কলকাতা, 18 অগাস্ট : রত্না চ্যাটার্জি ষড়যন্ত্র করছেন । পুলিশকে সেটা আগেই জানিয়েছেন তিনি । দুষ্কৃতীরাও হামলা চালাতে পারে বলে তাঁর আশঙ্কা । এই অবস্থায় গতকাল রাত থেকে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে । তার প্রতিবাদ জানিয়ে, উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি করে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে মেইল করলেন সদ্য BJP-তে যোগ দেওয়া শোভন চ্যাটার্জি ।
Z ক্যাটেগরির নিরাপত্তা পেতেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চ্যাটার্জি । এমন কী গতবছরের 22 নভেম্বর মেয়র এবং মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরও তিনি একই নিরাপত্তা পেতেন । কিন্তু পরে তাঁর সিকিউরিটি জেড ক্যাটেগরি থেকে নামিয়ে দেওয়া হয় Y প্লাস ক্যাটেগরিতে ।
14 অগাস্ট BJP-তে যোগ দেন শোভন চ্যাটার্জি ৷ আর গতকাল রাতে কলকাতা পুলিশ প্রাক্তন মেয়রের নিরাপত্তায় নিযুক্ত পুলিশকর্মীদের সরিয়ে নিয়েছে৷ এই নিয়ে সরব হয়েছেন শোভন ৷ কলকাতার পুলিশ কমিশনারকে করা মেইলে সে কথাই জানিয়েছেন তিনি । লিখেছেন, “১৯৯৫ সাল থেকেই আমি নিরাপত্তা পাই । মন্ত্রী এবং মেয়র হিসেবে আমি এমন অনেক সিদ্ধান্ত নিয়েছি যা অনেকেরই বিপক্ষে গেছে । তৈরি হয়েছে জীবনের ঝুঁকি । সেই সূত্রেই আমাকে Z ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত । এমন কী মেয়র এবং মন্ত্রী হিসেবে ইস্তফা দেওয়ার পরও আমার সিকিউরিটি কমানো হয়নি । কিন্তু কোনও এক অজ্ঞাতকারণে হঠাৎই আমার সিকিউরিটি কমিয়ে Y প্লাস ক্যাটেগরি করে দেওয়া হয়েছে । রাজ্য সরকার ও পুলিশ জানে, দুষ্কৃতী ছাড়াও আমার স্ত্রী রত্না চ্যাটার্জ (তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছি) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন । এই অবস্থায় গতরাত ১১টা ১৫ নাগাদ আমার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয় ।"
শোভনের অভিযোগ, “ আমি BJP-তে যোগ দেওয়ার ফলেই রাজ্য সরকারের প্রতিশোধ স্পৃহা থেকে আমার নিরাপত্তা কমানো হয়েছে বলে মনে হয় । যদিও সরকারের কাছে সবাই সমান হওয়া উচিত ।"
চিঠিতে শোভন টেনে এনেছেন রায়চকের ঘটনাও । সেটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তাঁর উপর যে কোনও সময় আক্রমণ হতে পারে । তিনি লিখেছেন, “ আমি আজ সন্ধ্যা সাতটায় কলকাতায় ফিরছি । তখন থেকে আমার এবং আমার সঙ্গীর (পড়ুন বৈশাখি বন্দ্যোপাধ্যায়) উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হোক । যদি একজন MLA শহরে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে ৷" সেই সূত্রেই তিনি আগের মতই নিরাপত্তার দাবি জানিয়েছেন ।