কলকাতা, 22 মার্চ: আগামী 26 মার্চ অর্থাৎ রবিবার রাজ্যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের (প্রিলিমিনারি) পরীক্ষা । তাই ওইদিন যারা পরীক্ষায় বসতে চলেছেন তাঁদের জন্য সুখবর মেট্রোর তরফে । কেন্দ্রে পৌঁছতে আর কোনও অসুবিধা হবে না ৷ কারণ রবিবার ছুটির দিন হওয়া সত্বেও বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার (West Bengal Judicial Service Exam) জন্য বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail)।
রবিবার ছুটির দিন বলে সাধারণত কম সংখ্যায় মেট্রো চলে ৷ শুধু তাই নয়, কম সময়ের জন্য মেট্রো পরিষেবা দেওয়া হয়ে থাকে । কিন্তু 26 মার্চ পরীক্ষা থাকার কারণে অনেক বেশি সময় মেট্রোর পরিষেবা দেওয়া হবে । পরীক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে ওইদিন সকাল 8টা থেকে মেট্রো চলাচল করবে। সারাদিনে 130টির পরিবর্তে 138টি মেট্রো চালানো হবে । এর মধ্যে 69টি আপ ও 69টি ডাউনের পরিষেবা মিলবে । 138টির মধ্যে 133টি পরিষেবা কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে । বেলা 2.25 থেকে রাত 8:45 এর মধ্যে প্রতি 10 মিনিট অন্তর মিলবে মেট্রো ।
রবিবার দিনের প্রথম পরিষেবা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো সকাল 9 টার পরিবর্তে মিলবে সকাল 8টার সময় । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 8টার সময় । আর দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 8টার সময় । দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে মিলবে সকাল 8টাতে । দিনের শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিত থাকবে । বুধবার এমনটাই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: প্রতীক্ষাবসান! অবশেষে যাত্রী নিয়ে দৌড়ল কলকাতা মেট্রোর চিনা ডালিয়ান রেক