কলকাতা, 27 ডিসেম্বর : রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশই নামছে । তবে তপ্ত রাজ্য রাজনীতি । প্রথমে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপর দাঁতনে শুভেন্দু অধিকারী । এরই মাঝে আজ বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে ঠিক কী কারণে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তা নিয়ে কিছুই মন্তব্য করতে চাননি তিনি ।
আজ বিকেল সাড়ে চারটের সময় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সৌরভ গঙ্গোপাধ্যায় । রাজ্যপালের সঙ্গে ঠিক কী নিয়ে বৈঠক রয়েছে, তা নিয়ে সৌরভ কার্যত মুখে কুলুপ এঁটেছেন । তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি রাজভবনে গিয়েছিলেন । ক্রিকেট অ্যাকাডেমির জমি সংক্রান্ত কিছু সমস্যা নিয়েই রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন বলে সূত্রের খবর ।
আজ রাজ্যপালের সঙ্গে সৌরভের এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ।
এদিকে গত মাসে যখন অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনও উত্তর না দিলেও তিনি বলেছিলেন, "তালিকা অনেক বড় ।"