ETV Bharat / state

নারদকাণ্ডে CBI দপ্তরে হাজিরা শোভন-অপরূপার - TMC

CBI দপ্তরে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ হাজিরা দেন অপরূপা পোদ্দার ৷

শোভন চট্টোপাধ্যায়
author img

By

Published : Sep 11, 2019, 12:59 PM IST

Updated : Sep 11, 2019, 3:22 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : নারদকাণ্ডে CBI দপ্তরে হাজিরা দিলেন BJP নেতা শোভন চট্টোপাধ্যায় ৷ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান তিনি ৷ বেরোনোর সময় বিষয়টি নিয়ে তিনি মুখ খুলতে চাননি ৷ শোভনের পাশাপাশি CBI দপ্তরে হাজিরা দেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারও ৷ তবে, এখনও আসেননি শুভেন্দু অধিকারী ৷

চলতি বছরের জুনে কলকাতায় এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও ৷ এরপরই নারদ তদন্তে গতি আসে ৷ তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনতে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সম্প্রতি IPS অফিসার এস এম এইচ মির্জ়া ও ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা । এরপরই আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ও শোভনকে ডেকে পাঠানো হয় ৷ কিন্তু, শোভন জানান, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন । সেজন্য তিনি CBI-র দপ্তরে হাজির হতে পারবেন না । সেইমতো সোমবার তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ তলব করা হয় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ৷ তাঁদের আজ ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে সূত্রের খবর ছিল ৷

সেইমতো আজ নিজ়াম প্যালেসের CBI-র দপ্তরে হাজিরা দেন শোভন ৷ 11টা 15 মিনিটে সেখানে আসেন কলকাতার প্রাক্তন মেয়র ৷ প্রায় 30 মিনিট ছিলেন তিনি ৷ সেখান থেকে বেরোনোর পর অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ৷ শোভন আসার কিছুক্ষণ পর নিজ়াম প্যালেসে আসেন অপরূপা পোদ্দারও ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "CBI ডেকেছিল ৷ যা বলার বলে দিয়েছি ৷ ভয়েস টেস্টিংয়ের জন্য ডেকেছিল ৷ এসেছি, হয়ে গেছে ৷ "

দেখুন ভিডিয়ো

কলকাতা, 11 সেপ্টেম্বর : নারদকাণ্ডে CBI দপ্তরে হাজিরা দিলেন BJP নেতা শোভন চট্টোপাধ্যায় ৷ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান তিনি ৷ বেরোনোর সময় বিষয়টি নিয়ে তিনি মুখ খুলতে চাননি ৷ শোভনের পাশাপাশি CBI দপ্তরে হাজিরা দেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারও ৷ তবে, এখনও আসেননি শুভেন্দু অধিকারী ৷

চলতি বছরের জুনে কলকাতায় এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও ৷ এরপরই নারদ তদন্তে গতি আসে ৷ তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনতে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সম্প্রতি IPS অফিসার এস এম এইচ মির্জ়া ও ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা । এরপরই আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ও শোভনকে ডেকে পাঠানো হয় ৷ কিন্তু, শোভন জানান, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন । সেজন্য তিনি CBI-র দপ্তরে হাজির হতে পারবেন না । সেইমতো সোমবার তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ তলব করা হয় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ৷ তাঁদের আজ ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে সূত্রের খবর ছিল ৷

সেইমতো আজ নিজ়াম প্যালেসের CBI-র দপ্তরে হাজিরা দেন শোভন ৷ 11টা 15 মিনিটে সেখানে আসেন কলকাতার প্রাক্তন মেয়র ৷ প্রায় 30 মিনিট ছিলেন তিনি ৷ সেখান থেকে বেরোনোর পর অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ৷ শোভন আসার কিছুক্ষণ পর নিজ়াম প্যালেসে আসেন অপরূপা পোদ্দারও ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "CBI ডেকেছিল ৷ যা বলার বলে দিয়েছি ৷ ভয়েস টেস্টিংয়ের জন্য ডেকেছিল ৷ এসেছি, হয়ে গেছে ৷ "

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, ১১ সেপ্টেম্বর: নারদ কান্ডে সিবিআই দপ্তর এলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। হাজিরা দিলেন আরামবাগের সংসদ অপরুপা পোদ্দারও। তবে আজ ডাকা হলেও এখনো পর্যন্ত আসেনি শুভেন্দু অধিকারী। আজ তাদের ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। সঙ্গে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।Body:এর আগে শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয় ভয়েস স্যাম্পেলের জন্য। কিন্তু তখন তিনি দিল্লিতে ছিলেন। সূত্র জানাচ্ছে, তিনি সিবিআই আধিকারিকদের জানান ডিভোর্স সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন। সেই কারণেই তিনি সিবিআইয়ের দপ্তরে হাজির হতে পারবেন না। সেই কারণেই তাকে ফের ডাকা হয়।

২০১৪ র লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল। গত বিধানসভা ভোটের আগে প্রকাশিত হয় ভিডিও। সেখানে অপরূপাকে টাকা নিতে দেখা গিয়েছিল। তিনি তিন লাখ টাকা ঘুষ নেন বলে দাবি করেন ম্যাথু। বিনিময়ে ছদ্দবেশী নারদ কর্তাকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন অপরুপা। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে সিবিআই যে মামলা রুজু করে তাতে অভিযুক্তদের তালিকায় তেরো নম্বরে অপরুপা নাম উল্লেখ করা হয়। কারণ বারো জন অভিযুক্ত জনপ্রতিনিধি হিসেবে ‘ঘুষ’ নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু অপরুপা যখন টাকা নিয়েছিলেন তখন তিনি কোনও সরকারি পদে ছিলেন না। পরবর্তীতে ২০১৪ লোক সভা ভোটে জিতে সংসদ হন। এর আগে অপরুপা পদ্দারের বাড়িতে গিয়ে তার বয়ান রেকর্ড করেছে সিবিআই। কিন্তু এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর জানা বাকি বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে। সেই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ‌

নারদ কান্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিও প্রকাশ করেন তাতে দেখা যায়, তোয়ালেতে জড়িয়ে টাকা নিচ্ছেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু। তদন্তে নেমে CBI জানতে পারে, ভিআইপি করিডরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা। সেই সূত্রেই চার কর্মীকে ডেকে পাঠায় সিবিআই। মেয়রকে চিঠি দেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার। সেই সূত্রে নিজাম প্যালেসে হাজিরা দেন তৎকালীন মেয়রের আপ্তসহায়ক তথা অফিসার অন স্পেশাল ডিউটি অম্লান লাহিড়ী। সঙ্গে যান দিনদয়াল সিং এবং প্রিয়জীৎ ঘোষ। তাদের কাছে তদন্তকারীরা জানতে চান, ম্যাথু পৌরনিগমে গিয়েছিলেন কি না। পাশাপাশি জানতে চান আরো কিছু তথ্য। তৎকালীন মেয়র শোভনকেও এর আগে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কেও। Conclusion:তবে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজাম পালেস আসবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। সিবিআই সূত্রে খবর 13 জন অভিযুক্তের প্রত্যেককেই ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য ডাকা হয়েছে। যারা আসবেন না তাদের বিষয়টি আদালতে জানানো হবে।
Last Updated : Sep 11, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.