কলকাতা, 4 ডিসেম্বর : আল আমিন কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ । আজ রাজ্যপালের কাছে গিয়ে সেই অভিযোগ জানান বৈশাখি ও শোভন চট্টোপাধ্যায় ।
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শোভন বলেন, "কলেজে সমস্যা থাকলে পদক্ষেপ করুন । মতপার্থক্য থাকতে পারে । কিন্তু এই শব্দ আমাকে যন্ত্রণা দিয়েছে । কলেজ এজেন্ডা পূরণের জায়গা নয় । বৈশাখির কলেজের সমস্যা নিয়ে রাজ্যপালকে জানিয়েছি । রাজ্যপাল যে সহানুভূতির সঙ্গে শুনেছেন, যে সময় দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ ।"
শুভেন্দুকে নিয়ে শোভন বলেন, "শুভেন্দু নিজের মত নিজে ব্যক্ত করবেন। আমি শিশিরদাকে চিনি। শুভেন্দুকে চিনি । কোনও রাজনৈতিক দলে প্রত্যেকে নিজের সম্মান নিয়ে কাজ করেন । শুভেন্দু রাজনৈতিক সংগঠক, পরীক্ষিত সৈনিক । "
বৈশাখি বন্দ্যোপাধ্যায় বলেন, "ফিরহাদ হাকিম এর উসকানিতে আমাকে আক্রমণ করা হয়েছে । বলা হচ্ছে উৎখাত করে দিতে হবে । তাহলে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে ? ফিরহাদ হাকিম আপনি কি আমাকে চাকরি দিয়েছেন? বাংলার মানুষ সব সহ্য করবে না ।"