ETV Bharat / state

জোড়া নিম্নচাপে সকাল থেকেই বৃষ্টি রাজ্যজুড়ে, চলবে আগামী সপ্তাহ পর্যন্ত - flood situation

জোড়া নিম্নচাপে আগামী এক সপ্তাহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । কলকাতা, দুই 24 পরগনা , পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

RAIN
RAIN
author img

By

Published : Aug 20, 2020, 6:53 AM IST

Updated : Aug 20, 2020, 9:15 AM IST

কলকাতা , 20 অগাস্ট : সকাল থেকে মুখ ভার আকাশের । কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি-সহ গোটা রাজ্যে সকাল থেকেই দফার দফায় চলছে বৃষ্টি । বঙ্গোপসাগরের তৈরি হওয়া দুটো নিম্নচাপের জেরেই এই বৃষ্টি । এই জোড়া নিম্নচাপের জেরে আগামী এক সপ্তাহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস । কলকাতা, দুই 24 পরগনা , পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বুধবার সকালে বঙ্গোপসাগরে সমুদ্রের উপর একটি নিম্নচাপ তৈরি হয় । এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে । এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । দিঘা, তাজপুর, মন্দারমনি-সহ সমুদ্র সৈকতগুলিতে ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে । শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।

এদিকে সপ্তাহের শেষ দিকে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে । "এই দুটি নিম্নচাপের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 25 অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে ।" জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের এক শীর্ষ কর্তা । আলিপুর আবহাওয়া অফিস এছাড়াও সতর্ক করেছে শহর এবং শহরতলির নিচু এলাকায় ব্যাপক জল জমতে পারে । দক্ষিণবঙ্গের নদীর জলস্তরও বাড়বে । ফলে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি ।

কলকাতা , 20 অগাস্ট : সকাল থেকে মুখ ভার আকাশের । কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি-সহ গোটা রাজ্যে সকাল থেকেই দফার দফায় চলছে বৃষ্টি । বঙ্গোপসাগরের তৈরি হওয়া দুটো নিম্নচাপের জেরেই এই বৃষ্টি । এই জোড়া নিম্নচাপের জেরে আগামী এক সপ্তাহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস । কলকাতা, দুই 24 পরগনা , পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বুধবার সকালে বঙ্গোপসাগরে সমুদ্রের উপর একটি নিম্নচাপ তৈরি হয় । এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে । এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । দিঘা, তাজপুর, মন্দারমনি-সহ সমুদ্র সৈকতগুলিতে ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে । শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।

এদিকে সপ্তাহের শেষ দিকে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে । "এই দুটি নিম্নচাপের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 25 অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে ।" জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের এক শীর্ষ কর্তা । আলিপুর আবহাওয়া অফিস এছাড়াও সতর্ক করেছে শহর এবং শহরতলির নিচু এলাকায় ব্যাপক জল জমতে পারে । দক্ষিণবঙ্গের নদীর জলস্তরও বাড়বে । ফলে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি ।

Last Updated : Aug 20, 2020, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.