কলকাতা, 26 জানুয়ারি: রাজ্যে নতুন ভোটারদের সংখ্যা বেড়েছে (national voters day in kolkata)। আজ জাতীয় ভোটার দিবসে এই তথ্যই প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার। বুধবার এক অনুষ্ঠানের পর বেশ কিছু প্রথম ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়েছে । জাতীয় ভোটার দিবস উপলক্ষে ন্যশনাল লাইব্রেরির ভাষা ভবনে একটি অনুষ্ঠানও হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্ত, দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল নেতা সুব্রত বক্সী থেকে শুরু করে অন্য নেতারা ।
আরও পড়ুন: স্যান্ড আর্টে জাতীয় ভোটার দিবসের অভিনন্দন সুদর্শন পট্টনায়েকের
বুধবার নতুন ভোটারদের হাতে কার্ড তুলে দেন স্বরাষ্ট্র সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক (National Election Commission)। পাশাপাশি নির্বাচন কমিশন এবং দেশের ভোট ব্যবস্থা নিয়ে একটি বই প্রকাশ করা হয় । এছাড়া গত একবছরের বিভিন্ন নির্বাচন সম্পর্কিত একটি পুস্তিকাও প্রকাশ করা হয়েছে ।এই অনুষ্ঠানে দক্ষিণ 24 পরগনার নির্বাচনী আধিকারিক সুমিত গুপ্তকে নির্বাচনে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে । পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা । বিভিন্ন প্রতিযোগীতায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার একটি ভিডিও বার্তা দেন । যেখানে তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ন এবং আবাধ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ । দেশ জুড়ে বেড়েছে নতুন ভোটারের সংখ্যা । নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ সমন্ন করা হয়েছে । যাঁদের নাম এখনও তালিকাভুক্ত হয়নি তাঁদের নাম তালিকাভুক্ত করার নির্দেশ দেন তিনি ।
এই প্রসঙ্গেই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, "ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করছে কমিশন । ভোটের তালিকায় নাম তোলার জন্য চারটি সুযোগ দেওয়া হচ্ছে । 18 বছর হলেই সহজে নাম তোলা যাবে তালিকায় । ভোটার তালিকা সংশোধনের কাজ আরও সরল করা হয়েছে । বিনামূল্যে পোস্ট অফিসের মাধ্যমে ভোটার কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে । এবার ভোটার কার্ডের আকার একটু পরিবর্তন করা হয়েছে ।"