ETV Bharat / state

Iftar Organised for Needy People: রমজান মাসে শহরে অন্য ছবি, সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের জন্য ইফতার - প্রান্তিক মানুষদের জন্য ইফতারের আয়োজন

রমজান মাসে সারাদিন উপবাসের পর ইফতার করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা ৷ কলকাতায় এক সমাজসেবীর উদ্য়োগে প্রান্তিক শ্রেণির মানুষদের জন্য ইফতারের আয়োজন হল ৷

Etv Bharat
ইফতারের আয়োজন
author img

By

Published : Apr 17, 2023, 7:46 PM IST

কলকাতা, 17 এপ্রিল: রমজান মাসে কলকাতা শহরে ধরা পড়ল এক অন্য ছবি ৷ কাগজ কুড়িয়ে যাঁরা জীবন চালান তাঁদের জন্য আয়োজন করা হল ইফতারের ৷ চলছে রমজান মাস । আসছে সপ্তাহে পবিত্র ঈদ । তার আগে ভালোবাসার শহর কলকাতা দেখল এক অন্য ছবি । সমাজে যাঁদের তুচ্ছ করেছে, খোলা আকাশের নীচে রাত কাটানো সেইসব মানুষ, কাগজকুড়ানিদের জন্য ইফতারের আয়োজন করে তাঁদের পেট ভরে খাওয়ালেন সমাজকর্মী তৌসিক রহমান । রবিবার আয়োজিত এই ইফতারে যোগ দেন কয়েকজন বিশিষ্ট মানুষও ৷

সাবিনা পারভিন, জাহানারা বেগম, রুমা সাপুই, অশোক মণ্ডল, চম্পা মণ্ডল ৷ এরা প্রত্যেকেই কাঁধে বস্তা নিয়ে বের হন শহরে ৷ মধ্যরাতে যখন শহর ঘুমায়, তখন রাস্তায় পড়ে থাকা প্লাসটিক, কাগজ, পিচবোর্ড কুড়িয়ে, জমিয়ে পরে তা বিক্রি করে চলে তাঁদের প্রতিদিনের রুটিরুজি ৷

সমাজের এই প্রান্তিক শ্রেণির মানুষদের কোনওদিন একবেলা ভাত জোটে তো কোনওদিন নয় । কলকাতার অলিগলির এমন কম বেশি 300 থেকে 350 জন মানুষকে নিয়ে এবার ইফতারের আয়োজন করলেন সমাজকর্মী তৌসিক । চমক ছিল আরও একটি । তা হল, এই সমস্ত প্রান্তিক মানুজনকে খাবার বেড়ে খাইয়েছেন বিশিষ্ট মানুষজন । ছিলেন রাজ্যসভার সাংসদ নাসিমুল হক, সতনাম আলুওয়ালিয়া, ইমরান জাকাই-সহ বিশিষ্ট মানুষজন । এদিন পাতে ছিল নানা ধরনের ফল । ছিল বিরিয়ানি ।

আরও পড়ুন: বাইরে তীব্র দাবদাহ, রোজা রেখে সুস্থ থাকবেন কীভাবে ? দেখে নিন

এই উদ্যোগ প্রসঙ্গে আয়োজক তৌসিক রহমান জানান, শান্তি ও সম্প্রীতির শহর কলকাতায় একসঙ্গেই সব ধর্মের মানুষজন বসবাস করেন । দুর্গাপুজো যেমন উৎসব, তেমনই ঈদও উৎসব । আর ইফতার সব ধর্মের মানুষ এক সঙ্গে করে থাকেন । কিন্তু বর্তমান সময় যারাই ইফতার আয়োজন করছেন সেখানে একটি ভিআইপি সংস্কৃতি তৈরি হয়েছে ৷ সেই সংস্কৃতি ভাঙতে চেয়েই এই আয়োজন ৷ ইফতারের পাশাপাশি মহিলাদের হতে শাড়ি তুলে দেওয়া হয়েছে ।

কলকাতা, 17 এপ্রিল: রমজান মাসে কলকাতা শহরে ধরা পড়ল এক অন্য ছবি ৷ কাগজ কুড়িয়ে যাঁরা জীবন চালান তাঁদের জন্য আয়োজন করা হল ইফতারের ৷ চলছে রমজান মাস । আসছে সপ্তাহে পবিত্র ঈদ । তার আগে ভালোবাসার শহর কলকাতা দেখল এক অন্য ছবি । সমাজে যাঁদের তুচ্ছ করেছে, খোলা আকাশের নীচে রাত কাটানো সেইসব মানুষ, কাগজকুড়ানিদের জন্য ইফতারের আয়োজন করে তাঁদের পেট ভরে খাওয়ালেন সমাজকর্মী তৌসিক রহমান । রবিবার আয়োজিত এই ইফতারে যোগ দেন কয়েকজন বিশিষ্ট মানুষও ৷

সাবিনা পারভিন, জাহানারা বেগম, রুমা সাপুই, অশোক মণ্ডল, চম্পা মণ্ডল ৷ এরা প্রত্যেকেই কাঁধে বস্তা নিয়ে বের হন শহরে ৷ মধ্যরাতে যখন শহর ঘুমায়, তখন রাস্তায় পড়ে থাকা প্লাসটিক, কাগজ, পিচবোর্ড কুড়িয়ে, জমিয়ে পরে তা বিক্রি করে চলে তাঁদের প্রতিদিনের রুটিরুজি ৷

সমাজের এই প্রান্তিক শ্রেণির মানুষদের কোনওদিন একবেলা ভাত জোটে তো কোনওদিন নয় । কলকাতার অলিগলির এমন কম বেশি 300 থেকে 350 জন মানুষকে নিয়ে এবার ইফতারের আয়োজন করলেন সমাজকর্মী তৌসিক । চমক ছিল আরও একটি । তা হল, এই সমস্ত প্রান্তিক মানুজনকে খাবার বেড়ে খাইয়েছেন বিশিষ্ট মানুষজন । ছিলেন রাজ্যসভার সাংসদ নাসিমুল হক, সতনাম আলুওয়ালিয়া, ইমরান জাকাই-সহ বিশিষ্ট মানুষজন । এদিন পাতে ছিল নানা ধরনের ফল । ছিল বিরিয়ানি ।

আরও পড়ুন: বাইরে তীব্র দাবদাহ, রোজা রেখে সুস্থ থাকবেন কীভাবে ? দেখে নিন

এই উদ্যোগ প্রসঙ্গে আয়োজক তৌসিক রহমান জানান, শান্তি ও সম্প্রীতির শহর কলকাতায় একসঙ্গেই সব ধর্মের মানুষজন বসবাস করেন । দুর্গাপুজো যেমন উৎসব, তেমনই ঈদও উৎসব । আর ইফতার সব ধর্মের মানুষ এক সঙ্গে করে থাকেন । কিন্তু বর্তমান সময় যারাই ইফতার আয়োজন করছেন সেখানে একটি ভিআইপি সংস্কৃতি তৈরি হয়েছে ৷ সেই সংস্কৃতি ভাঙতে চেয়েই এই আয়োজন ৷ ইফতারের পাশাপাশি মহিলাদের হতে শাড়ি তুলে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.