ETV Bharat / state

Kolkata Metro: পুজোর কেনাকাটা করতে এবার থাকছে প্রি-পুজো স্পেশাল মেট্রো পরিষেবা

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব ৷ বাকি মাত্র হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আর দুর্গাপুজো মানেই তো নতুন জামা জুতো । তাই পুজোর আগেই শুরু পুজো স্পেশাল মেট্রো পরিষেবা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 11:00 PM IST

Updated : Sep 21, 2023, 11:05 PM IST

প্রি-পুজো স্পেশাল মেট্রো পরিষেবা

কলকাতা, 21 সেপ্টেম্বর: শহরের সর্বত্রই সাজো সাজো রব । আর পুজোর কটা দিন ৷ ইতিমধ্যেই উপচে পড়া ভিড় গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক অঞ্চল, হাতিবাগান, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট সহ শপিং মলগুলোতে। উইকেন্ডে পুজোর কেনাকাটা করতে ভিড় আরও বাড়ে । আর কেনাকাটার জন্য হাতিবাগান, গড়িয়াহাট, বড়বাজার থাকলেও পুজো শপিং-এর অন্যতম জায়গা এখনও সেই নিউ মার্কেট । তাই তিলোত্তমাবাসীর জন্য পুজোর আগেই বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন । যা স্পেশাল প্রি-পুজো মেট্রো পরিষেবা নামে পরিচিত ।
মেট্রোরেল সূত্রে খবর, পুজোর হাতিবাগান, গড়িয়াহাট, বড়বাজার, নিউ মার্কেট এলাকায় ভিড় থাকে যথেষ্ট ৷ তাই যাত্রী সুবিধার্থে উন্নত মেট্রো পরিষেবা দিতে প্রতিশ্রুতি বদ্ধ মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তাই পুজোর আগেই নর্থ-সাউথ মেট্রো রুটে প্রি-পুজো পরিষেবা চালু হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে ৷ যা চলবে 15 অক্টোবর পর্যন্ত । এই নির্দিষ্ট সময়ে প্রতি শনিবার ও রবিবার থাকবে এই শপিং স্পেশাল মেট্রো পরিষেবা চলবে । মেট্রোরেল সূত্রে জানানো হয়েছে আগামী 23 ও 30 সেপ্টেম্বর, 7 ও 14 অক্টোবর (শনিবার) আপ ও ডাউন লাইনে 144টি করে মেট্রো চলবে ৷ পুজো উপলক্ষে 288টি মেট্রো চলবে ৷ শনিবার সাধারণত 234টি মেট্রো চলে ৷

আরও পড়ুন: কাজ শেষ হলে পুজোর আগেই পার্পল লাইনে মাঝেরহাট পর্যন্ত ছুটবে মেট্রো

পশাপাশি রবিবারও চলবে বাড়তি মেট্রো ৷ আগামী 24 সেপ্টেম্বর, 1, 8 ও 15 অক্টোবর সারাদিনে চলবে 164টি মেট্রো ৷ আপ লাইনে 82টি এবং ডাউন লাইনে 82টি মেট্রো চলবে । সাধারণত 130টি মেট্রো চলে ৷ অপরদিকে 2 অক্টোবর মহত্ম গান্ধীর জন্মদিন । তাই ওই দিন গান্ধি জয়ন্তী উপলক্ষে সারাদিনে চলবে 234টি পরিষেবা (117 আপ ও 117 ডাউন) । প্রথম মেট্রো এবং শেষ মেট্রোর ছাড়া সময় অপরিবর্তিত থাকবে । অর্থাৎ অন্যান্য দিনের মতোই মেট্রের টাইম থাকবে ৷

প্রি-পুজো স্পেশাল মেট্রো পরিষেবা

কলকাতা, 21 সেপ্টেম্বর: শহরের সর্বত্রই সাজো সাজো রব । আর পুজোর কটা দিন ৷ ইতিমধ্যেই উপচে পড়া ভিড় গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক অঞ্চল, হাতিবাগান, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট সহ শপিং মলগুলোতে। উইকেন্ডে পুজোর কেনাকাটা করতে ভিড় আরও বাড়ে । আর কেনাকাটার জন্য হাতিবাগান, গড়িয়াহাট, বড়বাজার থাকলেও পুজো শপিং-এর অন্যতম জায়গা এখনও সেই নিউ মার্কেট । তাই তিলোত্তমাবাসীর জন্য পুজোর আগেই বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন । যা স্পেশাল প্রি-পুজো মেট্রো পরিষেবা নামে পরিচিত ।
মেট্রোরেল সূত্রে খবর, পুজোর হাতিবাগান, গড়িয়াহাট, বড়বাজার, নিউ মার্কেট এলাকায় ভিড় থাকে যথেষ্ট ৷ তাই যাত্রী সুবিধার্থে উন্নত মেট্রো পরিষেবা দিতে প্রতিশ্রুতি বদ্ধ মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তাই পুজোর আগেই নর্থ-সাউথ মেট্রো রুটে প্রি-পুজো পরিষেবা চালু হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে ৷ যা চলবে 15 অক্টোবর পর্যন্ত । এই নির্দিষ্ট সময়ে প্রতি শনিবার ও রবিবার থাকবে এই শপিং স্পেশাল মেট্রো পরিষেবা চলবে । মেট্রোরেল সূত্রে জানানো হয়েছে আগামী 23 ও 30 সেপ্টেম্বর, 7 ও 14 অক্টোবর (শনিবার) আপ ও ডাউন লাইনে 144টি করে মেট্রো চলবে ৷ পুজো উপলক্ষে 288টি মেট্রো চলবে ৷ শনিবার সাধারণত 234টি মেট্রো চলে ৷

আরও পড়ুন: কাজ শেষ হলে পুজোর আগেই পার্পল লাইনে মাঝেরহাট পর্যন্ত ছুটবে মেট্রো

পশাপাশি রবিবারও চলবে বাড়তি মেট্রো ৷ আগামী 24 সেপ্টেম্বর, 1, 8 ও 15 অক্টোবর সারাদিনে চলবে 164টি মেট্রো ৷ আপ লাইনে 82টি এবং ডাউন লাইনে 82টি মেট্রো চলবে । সাধারণত 130টি মেট্রো চলে ৷ অপরদিকে 2 অক্টোবর মহত্ম গান্ধীর জন্মদিন । তাই ওই দিন গান্ধি জয়ন্তী উপলক্ষে সারাদিনে চলবে 234টি পরিষেবা (117 আপ ও 117 ডাউন) । প্রথম মেট্রো এবং শেষ মেট্রোর ছাড়া সময় অপরিবর্তিত থাকবে । অর্থাৎ অন্যান্য দিনের মতোই মেট্রের টাইম থাকবে ৷

Last Updated : Sep 21, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.