কলকাতা, 14 জানুয়ারি : গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে বেশ কিছু বন্দোবস্ত করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবারে যাত্রীদের পরিষেবার কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে ৷ সাগরদ্বীপে আগত যাত্রীদের জন্য কাকদ্বীপে পাঁচটি টিকিট চেকিং কাউন্টার ও 1টি ATVM মেশিন 24 ঘণ্টাই খোলা থাকবে ৷
14 জন রেলকর্মী মোতায়েন থাকবেন, যাঁরা যাত্রীদের টিকিট সম্পর্কিত বিষয়ে সহায়তা করবেন ৷ পাশাপাশি, অতিরিক্ত কর্মীও থাকবেন ৷ তাঁরা 24 ঘণ্টা যাত্রীদের সবরকম সহায়তায় প্রস্তুত ৷ অন্যদিকে, নামখানায় পাঁচটি টিকিট কাউন্টার 24 ঘণ্টা খোলা রাখা হবে ৷ রেলের ন'জন কর্মী যাত্রীদের টিকিট সংক্রান্ত সহায়তার কাজে নিযুক্ত রয়েছেন ৷ এছাড়া, টিকিট চেকিং কর্মীরাও থাকবেন ৷
শিয়ালদা স্টেশনে সকালে ও সন্ধ্যায় সাতটি ও রাতে চারটি কাউন্টার খোলা রাখা হবে ৷ এছাড়া, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবার স্টেশনে RPF বুথ খোলা হয়েছে ৷ 320 জন RPF জওয়ান মোতায়েন করা হয়েছে শিয়ালদায় ৷ স্কাউট ও গাইড কর্মীরা সবসময় উপস্থিত থাকবেন ৷ কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে, সাহায্যের জন্য কাকদ্বীপে অ্যাম্বুলেন্স কর্মীরা থাকবেন সবসময় ৷ মেলার দিনগুলোয় নামখানা ও কাকদ্বীপের উপর CCTV-র মাধ্যমে নজরদারি করা হবে ৷
কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবারে স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আলো দিয়ে সাজানো হয়েছে এই জায়গাগুলিকে ৷