ETV Bharat / state

Dol Jatra & Holi Special Train : দোলে ঘুরতে যেতে চান ? একাধিক হোলি স্পেশাল ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলের - south eastern and eastern railway to run holi special trains

নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন দোলযাত্রা ও হোলি উপভোগ করতে ৷ দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলের তরফে চালানো হবে বিশেষ ট্রেন ৷ কোথায় কোথায় যাবে সেই বিশেষ ট্রেন (Dol Jatra & Holi Special Train) ? জানতে হলে পড়ুন এই প্রতিবেদন ৷

Special Train for Doljatra & Holi
দোল ও হোলিতে দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলের বিশেষ ট্রেন
author img

By

Published : Mar 14, 2022, 10:41 PM IST

কলকাতা, 14 মার্চ : ভিড় এড়াতে দোলযাত্রা ও হোলি উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ বিশেষ উৎসবের দিনগুলিতে এমনিতেই ভিড় হয় ৷ তার উপর দোলযাত্রা শুক্রবার পড়েছে তাই সপ্তাহান্তে বহু মানুষ ছুটি কাটাতে বেরিয়ে পড়বেন এদিক ওদিক । যাত্রীদের ভিড় কম করতে তাই দোলযাত্রা ও হোলির দিন কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল কর্তৃপক্ষ (South Eastern and Eastern Railway to run holi special trains)।

20, 21 ও 22 মার্চ দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern and Eastern Railway Holi Special) তরফে হাওড়া ও দিঘা দুটি স্টেশন থেকেই ছাড়বে হোলি স্পেশাল ৷ 08001 হাওড়া-দিঘা হোলি স্পেশাল (Dol special train between digha to howrah) ট্রেনটি হাওড়া থেকে রওনা হবে বেলা 2টো 25 মিনিটে । যা দিঘা পৌঁছবে বিকেল 5টা 50 মিনিটে । পাশাপাশি 08002 দিঘা-হাওড়া স্পেশাল ট্রেনটি দিঘা থেকে ছাড়বে বিকেল 6টা 25 মিনিটে । হাওড়া পৌঁছবে রাত 9টা 45 মিনিটে । এই একজোড়া হোলি স্পেশাল ট্রেন যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেরিয়া, মেচেদা, তমলুক ও কাঁথিতে থামবে ৷

অন্যদিকে পূর্ব রেলের তরফেও রয়েছে হোলি স্পেশাল ট্রেন (Holi Special Train)। এই বিশেষ ট্রেনটি চলবে শিয়ালদা ও গোরক্ষপুরের মধ্যে । 03131 শিয়ালদা-গোরক্ষপুর হোলি স্পেশাল ডানকুনি হয়ে যাবে । ট্রেনটি 16 মার্চ বুধবার শিয়ালদা থেকে ছাড়বে রাত 11টা 55 মিনিটে । ট্রেনটি গোরক্ষপুর পৌঁছবে পরের দিন বিকেল 5টা 30 মিনিটে ।

03132 গোরক্ষপুর-শিয়ালদা হোলি স্পেশাল 17 মার্চ বৃহস্পতিবার গোরক্ষপুর থেকে সন্ধ্যা 7টা 5 মিনিটে ছেড়ে পরের দিন বেলা 11টা 15 মিনিটে শিয়ালদা স্টেশনে পৌঁছবে । এই একজোড়া ট্রেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে ।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, মঙ্গলবার অর্থাৎ 15 মার্চ অনলাইনে এই বিশেষ ট্রেনটির বুকিং শুরু হবে ৷ পিআরএসের (Passenger Reservation System) মাধ্যমে কাটা যাবে টিকিট ।
এই ট্রেনটিতে থাকছে এসি থ্রি টিয়ার ও স্লিপার ক্লাস । এই বিশেষ ট্রেনটির জন্য বাড়তি মূল্য দিতে হবে যাত্রীদের । টিকিট বুকিংয়ের জন্য তৎকাল ব্যবস্থা থাকছে না । থাকছে না কোনও ছাড় বা কনসেশনের ব্যবস্থা ।

কলকাতা, 14 মার্চ : ভিড় এড়াতে দোলযাত্রা ও হোলি উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ বিশেষ উৎসবের দিনগুলিতে এমনিতেই ভিড় হয় ৷ তার উপর দোলযাত্রা শুক্রবার পড়েছে তাই সপ্তাহান্তে বহু মানুষ ছুটি কাটাতে বেরিয়ে পড়বেন এদিক ওদিক । যাত্রীদের ভিড় কম করতে তাই দোলযাত্রা ও হোলির দিন কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল কর্তৃপক্ষ (South Eastern and Eastern Railway to run holi special trains)।

20, 21 ও 22 মার্চ দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern and Eastern Railway Holi Special) তরফে হাওড়া ও দিঘা দুটি স্টেশন থেকেই ছাড়বে হোলি স্পেশাল ৷ 08001 হাওড়া-দিঘা হোলি স্পেশাল (Dol special train between digha to howrah) ট্রেনটি হাওড়া থেকে রওনা হবে বেলা 2টো 25 মিনিটে । যা দিঘা পৌঁছবে বিকেল 5টা 50 মিনিটে । পাশাপাশি 08002 দিঘা-হাওড়া স্পেশাল ট্রেনটি দিঘা থেকে ছাড়বে বিকেল 6টা 25 মিনিটে । হাওড়া পৌঁছবে রাত 9টা 45 মিনিটে । এই একজোড়া হোলি স্পেশাল ট্রেন যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেরিয়া, মেচেদা, তমলুক ও কাঁথিতে থামবে ৷

অন্যদিকে পূর্ব রেলের তরফেও রয়েছে হোলি স্পেশাল ট্রেন (Holi Special Train)। এই বিশেষ ট্রেনটি চলবে শিয়ালদা ও গোরক্ষপুরের মধ্যে । 03131 শিয়ালদা-গোরক্ষপুর হোলি স্পেশাল ডানকুনি হয়ে যাবে । ট্রেনটি 16 মার্চ বুধবার শিয়ালদা থেকে ছাড়বে রাত 11টা 55 মিনিটে । ট্রেনটি গোরক্ষপুর পৌঁছবে পরের দিন বিকেল 5টা 30 মিনিটে ।

03132 গোরক্ষপুর-শিয়ালদা হোলি স্পেশাল 17 মার্চ বৃহস্পতিবার গোরক্ষপুর থেকে সন্ধ্যা 7টা 5 মিনিটে ছেড়ে পরের দিন বেলা 11টা 15 মিনিটে শিয়ালদা স্টেশনে পৌঁছবে । এই একজোড়া ট্রেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে ।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, মঙ্গলবার অর্থাৎ 15 মার্চ অনলাইনে এই বিশেষ ট্রেনটির বুকিং শুরু হবে ৷ পিআরএসের (Passenger Reservation System) মাধ্যমে কাটা যাবে টিকিট ।
এই ট্রেনটিতে থাকছে এসি থ্রি টিয়ার ও স্লিপার ক্লাস । এই বিশেষ ট্রেনটির জন্য বাড়তি মূল্য দিতে হবে যাত্রীদের । টিকিট বুকিংয়ের জন্য তৎকাল ব্যবস্থা থাকছে না । থাকছে না কোনও ছাড় বা কনসেশনের ব্যবস্থা ।

আরও পড়ুন : Holi Special Trains : হোলিতে স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.