ETV Bharat / state

Special Metro for AFC Cup: যুবভারতীতে এএফসি কাপের ম্যাচের জন্য আজ রাতে থাকছে বিশেষ মেট্রো, কখন ?

Special Metro Service for AFC Cup: যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচের জন্য আজ রাতে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করল কলকাতা মেট্রো ৷ জেনে নিন কখন থাকবে সেই মেট্রো ৷

Special Metro for AFC Cup
বিশেষ মেট্রো পরিষেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 4:52 PM IST

কলকাতা, 2 অক্টোবর: শহরের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর । আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচ হতে চলেছে । খেলার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনে রাতে চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা । আজ কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই কথা জানিয়েছেন ।

তিনি জানিয়েছেন যে, একটি বিশেষ মেট্রো চালানো হবে । আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে । আর নিজের শহরের মাঠে যখন এই খেলা, তখন শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনার পারদ চড়েছে তা বলাই বাহুল্য । তাই এই খেলা দেখতে বহু ফুটবলপ্রেমীদের সমাগম হবে স্টেডিয়ামে । খেলা দেখে ফেরার সময় যাতে তাঁদের কোনও সমস্যায় পড়তে না হয়, তাই আজ গ্রিন লাইনে চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা ।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে, আজ খেলা শেষে রাতে ইস্ট - ওয়েস্ট মেট্রো করিডোরে (গ্রিন লাইন) একটি বিশেষ মেট্রো চালানো হবে । আজ মোহনবাগান এসজি বনাম মাজিয়া এফসি-র ম্যাচের শেষে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অভিমুখে এই পরিষেবাটি চালানো হবে । বিশেষ পরিষেবাটি সল্টলেক স্টেডিয়াম থেকে রাত 10টায় ছাড়বে এবং শিয়ালদায় পৌঁছবে রাত 10.07-এ । যাত্রীদের ওঠা নামার জন্য এই পরিষেবাটি ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে । যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে ।

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে কমছে মেট্রো পরিষেবা

এমনিতে গান্ধিজয়ন্তী উপলক্ষে আজ দেশজুড়ে ছুটি থাকায় সাধারণ দিনের থেকে কম মেট্রো চলছে ৷ ব্লু ও গ্রিন লাইনে কমানো হয়েছিল মেট্রো পরিষেবা ৷ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আজ মোট 234টি মেট্রো চলবে ৷ সাধারণ কাজের দিনে এই সংখ্যাটা থাকে 288টি ৷ আর গ্রিন লাইনে রোজকার মতো 106টি মেট্রো পরিষেবার পরিবর্তে আজ মোট 90টি মেট্রো পরিষেবা চলবে ৷

কলকাতা, 2 অক্টোবর: শহরের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর । আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচ হতে চলেছে । খেলার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনে রাতে চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা । আজ কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই কথা জানিয়েছেন ।

তিনি জানিয়েছেন যে, একটি বিশেষ মেট্রো চালানো হবে । আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে । আর নিজের শহরের মাঠে যখন এই খেলা, তখন শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনার পারদ চড়েছে তা বলাই বাহুল্য । তাই এই খেলা দেখতে বহু ফুটবলপ্রেমীদের সমাগম হবে স্টেডিয়ামে । খেলা দেখে ফেরার সময় যাতে তাঁদের কোনও সমস্যায় পড়তে না হয়, তাই আজ গ্রিন লাইনে চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা ।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে, আজ খেলা শেষে রাতে ইস্ট - ওয়েস্ট মেট্রো করিডোরে (গ্রিন লাইন) একটি বিশেষ মেট্রো চালানো হবে । আজ মোহনবাগান এসজি বনাম মাজিয়া এফসি-র ম্যাচের শেষে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অভিমুখে এই পরিষেবাটি চালানো হবে । বিশেষ পরিষেবাটি সল্টলেক স্টেডিয়াম থেকে রাত 10টায় ছাড়বে এবং শিয়ালদায় পৌঁছবে রাত 10.07-এ । যাত্রীদের ওঠা নামার জন্য এই পরিষেবাটি ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে । যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে ।

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে কমছে মেট্রো পরিষেবা

এমনিতে গান্ধিজয়ন্তী উপলক্ষে আজ দেশজুড়ে ছুটি থাকায় সাধারণ দিনের থেকে কম মেট্রো চলছে ৷ ব্লু ও গ্রিন লাইনে কমানো হয়েছিল মেট্রো পরিষেবা ৷ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আজ মোট 234টি মেট্রো চলবে ৷ সাধারণ কাজের দিনে এই সংখ্যাটা থাকে 288টি ৷ আর গ্রিন লাইনে রোজকার মতো 106টি মেট্রো পরিষেবার পরিবর্তে আজ মোট 90টি মেট্রো পরিষেবা চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.