কলকাতা, 11 সেপ্টেম্বর : নারদকাণ্ডে CBI দপ্তরে হাজিরা দিলেন BJP নেতা শোভন চট্টোপাধ্যায় ৷ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান তিনি ৷ বেরোনোর সময় বিষয়টি নিয়ে তিনি মুখ খুলতে চাননি ৷ শোভনের পাশাপাশি CBI দপ্তরে হাজিরা দেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারও ৷ তবে, এখনও আসেননি শুভেন্দু অধিকারী ৷
চলতি বছরের জুনে কলকাতায় এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও ৷ এরপরই নারদ তদন্তে গতি আসে ৷ তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনতে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সম্প্রতি IPS অফিসার এস এম এইচ মির্জ়া ও ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা । এরপরই আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ও শোভনকে ডেকে পাঠানো হয় ৷ কিন্তু, শোভন জানান, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন । সেজন্য তিনি CBI-র দপ্তরে হাজির হতে পারবেন না । সেইমতো সোমবার তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ তলব করা হয় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ৷ তাঁদের আজ ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে সূত্রের খবর ছিল ৷
সেইমতো আজ নিজ়াম প্যালেসের CBI-র দপ্তরে হাজিরা দেন শোভন ৷ 11টা 15 মিনিটে সেখানে আসেন কলকাতার প্রাক্তন মেয়র ৷ প্রায় 30 মিনিট ছিলেন তিনি ৷ সেখান থেকে বেরোনোর পর অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ৷ শোভন আসার কিছুক্ষণ পর নিজ়াম প্যালেসে আসেন অপরূপা পোদ্দারও ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "CBI ডেকেছিল ৷ যা বলার বলে দিয়েছি ৷ ভয়েস টেস্টিংয়ের জন্য ডেকেছিল ৷ এসেছি, হয়ে গেছে ৷ "