ETV Bharat / state

"জল্পনা ছড়াবেন না", রাজভবন থেকে বেরিয়ে অনুরোধ সৌরভের - রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়

রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশই নামছে । তবে তপ্ত রাজ্য রাজনীতি । প্রথমে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপর দাঁতনে শুভেন্দু অধিকারী । এরই মাঝে আজ বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায় ।

Sourav Ganguly meets Jagdeep Dhankhar
রাজভবনে জগদীপ ধনকড়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Dec 27, 2020, 8:11 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : "এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ । মাননীয় রাজ্যপাল অনেকদিন ধরেই ইডেন ঘুরে দেখার ইচ্ছাপ্রকাশ করে আসছেন । এখন ইডেনে বাংলা দলের অনুশীলন চলছে । আগামী সপ্তাহে কোনও একটা সময় রাজ্যপালের ইডেন পরিদর্শনের ব্যবস্থা করা হবে । আর হ্যাঁ, এই সাক্ষাৎ নিয়ে কোনও জল্পনা ছড়াবেন না ।" রাজ্যপালের সঙ্গে দু'ঘণ্টা বৈঠকের পর বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।

আজ বিকেলে রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায় । রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন তিনি । শোনা যাচ্ছে, অ্যাকাডেমির জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি রাজভবনে এসেছিলেন । প্রায় দু'ঘণ্টার বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি ।

  • Had interaction with ‘Dada’ @SGanguly99 President @BCCI at Raj Bhawan today at 4.30 PM on varied issues.

    Accepted his offer for a visit to Eden Gardens, oldest cricket ground in the country established in 1864. pic.twitter.com/tB3Rtb4ZD6

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার সৌরভের রাজভবনে আসার কথা প্রকাশ্যে এসেছে ঠিকই, তবে সূত্রের খবর, সাম্প্রতিক কালে একাধিকবার কার্যত নিশ্চুপে রাজভবনে এসেছেন তিনি । জমি জটের অস্বস্তিতে বোর্ড প্রেসিডেন্ট এর আগেও বিব্রত হয়েছেন । নবান্নতেও তাঁকে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যেতে হয়েছে । তবে এতকিছুর পরও জটিলতা কাটেনি ।

আরও পড়ুন : রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়

রবিবারের বৈঠক নিয়ে জল্পনার নেপথ্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি । নির্বাচন দরজায় কড়া নাড়ছে । এই অবস্থায় রাজ্য সফরে এসে অমিত শাহ বলেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন ভূমিপুত্রই । তাঁর এই মন্তব্য জল্পনা বাড়িয়েছে । প্রসঙ্গত বলে রাখা ভালো সৌরভ গঙ্গোপাধ্যায়কে বঙ্গ রাজনীতির আঙিনায় নিয়ে আসার চেষ্টা নতুন নয় । একসময় সিপিআইএমের সীতারাম ইয়েচুরি বলেছিলেন,"সৌরভ উইল ব্যাট ফর আস ।"

মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের সম্পর্ক এখন অনেকটা সহজ হয়েছে । সিএবির প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে নবান্নের হস্তক্ষেপ কারও অজানা নয় । এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পিছনে নাকি অমিত শাহর "আশীর্বাদ" রয়েছে । কারণ বোর্ডের সচিব এখন অমিত শাহর পুত্র জয় শাহ । তবুও দু'ঘণ্টার বৈঠক শেষে সৌরভের জল্পনা না করার অনুরোধ, জল্পনা থামানোর বদলে আরও উসকে দিল ।

কলকাতা, 27 ডিসেম্বর : "এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ । মাননীয় রাজ্যপাল অনেকদিন ধরেই ইডেন ঘুরে দেখার ইচ্ছাপ্রকাশ করে আসছেন । এখন ইডেনে বাংলা দলের অনুশীলন চলছে । আগামী সপ্তাহে কোনও একটা সময় রাজ্যপালের ইডেন পরিদর্শনের ব্যবস্থা করা হবে । আর হ্যাঁ, এই সাক্ষাৎ নিয়ে কোনও জল্পনা ছড়াবেন না ।" রাজ্যপালের সঙ্গে দু'ঘণ্টা বৈঠকের পর বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।

আজ বিকেলে রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায় । রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন তিনি । শোনা যাচ্ছে, অ্যাকাডেমির জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি রাজভবনে এসেছিলেন । প্রায় দু'ঘণ্টার বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি ।

  • Had interaction with ‘Dada’ @SGanguly99 President @BCCI at Raj Bhawan today at 4.30 PM on varied issues.

    Accepted his offer for a visit to Eden Gardens, oldest cricket ground in the country established in 1864. pic.twitter.com/tB3Rtb4ZD6

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার সৌরভের রাজভবনে আসার কথা প্রকাশ্যে এসেছে ঠিকই, তবে সূত্রের খবর, সাম্প্রতিক কালে একাধিকবার কার্যত নিশ্চুপে রাজভবনে এসেছেন তিনি । জমি জটের অস্বস্তিতে বোর্ড প্রেসিডেন্ট এর আগেও বিব্রত হয়েছেন । নবান্নতেও তাঁকে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যেতে হয়েছে । তবে এতকিছুর পরও জটিলতা কাটেনি ।

আরও পড়ুন : রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়

রবিবারের বৈঠক নিয়ে জল্পনার নেপথ্যে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি । নির্বাচন দরজায় কড়া নাড়ছে । এই অবস্থায় রাজ্য সফরে এসে অমিত শাহ বলেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন ভূমিপুত্রই । তাঁর এই মন্তব্য জল্পনা বাড়িয়েছে । প্রসঙ্গত বলে রাখা ভালো সৌরভ গঙ্গোপাধ্যায়কে বঙ্গ রাজনীতির আঙিনায় নিয়ে আসার চেষ্টা নতুন নয় । একসময় সিপিআইএমের সীতারাম ইয়েচুরি বলেছিলেন,"সৌরভ উইল ব্যাট ফর আস ।"

মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের সম্পর্ক এখন অনেকটা সহজ হয়েছে । সিএবির প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে নবান্নের হস্তক্ষেপ কারও অজানা নয় । এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পিছনে নাকি অমিত শাহর "আশীর্বাদ" রয়েছে । কারণ বোর্ডের সচিব এখন অমিত শাহর পুত্র জয় শাহ । তবুও দু'ঘণ্টার বৈঠক শেষে সৌরভের জল্পনা না করার অনুরোধ, জল্পনা থামানোর বদলে আরও উসকে দিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.