ETV Bharat / state

KMC on Illegal Activities of Hawkers: হকারদের বেআইনি কর্মকাণ্ডে রাশ টানতে বিশেষ নজরদারি সেল কর্পোরেশনের

হকারদের ফুটপাথ দখল ও বেআইনি পার্কিং নিয়ে অভিযোগের পর নড়েচড়ে বসল কর্পোরেশন ৷ পথচারীরা যাতে ফুটপাথে চলার জায়গা পান, সেই দিকে বিশেষ নজরদারি সেল খুলছে কর্পোরেশন ৷

KMC on Illegal Activities of Hawkers
কর্পোরেশন
author img

By

Published : Aug 5, 2023, 5:19 PM IST

কলকাতা, 5 অগস্ট: বেহালা পথ দুর্ঘটনার পরে এবার তৎপর কলকাতা কর্পোরেশন। বেআইনি হকারদের লাগাম দিতে এবার কর্পোরেশন, পুলিশ যৌথভাবে গঠন করছে বিশেষ নজরদারি সেল। গতকাল, শুক্রবার সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে পিষে দেয় লরি। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার বরিশা এলাকা। এরপরেই পুলিশের বিরুদ্ধে যেমন অভিযোগ ওঠে তেমনই বেআইনি হকারদের ফুটপাথ দখল ও বেআইনি পার্কিং নিয়েও অভিযোগ ওঠে। এরপরেই তৎপর হলেন কলকাতা কর্পোরেশন মেয়র ফিরহাদ হাকিম।

শনিবার কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনে নিউ মার্কেট থানা ও তালতলা থানার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মেয়র। জানা গিয়েছে, ধর্মতলার সমস্ত সিগন্যাল গুলোর আশপাশে যত ফুটপাথ আছে সেখানে আইন অনুসারে 50 ফুটের মধ্যে বসে থাকা হকারদের তুলে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে। পাশাপশি পিচ রাস্তার উপরে যারা হকারি করছে তাদের তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীনই কলকাতা কর্পোরেশনের বাম বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার গুরুত্বপূর্ণ 58টি সিগন্যালের 50 ফুটের মধ্যে কোনও হকারকে বসতে দেওয়া হবে না।

আরও পড়ুন: বেহালা-কাণ্ডে পুলিশের উপরই কার্যত দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম

সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ৷ তবে বোর্ডের পরিবর্তনের পর পরিস্থিতি সেই তিমিরেই থাকে । ফের বেলাগাম হয়ে পড়ে হকার। একের পর এক ফুটপাথ দখলে যায়। কিন্তু হকার রাজ্য নিয়ে প্রশাসনিক শিথিলতা কেন? বিরোধীদের দাবি, মানুষের জীবন বা সমস্যা নয়, বর্তমান বোর্ডের কাছে ভোট অংক হল শেষ কথা। হকারদের ভোট ব্যাংক বাড়াতেই তাদের বেআইনি দখলদারি নিয়ে চুপ করে থাকে কর্পোরেশন।

এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষকে সচেতন হতে হবে। আমরাও চেষ্টা করছি। ফুটপাথ যেভাবে দখল হয়ে যাচ্ছে এটা যাতে না-হয়। আদালতের নির্দেশ আছে এক তৃতীয়াংশ ছাড়তে হবে। আমরা ব্ল্যাক টপের উপর কিছুতেই বসতে দেব না এটা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব। একটা মিটিং ডাকছি। পথচারীকে যাতে রাস্তায় না-নামতে হয় এটা নিশ্চিত করতেই হবে।

আরও পড়ুন: বেহালায় জনরোষ থামাতে কেন ব্যর্থ পুলিশ ? লালবাজারে জমা পড়ল প্রাথমিক রিপোর্ট

কলকাতা, 5 অগস্ট: বেহালা পথ দুর্ঘটনার পরে এবার তৎপর কলকাতা কর্পোরেশন। বেআইনি হকারদের লাগাম দিতে এবার কর্পোরেশন, পুলিশ যৌথভাবে গঠন করছে বিশেষ নজরদারি সেল। গতকাল, শুক্রবার সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে পিষে দেয় লরি। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার বরিশা এলাকা। এরপরেই পুলিশের বিরুদ্ধে যেমন অভিযোগ ওঠে তেমনই বেআইনি হকারদের ফুটপাথ দখল ও বেআইনি পার্কিং নিয়েও অভিযোগ ওঠে। এরপরেই তৎপর হলেন কলকাতা কর্পোরেশন মেয়র ফিরহাদ হাকিম।

শনিবার কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনে নিউ মার্কেট থানা ও তালতলা থানার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মেয়র। জানা গিয়েছে, ধর্মতলার সমস্ত সিগন্যাল গুলোর আশপাশে যত ফুটপাথ আছে সেখানে আইন অনুসারে 50 ফুটের মধ্যে বসে থাকা হকারদের তুলে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে। পাশাপশি পিচ রাস্তার উপরে যারা হকারি করছে তাদের তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীনই কলকাতা কর্পোরেশনের বাম বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল কলকাতার গুরুত্বপূর্ণ 58টি সিগন্যালের 50 ফুটের মধ্যে কোনও হকারকে বসতে দেওয়া হবে না।

আরও পড়ুন: বেহালা-কাণ্ডে পুলিশের উপরই কার্যত দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম

সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ৷ তবে বোর্ডের পরিবর্তনের পর পরিস্থিতি সেই তিমিরেই থাকে । ফের বেলাগাম হয়ে পড়ে হকার। একের পর এক ফুটপাথ দখলে যায়। কিন্তু হকার রাজ্য নিয়ে প্রশাসনিক শিথিলতা কেন? বিরোধীদের দাবি, মানুষের জীবন বা সমস্যা নয়, বর্তমান বোর্ডের কাছে ভোট অংক হল শেষ কথা। হকারদের ভোট ব্যাংক বাড়াতেই তাদের বেআইনি দখলদারি নিয়ে চুপ করে থাকে কর্পোরেশন।

এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষকে সচেতন হতে হবে। আমরাও চেষ্টা করছি। ফুটপাথ যেভাবে দখল হয়ে যাচ্ছে এটা যাতে না-হয়। আদালতের নির্দেশ আছে এক তৃতীয়াংশ ছাড়তে হবে। আমরা ব্ল্যাক টপের উপর কিছুতেই বসতে দেব না এটা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব। একটা মিটিং ডাকছি। পথচারীকে যাতে রাস্তায় না-নামতে হয় এটা নিশ্চিত করতেই হবে।

আরও পড়ুন: বেহালায় জনরোষ থামাতে কেন ব্যর্থ পুলিশ ? লালবাজারে জমা পড়ল প্রাথমিক রিপোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.