ETV Bharat / state

SFI Kolkata : চে'র জন্মদিনে এসএফআইয়ের বিশেষ বার্তা - কলকাতায় এসএফআইয়ের অনুষ্ঠান

চে গেভারার জন্মদিনে কলকাতার বীরেন্দ্র মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করে এসএফআই (SFI Kolkata) ৷ সেখানেই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ।

kolkata SFI
এসএফআই কলকাতা
author img

By

Published : Jun 14, 2022, 10:42 PM IST

কলকাতা, 14 জুন : বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মস্তিষ্কের উপর আক্রমণ হচ্ছে নানা পথে । গোটাটাই পরিকল্পিতভাবে । আগে এমনটা কখনও হয়নি । তাই এই পরিস্থিতিতে আমাদের প্রতিটা ছাত্রছাত্রীকে রাজনৈতিকভাবে আরও বেশি সচেতন হতে হবে । চে গেভারার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক আলোচনাসভায় কর্মীদের এই বার্তাই দিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Special message to students from SFI on Che Guevara Birthday)।

এসএফআই কলকাতার উদ্যোগে চে গেভারার জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় উত্তর কলকাতার বীরেন্দ্র মঞ্চে ।

sfi
চে গেভারার জন্মদিনের আলোচনাসভায় বক্তব্য রাখছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য

আরও পড়ুন : SFI protest over KK death: গানে-প্রতিবাদে কেকে স্মরণ এসএফআই-এর

এদিন সৃজন ভট্টাচার্য বলেন, "রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্নভাবে সিলেবাসে বদল এনে ছাত্র-ছাত্রীদের সাধারণ চিন্তাভাবনাকে ভুল পথে পরিচালিত করছে । তাই তার বিরুদ্ধে আরও বেশি করে কর্মীদের সরব হতে হবে ৷ সংগঠনের পরিধি আরও বাড়াতে হবে । রাজ্যের প্রতিটা কলেজ-বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে শিক্ষার পরিবেশকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে এসএফআই কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে । প্রয়োজনে এই কাজের জন্য তাঁরা বিভিন্ন বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলিকে সঙ্গে নিয়েই লড়াই করবেন । গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শুধু ক্যাম্পাস নয়, বিভিন্ন এলাকার ছাত্রদের ঐক্যবদ্ধ করতে হবে ।"

চে-র জন্মদিনে এসএফআইয়ের বিশেষ বার্তা

মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রতীক উর রহমান, কলকাতা জেলা সভাপতি মহম্মদ আতিফ ও সম্পাদক দেবাঞ্জন দে-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন : SSC Scam : এসএসসি দুর্নীতিতে গ্রেফতারের দাবি এসএফআইয়ের, তুলে নিয়ে গেল পুলিশ

কলকাতা, 14 জুন : বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মস্তিষ্কের উপর আক্রমণ হচ্ছে নানা পথে । গোটাটাই পরিকল্পিতভাবে । আগে এমনটা কখনও হয়নি । তাই এই পরিস্থিতিতে আমাদের প্রতিটা ছাত্রছাত্রীকে রাজনৈতিকভাবে আরও বেশি সচেতন হতে হবে । চে গেভারার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক আলোচনাসভায় কর্মীদের এই বার্তাই দিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Special message to students from SFI on Che Guevara Birthday)।

এসএফআই কলকাতার উদ্যোগে চে গেভারার জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় উত্তর কলকাতার বীরেন্দ্র মঞ্চে ।

sfi
চে গেভারার জন্মদিনের আলোচনাসভায় বক্তব্য রাখছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য

আরও পড়ুন : SFI protest over KK death: গানে-প্রতিবাদে কেকে স্মরণ এসএফআই-এর

এদিন সৃজন ভট্টাচার্য বলেন, "রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্নভাবে সিলেবাসে বদল এনে ছাত্র-ছাত্রীদের সাধারণ চিন্তাভাবনাকে ভুল পথে পরিচালিত করছে । তাই তার বিরুদ্ধে আরও বেশি করে কর্মীদের সরব হতে হবে ৷ সংগঠনের পরিধি আরও বাড়াতে হবে । রাজ্যের প্রতিটা কলেজ-বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে শিক্ষার পরিবেশকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে এসএফআই কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে । প্রয়োজনে এই কাজের জন্য তাঁরা বিভিন্ন বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলিকে সঙ্গে নিয়েই লড়াই করবেন । গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শুধু ক্যাম্পাস নয়, বিভিন্ন এলাকার ছাত্রদের ঐক্যবদ্ধ করতে হবে ।"

চে-র জন্মদিনে এসএফআইয়ের বিশেষ বার্তা

মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রতীক উর রহমান, কলকাতা জেলা সভাপতি মহম্মদ আতিফ ও সম্পাদক দেবাঞ্জন দে-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন : SSC Scam : এসএসসি দুর্নীতিতে গ্রেফতারের দাবি এসএফআইয়ের, তুলে নিয়ে গেল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.