Guild Office Due to Lack of Infrastructure) ৷ তা সে বইয়ের দোকানে প্রবেশের ক্ষেত্রে হোক বা বইমেলা প্রাঙ্গণের শৌচালয় ৷ সর্বত্র তাঁদের অবহেলা করা হয় বলে অভিযোগ ৷ প্রতিবছরই বিশেষভাবে সক্ষমদের সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ উঠেছে ৷ রবিবার প্রতিবাদে গিল্ডের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখাল হুইল চেয়ার ইউজার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল ৷ পুরো বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গিল্ডের চেয়ারম্যান ত্রিদিব চট্টোপাধ্যায় ৷

প্রতিবছর কলকাতা বইমেলায় লক্ষ লক্ষ মানুষ যান ৷ বইপ্রেমীদের পাশাপাশি কেউ কেউ বইমেলার পরিবেশ উপভোগ করতে যান ৷ আরও কিছু মানুষ বইমেলায় যান, যাঁদের আমরা 'বিশেষভাবে সক্ষম' বা 'প্রতিবন্ধী' বলে থাকি ৷ তাঁদেরও বইয়ের প্রতি ভালোবাসাটা আর 10 জনের থেকে বেশি বৈ কম না ৷ কিন্তু অভিযোগ, প্রতিবছর বিশেষভাবে সক্ষমদের বইমেলা প্রাঙ্গণে অবহেলার শিকার হতে হয়, বিশেষত বইয়ের স্টলগুলিতে ৷ সেখানে তাঁদের প্রবেশের যাতে সুবিধা হয় এমন কোনও ব্যবস্থা রাখা হয় না ৷ বিশেষ করে যাঁরা হুইল চেয়ারে বইমেলায় আসেন ৷

কোনও পছন্দের বই কিনতে হলে বা কোনও প্রকাশনা সংস্থার দোকানে গিয়ে বই দেখতে হলে অন্যের উপর নির্ভরশীল হতে হয় অধিকাংশ সময় ৷ এমনকী বইমেলা প্রাঙ্গণে থাকা শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেও একই অবহেলার শিকার তাঁরা ৷ অভিযোগ, বইমেলার পরিকাঠামো তৈরির সময় তাঁদের কথা কেউ মাথায় রাখে না ৷ বছরের পর বছর এই অবহেলার শিকার বিশেষভাবে সক্ষম এই মানুষগুলি এবার প্রতিবাদ জানালেন ৷ রবিবার বইমেলায় গিল্ডের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন হুইল চেয়ার ইউজার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলে সদস্যরা ৷ অফিসের গেট আটকে অবস্থান-বিক্ষোভে সামিল হন তাঁরা ৷

আরও পড়ুন: বাংলাদেশেও হোক কলকাতা বইমেলা, প্রস্তাব গিল্ডের

এ বিষয়ে গিল্ড কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তাঁরা ৷ অভিযোগ করেছেন, বিশেষভাবে সক্ষমদের জন্য বইমেলায় পরিকাঠামো তৈরি করা হয়েছে কি না, তা জানতে চেয়ে সংস্থার তরফে চিঠি দেওয়া হয়েছিল কর্তৃপক্ষকে ৷ কিন্তু সেই চিঠির কোনও জবাব আসেনি ৷ এনিয়ে গিল্ডের চেয়ারম্যান ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমি ওনাদের সঙ্গে সম্পূর্ণ সহমত ৷ প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে মেলা ঘুরে দেখার ৷ পাশাপাশি, আজ যে পরিমাণে ভিড় হয়েছে, তাতে বিশেষভাবে সক্ষমদের চলাফেরায় সমস্যা হবে ৷"

তিনি আক্ষেপের সুরে বলেন, "আমরা সব স্টল প্রস্তুতকারীদের প্রথম পাতায় লিখে দিয়েছিলাম প্রবেশদ্বারে ব়্যাম্প তৈরি করতে হবে ৷ কিন্তু, দুর্ভাগ্য বেশকিছু ক্ষেত্রে স্টল প্রস্তুতকারীরা গিল্ডের সেই নির্দেশ মানেননি ৷" কিন্তু প্রশ্ন উঠছে, স্টলগুলি তৈরি করার সময় গিল্ডের তরফে কী নজরদারি রাখা হয় না ? আর প্রতিটি স্টলে ব়্যাম্প তৈরি করা বাধ্যতামূলক হলে, তা খালি চোখেই ধরা পড়বে ৷ যদি, নজরদারি থাকত তাহলে শুরুতেই এনিয়ে ব্যবস্থা নিতে পারত কর্তৃপক্ষ ৷ এর কোনও জবাব পাওয়া যায়নি গিল্ডের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.